Connect with us

ছবি ও কথা

বাহারি পোশাকে রূপসী নায়িকারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বাহারি পোশাকে জৌলুস ছড়ালেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা। ল্যাকমে ফ্যাশন উইকে পাঁচ দিন ক্যাটওয়াক করেছেন তারা। ভারতের নয়াদিল্লির বিভিন্ন ভেন্যুতে দেশটির প্রখ্যাত ডিজাইনারদের নতুন নতুন পোশাকে নায়িকাদের ঝলক ঠিকরে পড়েছে। চলুন দেখা যাক কে কী পরে র‍্যাম্পে হেঁটেছেন।

মেয়ের মা হওয়ার পর প্রথমবার র‍্যাম্পে হেঁটেছেন বাঙালি সুন্দরী বিপাশা বসু। গত ১৫ অক্টোবর প্রগতি ময়দানে ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম ও সমাপনী দিনে নিউইয়র্ক প্রবাসী ভারতীয় ডিজাইনার বিভু মহাপাত্রের বানানো লাল গাউনে দ্যুতি ছড়িয়েছেন তিনি।

বিয়ের পর প্রথমবার ক্যাটওয়াক করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন দিল্লির ফ্যাশন হাউস ফাবিয়ানার শাড়িতে হাজির হন তিনি।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে বিভু মহাপাত্রের ডিজাইন করা সাটিন টপ-শর্টস ও ফুলেল ছাপা থ্রি-কোয়ার্টার ব্লেজারে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন অমিত আগারওয়ালের ডিজাইন করা কালো আঁটসাঁট স্কার্টে বলিউড অভিনেত্রী জানভি কাপুর।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন বাণী ভাটসের ডিজাইন করা লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন ভূমিকা শর্মার ডিজাইন করা লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন মহিমা মহাজনের ডিজাইন করা লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন শ্বেতা কাপুরের ডিজাইন করা প্যান্টস্যুট ও ব্লেজারে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা।

ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম দিনে ডিজাইনার সংযুক্তা দত্তের ডিজাইন করা হলুদ মেখলা চাদরে আলতা রাঙা খালি পায়ে র‍্যাম্পে হেঁটেছেন বলিউড অভিনেত্রী আদা শর্মা। এটি আসামের নারীদের ঐতিহ্যবাহী পোশাক।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন ফালগুনি শেন পিকক ব্র্যান্ডের আঁটসাঁট গাউনে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন কালকি ব্র্যান্ডের লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী দিশা পাটানি।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন পঙ্কজ ও নিধির ডিজাইন করা পোশাকে বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন পরশ বায়রোলিয়া ও শালিনী জয়কারিয়ার ডিজাইন করা প্যান্ট-টপে বলিউড অভিনেত্রী আলায়া এফ।

ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন কলকাতার ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন ইনস্টিটিউট আইএনআইএফডির ক্রিম রঙের ব্লেজার ও গোলাপি স্কার্টে বলিউড অভিনেত্রী হিনা খান।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন শিবান ও নরেশের ডিজাইন করা স্কার্টে বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে পৌলমি ও হর্ষের ডিজাইন করা ফুলেল লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী ডায়ানা পেন্টি।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে কলকাতার অভিষেক ও বিনীতার ফ্যাশন ব্র্যান্ড তাতওয়ামের পোশাকে বলিউড অভিনেত্রী কৃতি খারবান্দা।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে পবন সাচদেবার ডিজাইন করা প্যান্ট-টপ আর ওভারকোটে বলিউড অভিনেত্রী কৃতিকা কামরা।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে গুজরাটের সুরতের ফ্যাশন ব্র্যান্ড দে বেলের পোশাকে বলিউড অভিনেত্রী সবিতা ধুলিপালা।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে বিভু মহাপাত্রের ডিজাইন করা গাউনে বলিউড অভিনেত্রী লিসা হেডন।

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গত ১০ অক্টোবর ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন ডিজাইনার সঞ্জয় গর্গের সোনালি ও কালো সিল্কের প্যান্টস্যুট এবং আধো নীল ও আধো-সোনালি ওভারকোটে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন সঞ্জয় গর্গের ডিজাইন করা সিল্কের সোনালি প্যান্ট-টপে বলিউড অভিনেত্রী সাবা আজাদ।

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন ডিজাইনার সঞ্জয় গর্গের ঝলমলে শাড়িতে বলিউড অভিনেত্রী কালকি কেকলান।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন আঞ্জু মোদির ডিজাইন করা লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী সানজানা সঙ্গী।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে বিভু মহাপাত্রের ডিজাইন করা পোশাকে বলিউড অভিনেত্রী সিমোন সিং।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ