Connect with us

টেলিভিশন

প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘হাসিনা: অ্যা ডটারস টেল’সহ বিশেষ আয়োজন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রামাণ্যচিত্রের দৃশ্য (ছবি: চরকি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ (২৮ সেপ্টেম্বর)। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে (বিটিভি) বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এরমধ্যে অন্যতম পিপলু আর খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। এটি প্রচার হবে দুপুর ২টা ৩৫ মিনিটে।

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ সাজানো হয়েছে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে। এর মূল উপজীব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনার ব্যক্তিজীবন। তিনি নিজের বিদেশ জীবন ও দেশে ফিরে আসার কথা বলেছেন এতে। প্রামাণ্যচিত্রে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ সময়ের কথা বর্ণনা করা হয়েছে, যেদিন বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর শেখ হাসিনা কীভাবে বেঁচে ছিলেন, সেই ইতিহাস পাওয়া যায় এই প্রামাণ্যচিত্রে।

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ প্রামাণ্যচিত্রের দৃশ্য (ছবি: চরকি)

‘হাসিনা: অ্যা ডটারস টেল’ যৌথভাবে প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপলবক্স ফিল্মস। এর দুই প্রযোজক রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাজানো সংগীতানুষ্ঠান (ছবি: বিটিভি)

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বিটিভিতে তথ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠান, আলোচনা, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠানের পাশাপাশি রয়েছে গণতন্ত্র, তারুণ্য, উন্নয়ন ও সাফল্য নিয়ে বিশেষ অনুষ্ঠান। জাতীয় গণমাধ্যমটির অনুষ্ঠান বিভাগ এই তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সাজানো শিশুতোষ অনুষ্ঠান (ছবি: বিটিভি)

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় থাকছে শিশুতোষ অনুষ্ঠান। ‘কৃষকের হৃদয়ে শেখ হাসিনা’ প্রচার হবে সকাল ১০টা ১৫ মিনিটে। সংগীতানুষ্ঠান রয়েছে দুপুর ১২টা ২০ মিনিটে। ‘তারুণ্যের ভাবনায় শেখ হাসিনা’ দেখানো হবে দুপুর ১২টা ৪৫ মিনিটে।

‘শেখ হাসিনা: কোটি প্রাণের ভালোবাসা’ অনুষ্ঠানে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা (ছবি: বিটিভি)

বিকাল ৪টায় থাকছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ‘শান্তির দূত’। আবৃত্তি অনুষ্ঠান দেখানো হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘শেখ হাসিনা: কোটি প্রাণের ভালোবাসা’ রয়েছে রাত ৯টা ০৫ মিনিটে। এতে নৃত্য পরিবেশন করেছেন শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। এছাড়া দিনব্যাপী থাকছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড, গান ও ইনফোগ্রাফিক্স।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ