গান বাজনা
প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে নতুন তিন গান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফেসবুক)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ (২৮ সেপ্টেম্বর)। দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশকে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছেন তিনি। জাতীয় জীবনের বহুক্ষেত্রে সাফল্য এসেছে তাঁর সময়ে।
শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে তৈরি হয়েছে নতুন তিনটি গান। এগুলো তাঁর প্রতি বিশেষ সংগীত নিবেদন। তিনটিরই ভিডিওচিত্র সাজানো হয়েছে গানে গানে।

রেজওয়ানা চৌধুরী বন্যা (ছবি: ফেসবুক)
বাঙালির নয়নমণি
‘তুমি ফিরেছিলে মৃত্যু ঝুঁকি নিয়ে/কাঁধে তুলে নিতে পিতার স্বপ্ন ভার/মানুষের মুখে হাসি ফোটাতে হবে/বাবার মতোই ভোলা হলো না তোমার/তুমি কারো বোন, তুমি কারো মা/তুমি বাঙালীর নয়নমণি নিকটতমা/তুমি অবিচল, অকুতোভয়/অপ্রতিরোধ্য, দুর্জয়/তুমি বাঙালির নয়নমণি’- এমন কথার গানটি গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, মমতাজ বেগম, পান্থ কানাই ও ঋতুরাজ। গতকাল (২৭ সেপ্টেম্বর) রাতে এটি প্রকাশিত হয়েছে।

মমতাজ বেগম (ছবি: ফেসবুক)
গানটি লিখেছেন গীতিকবি আসিফ ইকবাল। সুর ও সংগীতায়োজনে ইমন চৌধুরী।
‘বাঙালির নয়নমণি’র প্রধান পরিকল্পনাকারী জয়দেব নন্দী। ভিডিওটি নির্মাণ করেছেন মাহাথির স্পন্দন ও তানভীর মাহমুদ দীপ। চিফ ক্রিয়েটিভ হিসেবে ছিলেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।

পান্থ কানাই (ছবি: ফেসবুক)
বাংলাদেশের নেতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে দরদী কথার গান গেয়েছেন পান্থ কানাই, লিংকন ডি কস্তা, জাহিদ নিরব ও মাশা ইসলাম। এর শিরোনাম ‘বাংলাদেশের নেতা’। গতকাল (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এটি প্রকাশিত হয়েছে।
গানটির কথা এমন, ‘আমার সুখে আমার দুখে/বৃষ্টি নামে তোমার চোখে/ভাঙে নদীর ঢেউ/ তুমি দেশের, তুমি দশের/তুমি আমাদের মতো কেউ/ রাখি তোমায় মন-গহীনে, হৃদয় আছে যেথা/ বঙ্গবন্ধুর কন্যা তুমি, বাংলাদেশের নেতা…।’

মাশা ইসলাম (ছবি: ফেসবুক)
গানটি লিখেছেন জাতীয় পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল। তিনি জানান, নেত্রীর জন্মদিনে কথা-সুর-চিত্রে সুরেলা একটি উপহার দেওয়ার চেষ্টা করেছেন তারা।
সুর ও সংগীতায়োজনে পাভেল আরিন। তার কথায়, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমাদের নিজস্ব অনুভূতি কিংবা ভালোবাসার জায়গা থেকে এই গানটির সৃষ্টি।’
‘বাংলাদেশের নেতা’র ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। পরিকল্পনা ও প্রযোজনায় ইয়াসির মাহমুদ খান।

‘আলোকবর্তিকা’ গানের পোস্টার
আলোকবর্তিকা
শেখ হাসিনাকে নিয়ে সাজানো আরেকটি গানের শিরোনাম ‘আলোকবর্তিকা’। এর কথাগুলো এমন, ‘তুমি নদীর মতো ছুটে চলা যেন এক নদী/ তুমি বাঙালির পাল তোলা নৌকায় বয়ে যাও নিরবধি’।
এটি সুর করেছেন দুইবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেলাল খান। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ খ্যাত আতিয়া আনিসা। সংগীতায়োজনে শোভন রায়। গতকাল (২৭ সেপ্টেম্বর) ঢাকার মগবাজারে প্রোটিউন স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
বেলাল খান জানান, গানের কথায় প্রধানমন্ত্রীর জীবন-সংগ্রাম, ট্র্যাজেডি, নেতৃত্ব, অর্জন ও সাফল্য তুলে ধরা হয়েছে। তার আশা, গানটি গণমানুষের মনে অন্যরকম আবেদন তৈরি করবে।
গানটির কথা লিখেছেন সুজন হাজং। তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আজ গানটি প্রকাশ হবে।

‘শুভ জন্মদিন দেশরত্ন’ অনুষ্ঠানে রাজিব, লিজা, পুতুল ও সাব্বির (ছবি: বিটিভি)
শুভ জন্মদিন দেশরত্ন
বিশেষ আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিনব্যাপী অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে প্রচার হবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড, গান ও ইনফোগ্রাফিক্স। রাত ৮টা ৪০ মিনিটে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘শুভ জন্মদিন দেশরত্ন’। এতে গান গেয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য রাজিব, লিজা, সাব্বির, পুতুল প্রমুখ।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস