Connect with us

বিশ্বসংগীত

দর্শকদের ভোটে ‘বার্বি’র ছক্কা, টেলর সুইফটের বাউন্ডারি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিলি আইলিশ (ছবি: পিপল’স চয়েস)

পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসের ৪৯তম আসরে দর্শকদের ভোটে সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে ‘বার্বি’। চারটি শাখায় সেরার স্বীকৃতি পেয়েছেন আমেরিকান পপতারকা টেলর সুইফট। 

গত ১৮ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় সোমবার) যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় ৪৫টি শাখার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে হাজির হয়ে চমকে দিয়েছেন ‘দ্য হকআই’ তারকা জেরেমি রেনার। একবছরেরও বেশি সময় আগে ভয়াবহ স্কি দুর্ঘটনায় ৩০টি হাড় ভেঙে গিয়েছিলো তার। তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান ‘লকি’ তারকা টম হিডলস্টন। মঞ্চে বিলি আইলিশের হাতে বর্ষসেরা টিভি পারফরম্যান্স পুরস্কার তুলে দেন জেরেমি রেনার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চীনা-কানাডিয়ান তারকা সিমু লিউ (সাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস)।

কাইলি মিনোগ (ছবি: পিপল’স চয়েস)

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অস্ট্রেলিয়ান পপতারকা কাইলি মিনোগ। বিশেষ সংগীত আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন লেনি ক্র্যাভিৎজ। তিনি ও আমেরিকান কান্ট্রি গায়িকা লেইনি উইলসন গান গেয়ে শুনিয়েছেন। কমেডিতে বিশেষ অবদানের জন্য পিপল’স আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাডাম স্যান্ডলার।

র‍্যাচেল জেগলার (ছবি: পিপল’স চয়েস)

পিপল’স চয়েস অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

সিনেমা শাখা
বর্ষসেরা সিনেমা: বার্বি
বর্ষসেরা অ্যাকশন সিনেমা: দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস
বর্ষসেরা কমেডি সিনেমা: বার্বি
বর্ষসেরা ড্রামা সিনেমা: ওপেনহাইমার
বর্ষসেরা অভিনেতা: রায়ান গসলিং (বার্বি)
বর্ষসেরা অভিনেত্রী: মার্গো রবি (বার্বি)
বর্ষসেরা অ্যাকশন তারকা: র‍্যাচেল জেগলার (দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস)
বর্ষসেরা কমেডি তারকা: জেনিফার লরেন্স (নো হার্ড ফিলিংস)
বর্ষসেরা ড্রামা তারকা: জেনা ওর্তেগা (স্ক্রিম সিক্স)
বর্ষসেরা সিনেমা পারফরম্যান্স: আমেরিকা ফেরেরা (বার্বি)

আমেরিকা ফেরেরা (ছবি: পিপল’স চয়েস)

টেলিভিশন শাখা
বর্ষসেরা টিভি সিরিজ: গ্রে’জ অ্যানাটমি (এবিসি)
বর্ষসেরা কমেডি সিরিজ: অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং (হুলু)
বর্ষসেরা ড্রামা সিরিজ: দ্য লাস্ট অব আস (এইচবিও)

টম হিডলস্টন (ছবি: পিপল’স চয়েস)

বর্ষসেরা সাই-ফাই/ফ্যান্টাসি সিরিজ: লকি (ডিজনি প্লাস)
বর্ষসেরা রিয়েলিটি শো: দ্য কার্ডাশিয়ানস (হুলু)
বর্ষসেরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান: দ্য ভয়েস (এনবিসি)
বর্ষসেরা বিঞ্জওয়ার্দি অনুষ্ঠান: দ্য সামার আই টার্নড প্রিটি (অ্যামাজন প্রাইম ভিডিও)
বর্ষসেরা টিভি অভিনেতা: পেদ্রো পাসকাল (দ্য লাস্ট অব আস)
বর্ষসেরা টিভি অভিনেত্রী: সেলেনা গোমেজ (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)
বর্ষসেরা কমেডি টিভি তারকা: জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
বর্ষসেরা ড্রামা টিভি তারকা: জেনিফার অ্যানিস্টন (দ্য মর্নিং শো)

বিলি আইলিশ (ছবি: পিপল’স চয়েস)

বর্ষসেরা টিভি পারফরম্যান্স: বিলি আইলিশ (সোয়ার্ম)
বর্ষসেরা রিয়েলিটি টিভি তারকা: ক্লোয়ি কার্ডাশিয়ান (দ্য কার্ডাশিয়ানস)
বর্ষসেরা রিয়েলিটি শো প্রতিযোগী: আরিয়ানা ম্যাডিক্স (ড্যান্সিং উইথ দ্য স্টারস)
বর্ষসেরা ডেটাইম টক শো: দ্য কেলি ক্লার্কসন শো
বর্ষসেরা নাইট টাইম টক শো: দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন (এনবিসি)
বর্ষসেরা সঞ্চালক: জিমি ফ্যালন (দ্যাট’স মাই জ্যাম)

আইস স্পাইস (ছবি: পিপল’স চয়েস)

সংগীত শাখা
বর্ষসেরা গায়ক: জাং কুক
বর্ষসেরা গায়িকা: টেলর সুইফট
বর্ষসেরা কান্ট্রি গায়ক: জেলি রোল

লেইনি উইলসন (ছবি: পিপল’স চয়েস)

বর্ষসেরা কান্ট্রি গায়িকা: লেইনি উইলসন
বর্ষসেরা লাতিন গায়ক: ব্যাড বানি
বর্ষসেরা লাতিন গায়িকা: শাকিরা
বর্ষসেরা পপ কণ্ঠশিল্পী: টেলর সুইফট
বর্ষসেরা হিপ-হপ কণ্ঠশিল্পী: নিকি মিনাজ
বর্ষসেরা আরঅ্যান্ডবি কণ্ঠশিল্পী: বিয়ন্সে
বর্ষসেরা নতুন কণ্ঠশিল্পী: আইস স্পাইস
বর্ষসেরা ব্যান্ড/জুটি: স্ট্রে কিডস
বর্ষসেরা গান: ভ্যাম্পায়ার (অলিভিয়া রড্রিগো)
বর্ষসেরা অ্যালবাম: গাটস (অলিভিয়া রড্রিগো)
বর্ষসেরা সম্মিলিত গান: বার্বি ওয়ার্ল্ড (নিকি মিনাজ, আইস স্পাইস ও অ্যাকুয়া)
বর্ষসেরা কনসার্ট ট্যুর: টেলর সুইফট: দ্য এরাস ট্যুর

সিডনি সুইনি (ছবি: পিপল’স চয়েস)

পপ সংস্কৃতি শাখা
বর্ষসেরা সোশ্যাল মিডিয়া তারকা: টেলর সুইফট
বর্ষসেরা কমেডি পারফরম্যান্স: ক্রিস রক (সিলেক্টিভ আউটরেজ)
বর্ষসেরা অ্যাথলেট: ট্রাভিস কেলস

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ