Connect with us

সিনেমা হল

বড় পর্দায় বাংলাদেশসহ বিশ্বব্যাপী একই দিনে ‘ডুন: পার্ট টু’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ডুন: পার্ট টু’ সিনেমায় জেন্ডায়া ও টিমোথি শালামে (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর মহাকাব্যিক সিনেমা ‘ডুন’ ২০২১ সালে বিশ্বব্যাপী বক্স অফিসে সাড়া জাগায়। পাশাপাশি ছয়টি শাখায় অস্কার জিতে নেয়। এর সিক্যুয়েল দেখতে দর্শকদের কৌতুহল তুঙ্গে। সেই অপেক্ষার অবসান ঘটছে। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় আগামী ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘ডুন: পার্ট টু’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমা।

নতুন সিনেমাতে পল আট্রাইডস চরিত্রে অভিনয় করেছেন যথারীতি টিমোথি শালামে। হাউস হারকোনেনের বিরুদ্ধে যুদ্ধ করতে আরাকিস মরুভূমির ফ্রেমেন সম্প্রদায়ের সঙ্গে জোট বাঁধে পল।

১৯৬৫ সালে প্রকাশিত আমেরিকান কথাসাহিত্যিক ফ্রাঙ্ক হার্বার্টের দুই খণ্ডের উপন্যাস ‘ডুন’-এর দ্বিতীয় খণ্ড অবলম্বনে তৈরি হয়েছে এবারের পর্ব। আগেরটির মতো এটিও পরিচালনা করেছেন ডেনি ভিলন্যুভ।

আগের পর্বে অভিনয় করা জেন্ডায়া, রেবেকা ফার্গুসন, জশ ব্রোলিন, স্টেলান স্কার্শগর্ড, ডেভ বাউতিস্তা, শার্লট র‌্যাম্পলিং ও হাভিয়ের বারডেম ফিরেছেন। নতুন যুক্ত হয়েছেন লেয়া সেদ্যু, অস্টিন বাটলার, ফ্লোরেন্স পিউ, আনিয়া টেলর-জয়, ক্রিস্টোফার ওয়াকেন ও সোহেলা ইয়াকুব।

‘ডুন: পার্ট টু’ সিনেমার পোস্টার (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

ভবিষ্যৎ মহাবিশ্বের প্রেক্ষাপটে ‘ডুন’-এর গল্প ঘুরপাক খেয়েছে আরাকিস নামের গ্রহ ও এর মূল্যবান খনিজ ঘিরে। গল্পের মূল চরিত্র পল আট্রাইডসের জন্ম এমন কিছু ক্ষমতা ও আশীর্বাদ নিয়ে, যা তার নিজেরই অজানা! মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গ্রহে পরিবার ও নিজের লোকদের রক্ষায় লড়তে হয় তাকে। ভয়কে জয় করে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে সে। মূল্যবান একটি পদার্থের একমাত্র উৎস বিপজ্জনক মরুগ্রহ আরাকিসের দায়িত্ব গ্রহণ করে পলের বাবা লেটো। এই খনিজ মানবজীবনকে দীর্ঘায়িত করে ও চিন্তাশক্তির স্তরকে প্রসারিত করে।

‘ডুন: পার্ট টু’ সিনেমায় জেন্ডায়া ও টিমোথি শালামে (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

লেটো যদিও জানতেন, এই সুযোগ তার শত্রু হারকোনেনের তৈরি একটি ফাঁদ। তবুও উত্তরাধিকারী ছোট ছেলে ও আরাকিসের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা ডুন হিসেবে পরিচিত পল ও পলের দৈব মা ও লেটোর উপপত্নী লেডি জেসিকাকে সঙ্গে নিয়ে যায়। লেটো সেই মূল্যবান পদার্থের খনির নিয়ন্ত্রণ গ্রহণ করে, যাতে দৈত্য স্যান্ডওয়ার্মের উপস্থিতিতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে বৈরী মরুগ্রহের বাসিন্দা ফ্রেমেনদের জন্য পল আবির্ভূত হয় ত্রাণকর্তা রূপে। এবারের সিনেমায় পল আট্রাইডসকে তার যাত্রা চালিয়ে যেতে দেখা যাবে। চানি এবং ফ্রেমেনের সঙ্গে একত্রিত হয়ে ষড়যন্ত্রকারীদের ওপর প্রতিশোধ নিতে চায় সে, যারা তার পরিবারকে ধ্বংস করেছিল। সেই সঙ্গে একটি ভয়ানক ভবিষ্যতের সামনে বাধা হয়ে দাঁড়ায় পল।

‘ডুন: পার্ট টু’ সিনেমায় টিমোথি শালামে ও জেন্ডায়া (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

২০১৬ সালে প্রযোজনা প্রতিষ্ঠান লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট ‘ডুন’ উপন্যাসের স্বত্ব কিনে দুই খণ্ডের সিনেমা তৈরির পরিকল্পনা করে। ২০১৭ সালে ডেনি ভিলন্যুভকে দুটোই পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ১৬ কোটি ৫০ লাখ বাজেটে বানানো প্রথম পর্ব আয় করে ৪৩ কোটি ৪৮ লাখ ডলার।

‘ডুন: পার্ট টু’ সিনেমায় জেন্ডায়া (ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স)

এমন সাফল্যের পর ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট ২০২১ সালের অক্টোবরে দ্বিতীয় পর্ব নির্মাণের কাজ শুরু করে। ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হাঙ্গেরির বুদাপেস্ট, জর্ডান, ইতালি ও আবুধাবিতে সিনেমাটির মূল চিত্রগ্রহণ সম্পন্ন হয়। ১৯ কোটি ডলার বাজেটে নির্মিত ‘ডুন: পার্ট টু’র দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪৭ মিনিট।

সিনেমা হল

দেশের ২৬টি সিনেমাহলে ‘ওমর’, আমেরিকায় ৩৫টি থিয়েটারে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ওমর’ সিনেমায় শরিফুল রাজ ও দর্শনা বণিক (ছবি: সিনেমাওয়ালা)

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ দর্শকদের মন জয় করে চলেছে। ফলে নতুন সপ্তাহে আরো কয়েকটি সিনেমাহলে যুক্ত হয়েছে এটি।

অ্যাকশন কাট এন্টারেটেইনমেন্টের পরিবেশনায় ঈদের দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার ২১টি সিনেমাহল মুক্তি পায় ‘ওমর’। আজ (২৬ এপ্রিল) থেকে এটি চলছে ২৬টি সিনেমাহলে।

‘ওমর’-এর তৃতীয় সপ্তাহের সিনেমাহল তালিকা (ছবি: সিনেমাওয়ালা)

আজই যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের ৩২টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘ওমর’। নিউইয়র্ক, নিউ জার্সি, শিকাগো, সানফ্রান্সিসকো, ডালাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, কানেক্টিকাট, কলোরাডো, মিশিগান, ফ্লোরিডা, টেক্সাস, ইলিনয়েস, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, জর্জিয়া, নেভাদা, ইন্ডিয়ানা, আরিজোনায় চলছে এর প্রদর্শনী।

আমেরিকায় ‘ওমর’ সিনেমার থিয়েটার তালিকা (ছবি: সিনেমাওয়ালা)

‘ওমর’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা, আইমন সিমলা। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

আমেরিকায় ‘ওমর’ সিনেমার থিয়েটার তালিকা (ছবি: সিনেমাওয়ালা)

সিনেমাটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, ‘নাসেক নাসেক’ তারকা অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন জনি হক, সোমেশ্বর অলি ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ এবং ভারতের স্যাভি। ‘ভাইরাল বেবি’ গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।

পড়া চালিয়ে যান

সিনেমা হল

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের বড় পর্দায়

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘মুচাচোস’ প্রামাণ্যচিত্রের পোস্টার (ছবি: স্টার সিনেপ্লেক্স)

২০২২ সালে কাতারে ফিফা বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। ফুটবল জাদুকর লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হারের অঘটন, এরপর ঘুরে দাঁড়ানো ও শ্বাসরুদ্ধকর ফাইনালে জয়সহ সব মিলিয়ে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয় ছিলো নাটকীয়তায় মোড়ানো। বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি।

আর্জেন্টিনার অবিস্মরণীয় বিশ্বকাপ জয়যাত্রা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে বেশকিছু প্রামাণ্যচিত্র। এরমধ্যে ব্যাপক আলোচিত হয়েছে স্প্যানিশ ভাষায় নির্মিত ‘মুচাচোস’। ২০২৩ সালের ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়া এই প্রামাণ্যচিত্র সেখানকার দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। আর্জেন্টিনার সিনেমাহলগুলোতে ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক এটি দেখেছে।

বাংলাদেশের দর্শকদের জন্য ‘মুচাচোস’ নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। আগামী ২৬ এপ্রিল এই মাল্টিপ্লেক্সের সব শাখায় মুক্তি পাবে এটি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ক্ষণে ক্ষণে তৈরি হওয়া উম্মাদনা, রূপকথার নায়কের মতো মেসির অনন্য ফুটবলশৈলী, একেকটি ম্যাচে একেকটি গোল, বাঁধভাঙা জয়োল্লাস আর রুদ্ধশ্বাস ফাইনালের গল্প মিলিয়ে সোনালি স্মৃতি বড় পর্দায় দেখা যাবে।

বাংলাদেশের সিনেমাহলে প্রথম স্প্যানিশ ভাষার কোনও প্রামাণ্যচিত্র হিসেবে মুক্তি পাবে ‘মুচাচোস’। প্রথম আর্জেন্টাইন ও দক্ষিণ আমেরিকান প্রামাণ্যচিত্র এবারই প্রথম বড় পর্দায় দেখবে বাংলাদেশি দর্শকের। এছাড়া ফুটবল নিয়ে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম আন্তর্জাতিক কাজ হতে যাচ্ছে এটাই। স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস নির্মাণ করেছেন ১০০ মিনিট দৈর্ঘ্যের ‘মুচাচোস’।

কাতার বিশ্বকাপকে অনেকেই ফিফার সেরা আসর হিসেবে আখ্যা দিয়েছেন। একের পর এক অঘটন আর চূড়ান্ত মঞ্চে ফরাসিদের হারিয়ে মেসির হাতে বিশ্বকাপ– আর্জেন্টিনা সমর্থকদের জন্য কাতার বিশ্বকাপ ছিলো স্বপ্নের মতো। প্রিয় দল ও মেসির বিশ্বকাপ জয় দেখতে মুখিয়ে থাকা অগণিত সমর্থকের ষোলকলা পূর্ণ হয়েছে কাতারে। সব আক্ষেপ ঘুচিয়ে তাদের পরম আনন্দে ভাসিয়েছেন মেসি। চিরকাল এই সুখস্মৃতি সবাইকে পুলকিত করবে।

বাংলাদেশে ‘মুচাচোস’ মুক্তি প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থক আছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন কোটি মানুষ। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর ঢাকাসহ সারাদেশ উৎসবমুখর হয়ে উঠেছিলো। বাংলাদেশের সমর্থকদের উম্মাদনা দেখে রীতিমতো অবাক হয়েছেন আর্জেন্টিনার মানুষেরাও। লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জয়ের এই মুহূর্ত নিয়ে ভক্তদের উৎসাহ ফুরাবে না সহজে। ভক্ত-সমর্থকদের জন্যই প্রামাণ্যচিত্রটি নিয়ে এসেছি আমরা। আশা করি, বড় পর্দায় এটি দেখা দর্শকদের জন্য চমৎকার একটা ব্যাপার হবে।’

পড়া চালিয়ে যান

সিনেমা হল

ঈদের ১৩ সিনেমার মধ্যে ৮টি দেখাবে স্টার সিনেপ্লেক্স

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ওমর’, ‘কাজলরেখা’ ও ‘রাজকুমার’ সিনেমার পোস্টার

এবারের ঈদুল ফিতরে ঢালিউডের ১৩টি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এরমধ্যে ৮টি সিনেমা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মাল্টিপ্লেক্স সিনেমাহল স্টার সিনেপ্লেক্স। আজ (৭ এপ্রিল) বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে চলবে গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’, হিমেল আশরাফের ‘রাজকুমার’, মিশুক মনির ‘দেয়ালের দেশ’, কামরুজ্জামান রোমানের ‘মোনা: জ্বীন ২’, ছটকু আহমেদের ‘আহারে জীবন’, কাজী হায়াৎ ও কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ এবং ফুয়াদ চৌধুরীর ‘মেঘনা কন্যা’।

‘দেয়ালের দেশ’ ও ‘আহারে জীবন’ সিনেমার পোস্টার

ঈদে মুক্তির মিছিলে থাকা সিনেমার মধ্যে আহমেদ হুমায়ূনের ‘পটু’, জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’, জাহিদ হোসেনের ‘সোনার চর’, কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’ এবং মো. ইকবালের ‘ডেডবডি’ স্টার সিনেপ্লেক্সে আপাতত চালাবে না।

‘গ্রিন কার্ড’, ‘মোনা: জ্বীন-২’ ও ‘মেঘনা কন্যা’ সিনেমার পোস্টার

২০০৪ সালের ৮ অক্টোবর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমাহল স্টার সিনেপ্লেক্স। ঢাকায় এর পাঁচটি শাখা রয়েছে। ধানমন্ডির সীমান্ত সম্ভার (পুরনো রাইফেলস স্কয়ার), মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এগুলো অবস্থিত। এছাড়া ঢাকার বাইরে রয়েছে চট্টগ্রামের বালি আর্কেড কমপ্লেক্স ও রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ