Connect with us

ঢালিউড

‘দেয়ালের দেশ’ পূর্বাভাসে অন্যরকম রাজ-বুবলী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলী ও শরিফুল রাজ (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)

‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলী ও শরিফুল রাজ (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)

চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক শরিফুল রাজ প্রথমবার জুটি বেঁধেছেন। আসন্ন ঈদুল ফিতরে ‘দেয়ালের দেশ’ সিনেমায় দেখা যাবে তাদের রসায়ন। ইতোমধ্যে চলে এসেছে এর টিজার। এতে দুই তারকাই অন্যরকম লুকে হাজির হয়েছেন। চুলের ধরন, সাজ, পোশাকসহ এভাবে আগে তাদের পাওয়া যায়নি।

‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলী ও শরিফুল রাজ (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)

‘দেয়ালের দেশ’ সিনেমার পোস্টারে শরিফুল রাজ (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)

গতকাল (২৩ মার্চ) ৫৬ সেকেন্ডের টিজারটি প্রকাশিত হয়। এতে ‘দেয়ালের দেশ’-এর কয়েকটি দৃশ্য রয়েছে। ধারণা করা হচ্ছে, মর্গের একজন কর্মীর চরিত্রে থাকছেন শরিফুল রাজ। আর বুবলীর চরিত্রটি সাদামাটা তরুণীর। তাকে একটি দৃশ্যে নববধূর সাজে দেখা গেছে। আরেকটি দৃশ্যে পর্দায় আসে তার লাশ। অন্য দৃশ্যে তিনি হুইলচেয়ারে বসা। সব মিলিয়ে রহস্য ছড়িয়েছে এই টিজার।

‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলী (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)

‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলী (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)

সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় মিশুক মনি। এতে আরো অভিনয় করেছেন জিনাত শানু স্বাগতা, শাহাদাৎ হোসেন, আজিজুল হাকিম, সমাপ্তি মাসুক, সাবেরি আলম, এ কে আজাদ সেতু। আবহ সংগীতে ইমন চৌধুরী।

‘দেয়ালের দেশ’ সিনেমার পোস্টারে শরিফুল রাজ ও শবনম বুবলী (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)

মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কসের নিবেদনে এবং ছবির হাট ও দি অভি কথাচিত্রের পরিবেশনায় রোজার ঈদে বড় পর্দায় আসছে এটি।

‘মায়া’র পোস্টারে তিন নায়কের সঙ্গে শবনম বুবলী (ছবি: ব্রাদার্স প্রোডাকশন হাউস)

এদিকে এবারের ঈদুল ফিতরে মুক্তির মিছিলে রয়েছে শবনম বুবলীর আরেকটি সিনেমা ‘মায়া’। এর পোস্টারে তার পাশাপাশি রয়েছে তিন নায়কের মুখ। তারা হলেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও আনিসুর রহমান মিলন। গল্পে তিনজনের সঙ্গে মায়ায় জড়াবেন বুবলী।

‘মায়া’র পোস্টারে শবনম বুবলী (ছবি: ব্রাদার্স প্রোডাকশন হাউস)

২০২২ সালের ফেব্রুয়ারিতে জসিম উদ্দিন জাকিরের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ‘মায়া’র শুটিং শুরু হয়। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে আলীনুর আশিক ভূঁইয়া প্রযোজিত সিনেমাটি।

‘মায়া’র দৃশ্যে শবনম বুবলী ও জিয়াউল রোশান (ছবি: ব্রাদার্স প্রোডাকশন হাউস)

আগামীকাল (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রকাশ হবে ‘মায়া’র গান ‘ভালোবাসায় প্রবলেম’। আকাশ মাহমুদের সুর ও সংগীত পরিচালনায় এতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও জিকু। ইউটিউবে ব্রাদার্স ফিল্ম২০ চ্যানেলে এবং ফেসবুকে ব্রাদার্স প্রোডাকশন হাউস পেজে উপভোগ করা যাবে এটি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ