Connect with us

ঢালিউড

‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ফেরদৌস, জয়া আহসান ও এবিএম সুমন

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে ফেরদৌস, জয়া আহসান ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

বড় পর্দায় দুই যুগ ধরে অভিনয় করছেন ফেরদৌস আহমেদ। বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। তিনি বিশ্বাস করেন, ‘বিউটি সার্কাস’ সিনেমার মির্জা মোহাম্মদ বখতিয়ারের মতো প্রতাপশালী নেতিবাচক চরিত্রে আগে কখনো কাজ করেননি। আগামীতে আর এমন চরিত্রে কাজ করবেন না বলে জানিয়েছেন এই চিত্রনায়ক। এটাই প্রথম, এটাই শেষ!

গতকাল (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে ‘বিউটি সার্কাস’-এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফেরদৌস বলেন, ‘সবসময় ইতিবাচক চরিত্রে বড় পর্দায় আসতে ভালো লাগে আমার। তবে পরিচালক মাহমুদ দিদার আমাকে ভালোভাবে বোঝাতে পেরেছে। শুটিং স্পটে যাওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছিল এমন চরিত্রে কাজ করা আমার উচিত নয়। তবে লোকেশনে পা রাখার পর মন বলছিলো কাজটি করা দরকার। শেষশেষ আনন্দের সঙ্গে কাজটি করেছি।’

জয়া আহসান ও ফেরদৌস

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান ও ফেরদৌস (ছবি: ফেসবুক)

ফেরদৌস যোগ করেন, ‘সার্কাস কিংবা যাত্রার মেয়েদের খুব সহজলভ্য মনে করা হয়। কিন্তু বিউটি এমন একটি চরিত্র যাকে দেখলে ধারণা পাওয়া যায়, এই মেয়েদেরও দৃঢ় ব্যক্তিত্ব থাকতে পারে। গল্পে মির্জা বখতিয়ার শত চেষ্টা করেও বিউটিকে হাতে আনতে পারে না তার বলিষ্ঠ মনোভাবের কারণে। এটা আমার কাছে ভালো লেগেছে। একজন নারীর মূল্যবোধ খুব সুন্দরভাবে চিত্রিত হয়েছে এই সিনেমায়।’

ফেরদৌস, জয়া আহসান ও এবিএম সুমন

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে শ্রাবণ্য তৌহিদা, মাহমুদ দিদার, ফেরদৌস, জয়া আহসান ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

ফেরদৌসের মন্তব্য, ‘সার্কাস, যাত্রা বাংলাদেশের বিলুপ্তপ্রায় ঐতিহ্য। এগুলো আমাদের সংস্কৃতির বড় অংশ ছিলো। সার্কাস নিয়ে যেমন সিনেমা হয়েছে, দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রি নিয়েও তেমন কাজ হওয়া প্রয়োজন। কারণ সিনেমাই চূড়ান্ত বিনোদন। সিনেমার সঙ্গে যুক্ত অনেক মানুষের পরিবার ও সংসার এর ওপর নির্ভরশীল। ফলে বাংলা সিনেমা বাঁচলে আমরা বাঁচবো। মানুষ যখন বলে, বাংলা সিনেমা ধ্বংস হয়ে যাচ্ছে তখন বুকটা কেঁপে ওঠে। তবে আমি এটা বিশ্বাস করি না।’

জয়া আহসান, ফেরদৌস ও এবিএম সুমন

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান, ফেরদৌস ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

সিনেমা হলে দর্শকের ফেরা প্রসঙ্গে ফেরদৌস বলেন, “আমরা প্রমাণ পেয়েছি, দর্শক ভালো সিনেমা দেখতে চায়। আমার সবসময়ই মনে হয়েছে, ভালো সিনেমা এলে চলবেই। সেটা প্রমাণিত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে যেসব সিনেমা মুক্তি পেয়েছে সেগুলো দর্শকরা দেখেছে। আমার ক্যারিয়ারে কখনো দেখিনি যে, ভালো সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু চলেনি। আমার ও মৌসুমীর ‘খায়রুন সুন্দরী’ একটাও সিনেমা হল পাচ্ছিলো না, কারণ পরিচালক একে সোহেল নতুন ছিলো। আমি ও মৌসুমী অনেক অনুরোধের মাধ্যমে সিনেমা হল পাইয়ে দিয়েছিলাম। পরে তো সেই সিনেমা বাংলাদেশে ইতিহাস গড়া ব্যবসা করেছে।”

ফেরদৌস ও জয়া আহসান

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে ফেরদৌস ও জয়া আহসান (ছবি: ফেসবুক)

ক্যারিয়ারে অনেক নবীন পরিচালকের প্রথম সিনেমায় কাজ করেছেন ফেরদৌস। সেগুলো ব্যবসাসফলও হয়েছে। এরমধ্যে তিনি উল্লেখ করেন, বাসু চ্যাটার্জির প্রথম বাংলা সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’, একে সোহেলের ‘খায়রুন সুন্দরী’, এনামুল করিম নির্ঝরের ‘আহা!’, সামিয়া জামানের ‘রানিকুঠির বাকি ইতিহাস’।

বিউটি সার্কাস

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান, ফেরদৌস ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

‘বিউটি সার্কাস’ সিনেমায় বিউটি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার সঙ্গে ফেরদৌসকে সবশেষ ২০১১ সালে ‘গেরিলা’য় দেখা গেছে। তার আশ্বাস, ‘দর্শকরা এবার আমাদের অন্যরকম রসায়ন দেখবে। জয়ার আন্তরিকতার তুলনা হয় না। সে সার্কাসের সব খেলা গভীর মনোযোগ দিয়ে শিখেছে। শুটিংয়ে সারাক্ষণ ঈর্ষা করতাম, আমি কেন বিউটি চরিত্রটি পেলাম না!’

ফেরদৌস ও এবিএম সুমন

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে ফেরদৌস ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

রংলাল চরিত্রে অভিনয় করা এবিএম সুমনের কাজের প্রতি আন্তরিকতা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন ফেরদৌস। সিনেমাটিতে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন বলে জানান তিনি। এছাড়া ছিলেন একদল সার্কাস শিল্পী।

ফেরদৌস ও জয়া আহসান

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে ফেরদৌস ও জয়া আহসান (ছবি: ফেসবুক)

মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও ছিলেন ‘বিউটি সার্কাস’-এর সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি, নির্মাতা মাহমুদ দিদার। আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

বিউটি সার্কাস

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান, ফেরদৌস ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাহমুদ দিদার নিজেই। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, প্রয়াত এসএম মহসীন, হুমায়ুন সাধুসহ অনেকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ