Connect with us

বলিউড

ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে আসতে পারে রণবীরের ‘অ্যানিমেল’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘অ্যানিমেল’ সিনেমার দৃশ্যে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা (ছবি: টি সিরিজ)

বলিউড তারকা রণবীর কাপুর ও দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘অ্যানিমেল’ বড় পর্দায় ভারত ও অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুক্তি পেতে পারে ১ ডিসেম্বর। একই দিনে বাংলাদেশ ও ভারতে কোনো হিন্দি সিনেমা মুক্তির ঘটনা এটি হবে দ্বিতীয়বার। গত ৭ সেপ্টেম্বর সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ ভারতের মতো একই দিনে বাংলাদেশের সিনেমাহলে এসেছে।

‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার ও গান সাড়া জাগিয়েছে। এতে একদিকে যেমন রণবীর কাপুরের তুমুল অ্যাকশনের আভাস রয়েছে, তেমনই রাশমিকার সঙ্গে তার রসায়ন জমবে বলে আশা করা হচ্ছে। এবারই প্রথম বড় পর্দায় জুটি বেঁধেছেন তারা। প্রেম ও দাম্পত্য জীবনের সঙ্গে বাবা ও ছেলের আবেগপ্রবণ দিক রাখা হয়েছে।

‘অ্যানিমেল’ সিনেমার দৃশ্যে রণবীর কাপুর ও অনিল কাপুর (ছবি: টি সিরিজ)

৩ ঘণ্টা ২১ মিনিটের সিনেমাটিতে গীতাঞ্জলি চরিত্রে থাকছেন রাশমিকা মান্দানা। রণবীরের বাবার ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে। খলচরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। এছাড়াও আছেন তৃপ্তি দিমরি, প্রেম চোপড়া, সুরেশ ওবেরয়, শক্তি কাপুর, সালোনি বাত্রাসহ অনেকে।

‘অ্যানিমেল’ সিনেমার পোস্টারে রণবীর কাপুর (ছবি: টি সিরিজ)

সন্দীপ রেড্ডি বাঙ্গার পরিচালনা করেছেন ‘অ্যানিমেল’। তিনি এর আগে ‘কবির সিং’ (২০১৯) পরিচালনা করে আলোচিত হন। ‘অ্যানিমেল’ প্রযোজনা করেছে ভুষণ কুমার ও কৃষাণ কুমারের টি-সিরিজ, মুরাদ খেতানির সিনেওয়ান স্টুডিওস এবং প্রণয় রেড্ডি বাঙ্গার ভাদ্রাকালি পিকচার্স।

বাংলাদেশে অনেক বছর ধরে হিন্দি সিনেমা আমদানি বন্ধ ছিলো। তবে শত শত সিনেমা হল বন্ধের পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্টদের আবেদনের পর তথ্য মন্ত্রণালয় দুই বছরে উপমহাদেশের ২০টি সিনেমা আমদানির অনুমতি দেয়। এর অংশ হিসেবে প্রথমে আসে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’। এরপর একে একে মুক্তি পায় শাহরুখের ‘জওয়ান’ ও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’।

চলতি বছর ‘অ্যানিম্যাল’ হতে যাচ্ছে রণবীরের দ্বিতীয় সিনেমা। এর আগে বছরের গোড়ার দিকে মুক্তি পেয়েছে লুভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’। এতে তার বিপরীতে দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ