Connect with us

সিনেমা হল

২০ মাস পর আবার স্টার সিনেপ্লেক্সে ‘পরাণ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘পরাণ’ সিনেমার তিন অভিনয়শিল্পী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ২০২২ সালের ১০ জুলাই মুক্তি পায়। এর মাধ্যমে বহুদিন পর কোনো বাংলা সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয় দর্শকেরা। ‘পরাণ’কে ঘিরে বড় পর্দায় প্রাণ ফিরে আসে। সিনেমাহলে দেখা গেছে বিপুলসংখ্যক দর্শকের উপচেপড়া ভিড়। করোনা পরবর্তী সময়ে কোনো বাংলা সিনেমা হাউজফুল শো পেয়েছে। মুক্তির দেড় বছর পর স্টার সিনেপ্লেক্সে আবার মুক্তি পাচ্ছে সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ সিনেমাওয়ালা নিউজকে জানান, আগামী ৮ মার্চ থেকে ১১ মার্চ ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমল (বিকেল ৪টা ১০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১০ মিনিট), মিরপুর সনি স্কয়ার (সকাল ১১টা, দুপুর ১টা ৫০ মিনিট, বিকেল ৪টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) এবং চট্টগ্রামের বালি আর্কেডে (সকাল ১১টা, দুপুর ১টা ৫০ মিনিট, বিকেল ৪টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) উপভোগ করা যাবে ‘পরাণ’।

এরপর আগামী ১২ মার্চ থেকে ১৪ মার্চ ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমল (সন্ধ্যা ৭টা ২০ মিনিট), মিরপুর সনি স্কয়ার (সকাল ১১টা, দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) এবং চট্টগ্রামের বালি আর্কেডে (সকাল ১১টা ২০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) থাকছে সিনেমাটির প্রদর্শনী।

‘পরাণ’ সিনেমায় বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

বরগুনার চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার সূত্র ধরে ‘পরাণ’ সিনেমার গল্প। ত্রিভুজ প্রেমের গল্প তুলে ধরা হয়েছে এতে। বখাটে এবং প্রেমিক পুরুষ রোমান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। এর মাধ্যমে তার প্রতি ঢালিউড নির্মাতাদের ব্যাপক চাহিদা তৈরি হয়।

‘পরাণ’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম (ছবি: লাইভ টেকনোলজিস)

অনন্যা চরিত্রে বিদ্যা সিনহা মিম রীতিমতো বাজিমাত করেছেন। এখন পর্যন্ত এটাই তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। সিফাত চরিত্রে ইয়াশ রোহানের দারুণ অভিনয় মনকাড়া। এসআই চরিত্রে নাসির উদ্দিন খান সেরা পার্শ্ব অভিনেতা শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা হিসেবে পুরস্কার পেয়েছে লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘পরাণ’।

‘পরাণ’ সিনেমায় শরিফুল রাজ ও লুৎফর রহমান জর্জ (ছবি: লাইভ টেকনোলজিস)

এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোজী সিদ্দিকী, শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, ডেইজি সরকার, মিলি বাশার ও মাহাদী হাসান পিয়াল ।

‘পরাণ’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম (ছবি: লাইভ টেকনোলজিস)

‘পরাণ’ সিনেমায় মৌলিক তিনটি ও লোকজ আঙ্গিকের একটি সংগৃহীত গান আছে। এরমধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ‘চলো নিরালায়’। অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া গানটি লিখেছেন গীতিকবি জনি হক, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মিছিল সাহা, পোস্ট প্রোডাকশন ও কালার করেছেন সিমিত র‍য় অন্তর।

সিনেমা হল

দেশের ২৬টি সিনেমাহলে ‘ওমর’, আমেরিকায় ৩৫টি থিয়েটারে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ওমর’ সিনেমায় শরিফুল রাজ ও দর্শনা বণিক (ছবি: সিনেমাওয়ালা)

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ দর্শকদের মন জয় করে চলেছে। ফলে নতুন সপ্তাহে আরো কয়েকটি সিনেমাহলে যুক্ত হয়েছে এটি।

অ্যাকশন কাট এন্টারেটেইনমেন্টের পরিবেশনায় ঈদের দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার ২১টি সিনেমাহল মুক্তি পায় ‘ওমর’। আজ (২৬ এপ্রিল) থেকে এটি চলছে ২৬টি সিনেমাহলে।

‘ওমর’-এর তৃতীয় সপ্তাহের সিনেমাহল তালিকা (ছবি: সিনেমাওয়ালা)

আজই যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের ৩২টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘ওমর’। নিউইয়র্ক, নিউ জার্সি, শিকাগো, সানফ্রান্সিসকো, ডালাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, কানেক্টিকাট, কলোরাডো, মিশিগান, ফ্লোরিডা, টেক্সাস, ইলিনয়েস, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, জর্জিয়া, নেভাদা, ইন্ডিয়ানা, আরিজোনায় চলছে এর প্রদর্শনী।

আমেরিকায় ‘ওমর’ সিনেমার থিয়েটার তালিকা (ছবি: সিনেমাওয়ালা)

‘ওমর’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা, আইমন সিমলা। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

আমেরিকায় ‘ওমর’ সিনেমার থিয়েটার তালিকা (ছবি: সিনেমাওয়ালা)

সিনেমাটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, ‘নাসেক নাসেক’ তারকা অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন জনি হক, সোমেশ্বর অলি ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ এবং ভারতের স্যাভি। ‘ভাইরাল বেবি’ গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।

পড়া চালিয়ে যান

সিনেমা হল

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের বড় পর্দায়

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘মুচাচোস’ প্রামাণ্যচিত্রের পোস্টার (ছবি: স্টার সিনেপ্লেক্স)

২০২২ সালে কাতারে ফিফা বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। ফুটবল জাদুকর লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হারের অঘটন, এরপর ঘুরে দাঁড়ানো ও শ্বাসরুদ্ধকর ফাইনালে জয়সহ সব মিলিয়ে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয় ছিলো নাটকীয়তায় মোড়ানো। বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি।

আর্জেন্টিনার অবিস্মরণীয় বিশ্বকাপ জয়যাত্রা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে বেশকিছু প্রামাণ্যচিত্র। এরমধ্যে ব্যাপক আলোচিত হয়েছে স্প্যানিশ ভাষায় নির্মিত ‘মুচাচোস’। ২০২৩ সালের ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়া এই প্রামাণ্যচিত্র সেখানকার দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। আর্জেন্টিনার সিনেমাহলগুলোতে ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক এটি দেখেছে।

বাংলাদেশের দর্শকদের জন্য ‘মুচাচোস’ নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। আগামী ২৬ এপ্রিল এই মাল্টিপ্লেক্সের সব শাখায় মুক্তি পাবে এটি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ক্ষণে ক্ষণে তৈরি হওয়া উম্মাদনা, রূপকথার নায়কের মতো মেসির অনন্য ফুটবলশৈলী, একেকটি ম্যাচে একেকটি গোল, বাঁধভাঙা জয়োল্লাস আর রুদ্ধশ্বাস ফাইনালের গল্প মিলিয়ে সোনালি স্মৃতি বড় পর্দায় দেখা যাবে।

বাংলাদেশের সিনেমাহলে প্রথম স্প্যানিশ ভাষার কোনও প্রামাণ্যচিত্র হিসেবে মুক্তি পাবে ‘মুচাচোস’। প্রথম আর্জেন্টাইন ও দক্ষিণ আমেরিকান প্রামাণ্যচিত্র এবারই প্রথম বড় পর্দায় দেখবে বাংলাদেশি দর্শকের। এছাড়া ফুটবল নিয়ে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম আন্তর্জাতিক কাজ হতে যাচ্ছে এটাই। স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস নির্মাণ করেছেন ১০০ মিনিট দৈর্ঘ্যের ‘মুচাচোস’।

কাতার বিশ্বকাপকে অনেকেই ফিফার সেরা আসর হিসেবে আখ্যা দিয়েছেন। একের পর এক অঘটন আর চূড়ান্ত মঞ্চে ফরাসিদের হারিয়ে মেসির হাতে বিশ্বকাপ– আর্জেন্টিনা সমর্থকদের জন্য কাতার বিশ্বকাপ ছিলো স্বপ্নের মতো। প্রিয় দল ও মেসির বিশ্বকাপ জয় দেখতে মুখিয়ে থাকা অগণিত সমর্থকের ষোলকলা পূর্ণ হয়েছে কাতারে। সব আক্ষেপ ঘুচিয়ে তাদের পরম আনন্দে ভাসিয়েছেন মেসি। চিরকাল এই সুখস্মৃতি সবাইকে পুলকিত করবে।

বাংলাদেশে ‘মুচাচোস’ মুক্তি প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থক আছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন কোটি মানুষ। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর ঢাকাসহ সারাদেশ উৎসবমুখর হয়ে উঠেছিলো। বাংলাদেশের সমর্থকদের উম্মাদনা দেখে রীতিমতো অবাক হয়েছেন আর্জেন্টিনার মানুষেরাও। লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জয়ের এই মুহূর্ত নিয়ে ভক্তদের উৎসাহ ফুরাবে না সহজে। ভক্ত-সমর্থকদের জন্যই প্রামাণ্যচিত্রটি নিয়ে এসেছি আমরা। আশা করি, বড় পর্দায় এটি দেখা দর্শকদের জন্য চমৎকার একটা ব্যাপার হবে।’

পড়া চালিয়ে যান

সিনেমা হল

ঈদের ১৩ সিনেমার মধ্যে ৮টি দেখাবে স্টার সিনেপ্লেক্স

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ওমর’, ‘কাজলরেখা’ ও ‘রাজকুমার’ সিনেমার পোস্টার

এবারের ঈদুল ফিতরে ঢালিউডের ১৩টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এরমধ্যে ৮টি সিনেমা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মাল্টিপ্লেক্স সিনেমাহল স্টার সিনেপ্লেক্স। আজ (৭ এপ্রিল) বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে চলবে গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’, হিমেল আশরাফের ‘রাজকুমার’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’, কামরুজ্জামান রোমানের ‘মোনা: জ্বীন ২’, ছটকু আহমেদের ‘আহারে জীবন’, কাজী হায়াৎ ও কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ এবং ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’।

‘দেয়ালের দেশ’ ও ‘আহারে জীবন’ সিনেমার পোস্টার

ঈদে মুক্তির মিছিলে থাকা সিনেমার মধ্যে আহমেদ হুমায়ূনের ‘পটু’, জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’, জাহিদ হোসেনের ‘সোনার চর’, কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’ এবং মো. ইকবালের ‘ডেডবডি’ স্টার সিনেপ্লেক্সে আপাতত চালাবে না।

‘গ্রিন কার্ড’, ‘মোনা: জ্বীন-২’ ও ‘মেঘনা কন্যা’ সিনেমার পোস্টার

২০০৪ সালের ৮ অক্টোবর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমাহল স্টার সিনেপ্লেক্স। ঢাকায় এর পাঁচটি শাখা রয়েছে। ধানমন্ডির সীমান্ত সম্ভার (পুরনো রাইফেলস স্কয়ার), মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এগুলো অবস্থিত। এছাড়া ঢাকার বাইরে রয়েছে চট্টগ্রামের বালি আর্কেড কমপ্লেক্স ও রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ