Connect with us

ওটিটি

নেটফ্লিক্সে আগুন ধরিয়েছেন বাঁধন!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আজমেরী হক বাঁধন

আজমেরী হক বাঁধন (ছবি: মিথ স্টুডিও)

নেটফ্লিক্সে প্রথমবার হাজির হচ্ছেন আজমেরী হক বাঁধন। বলিউডের গুণী নির্মাতা বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’য় দেখা যাবে তাকে। আজ (২৯ আগস্ট) এর টিজার প্রকাশিত হয়েছে। এতে একটি দৃশ্যে জনপ্রিয় এই অভিনেত্রীকে শাড়িতে ঝলমলে দেখাচ্ছে। তার দৃষ্টি একইসঙ্গে আকর্ষণীয়, তীব্র ও রহস্যময়। এমন মুগ্ধকর কাজের সুবাদে ভক্ত, দর্শক থেকে শুরু করে তারকাসহ সবার অভিনন্দনে সিক্ত হয়েছেন তিনি।

বাংলাদেশের তারকারা সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রী সাবেরী আলম, প্রসূন আজাদ, তাহসিন অপ্সরা অহনা, অভিনেতা খায়রুল বাসার, সুদীপ বিশ্বাস দীপ, সংগীতশিল্পী প্রীতম হাসান, গায়িকা কোনাল, জেফার রহমান, নির্মাতা আদনান আল রাজীব, শঙ্খ দাসগুপ্ত, আবরার আতহার।

আজমেরী হক বাঁধন

আজমেরী হক বাঁধন (ছবি: ইনস্টাগ্রাম)

‘রেহানা মরিয়ম নূর’ কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়ার পর বলিউড নির্মাতাদের নজরে পড়েন বাঁধন। সেই সূত্রে ‘খুফিয়া’ এসেছে তার হাতে।

আজমেরী হক বাঁধন

আজমেরী হক বাঁধন (ছবি: ইনস্টাগ্রাম)

টিজারের প্রথম দৃশ্যে বলিউড অভিনেত্রী টাবুকে ভীত-সন্ত্রস্ত দেখাচ্ছে। এরপরই দেখা গেছে বাঁধনের একঝলক। আগুন জ্বলছে আর তিনি সেদিকে এগিয়ে আসছেন।

গত বছরের ১১ অক্টোবর শুরু হয় শুটিং। শিগগিরই ফের মুম্বাইয়ে উড়াল দেবেন বাঁধন। কারণ এখনো ‘খুফিয়া’র দুই দিনের শুটিং বাকি।

সত্যি ঘটনায় অনুপ্রাণিত অমর ভূষণের ‘এসকেপ টু নো হোয়ার’ গ্রন্থ অবলম্বনে সাজানো হয়েছে গোয়েন্দা থ্রিলার ধাঁচের সিনেমাটি।

আজমেরী হক বাঁধন

আজমেরী হক বাঁধন (ছবি: নেটফ্লিক্স)

‘খুফিয়া’র গল্প রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) অপারেটিভ কৃষ্ণ মেহরাকে ঘিরে। ভারতের প্রতিরক্ষা গোপনীয়তা বিক্রির শেকড় খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয় তাকে।

টিজারে আরও দেখা গেছে আলী ফজল, আশীষ বিদ্যার্থী, ওয়ামিকা গাব্বিকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ