Connect with us

গান বাজনা

ইমন চক্রবর্তীকে নিয়ে জুলফিকার রাসেল-টুনাই গাঙ্গুলীর নতুন গান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) জুলফিকার রাসেল, ইমন চক্রবর্তী ও টুনাই দেবাশীষ গাঙ্গুলী (ছবি: ফেসবুক)

‘তুমি যাকে ভালোবাসো’ গানের সুবাদে দুই বাংলায় শ্রোতাপ্রিয়তা পেয়েছেন পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। বাংলাদেশে কয়েকটি গান গেয়েছেন তিনি। সেই তালিকায় যুক্ত হলো ‘শুধু ভালোবাসাই সব নয়’। এটি লিখেছেন জুলফিকার রাসেল, সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলী।

জুলফিকার রাসেলের গীতিকবিতায় বেশকিছু গানের সুর করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী। সর্বশেষ চলতি মাসের শুরুতে প্রকাশিত হয় নচিকেতার কণ্ঠে ‘সে একটা গাছ’। ইমন চক্রবর্তী এর আগেও টুনাইয়ের সুর-সংগীতে গেয়েছেন। তবে এবারই প্রথম জুলফিকার রাসেলের লেখা গান গাইলেন তিনি।

‘শুধু ভালোবাসাই সব নয়’ প্রসঙ্গে ইমন চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘ভালো একটি গান গাওয়ার সুযোগ পেয়েছি।’

গানটি প্রসঙ্গে টুনাই দেবাশীষ গাঙ্গুলী বলেন, ‘ইমন আমার ছোট বোনের মতো। রাসেল আমার প্রাণের বন্ধুদের একজন। গানটির সুর-সংগীত করে আমি ভীষণ আপ্লুত।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘গানটি অসাধারণ গেয়েছেন ইমন চক্রবর্তী।’

গতকাল (২৬ জুন) ইউটিউবে জুটি মিউজিক চ্যানেলে অবমুক্ত হয় গানটি। এর ভিডিওতে মডেল হয়েছেন কণ্ঠশিল্পী টিনা রাসেল।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ