Connect with us

শুভেচ্ছা

বিজয়া দশমীতে তারকাদের শুভেচ্ছা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মহালয়া থেকে দেবী দুর্গার মর্ত্যলোকে আসার ঘণ্টা বাজে। ষষ্ঠীতে তিনি ভক্তদের মাঝে অধিষ্ঠিত হন। বিজয়া দশমীতে কৈলাশ চলে যান তিনি। আজ (৫ অক্টোবর) বিজয়া দশমী। দুর্গা মায়ের বিদায়ের দিন। ভক্তদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন তারকারা।

অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ বিজয়া সকলকে।’ এর সঙ্গে লাভ ইমোজি জুড়ে দিয়েছেন তিনি (ছবি: ফেসবুক)

বিদ্যা সিনহা মিম

মসলিন হাউসের লাল শাড়িতে সেজে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘শুভ বিজয়া।’ এর সঙ্গে লাভ ইমোজি জুড়ে দিয়েছেন তিনি (ছবি: রাকিব খান)

মৌসুমী নাগ

মানস-এর শাড়িতে অভিনেত্রী মৌসুমী নাগ। তিনি লিখেছেন, ‘শুভ বিজয়া।’ (ছবি: ফেসবুক)

শানারেই দেবী শানু

অভিনেত্রী-কথাশিল্পী শানারেই দেবী শানু লিখেছেন, ‘দুর্গতিনাশিনী, ত্রিশূলধারিণী, দশভূজা মা দুর্গার মহিষাসুর বধের মতো পৃথিবীর সকল অসুর মানসিকতার বধ হোক সত্য আর শুদ্ধ বুদ্ধির তীক্ষ্ণ ত্রিশূলে। শুভ বিজয়া দশমী।’ (ছবি: রাহুল চৌধুরী লুনা)

জ্যোতিকা জ্যোতি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজের গ্রামে সিঁদুর খেলার পর বোন সমাপ্তি পালের সঙ্গে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি (ছবি: ফেসবুক)

সুষমা সরকার

অভিনেত্রী সুষমা সরকার সেলফি শেয়ার করে বলেন, ‘শুভ বিজয়া। এর সঙ্গে ফুলের তিনটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি (ছবি: ফেসবুক)

পূজা সেনগুপ্ত

নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত লিখেছেন, ‘বিসর্জনের বিকালটাকে আমার আশা জাগানিয়া মনে হয়। আসছে বছর আবার হবে। দুর্গা মা আবার আসবে। ঠিক তেমনি জন্ম মৃত্যুর প্রাচীর পেরিয়ে একদিন আমার মায়ের সঙ্গেও দেখা হবে। সবার জীবন আনন্দের হোক। শুভ কামনা। শুভ বিজয়া।’ (ছবি: ফেসবুক)

জয়শ্রী কর জয়া

সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও জয়শ্রী কর জয়া দম্পতি (ছবি: ফেসবুক)

উর্মিলা শ্রাবন্তী কর

বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর (ছবি: ফেসবুক)

মন্দিরা চক্রবর্তী

খুলনায় সিঁদুর খেলার পর বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে লাভ ইমোজি জুড়ে দিয়েছেন অভিনয়শিল্পী মন্দিরা চক্রবর্তী (ছবি: ফেসবুক)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ