ওয়ার্ল্ড সিনেমা
বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ‘বলী’র জয়
বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে নিউ কারেন্টস শাখার পুরস্কার জিতলো বাংলাদেশের ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’। আজ (১৩ অক্টোবর) সকালে আয়োজকদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজয়ী তালিকা প্রকাশিত হয়েছে। রাত ৭টায় বুসান সিনেমা সেন্টারের বিআইএফএফ আউটডোর থিয়েটারে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার প্রেক্ষাপটে নির্মিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান। এছাড়া আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম। সিনেমাটি প্রযোজনা করেছেন পিপলু আর খান। সহ-প্রযোজনায় গাউসুল আলম শাওন ও সাইফুল আজিম।
নিউ কারেন্টস শাখায় বিচারকদের প্রধান দক্ষিণ কোরিয়ান ফিল্ম ক্রিটিক ও পরিচালক জুং সাং-ইল। তার নেতৃত্বে বিচারক প্যানেলে কাজ করেছেন দক্ষিণ কোরিয়ান পরিচালক হান জুন-হি, ফরাসি সাংবাদিক ও কান ফিল্ম ফেস্টিভ্যালের সমান্তরাল বিভাগ ক্রিটিকস’ উইকের আর্টিস্টিক পরিচালক আভা কায়েন, ইন্দোনেশিয়ান পরিচালক এডউইন এবং আমেরিকান প্রযোজক ক্রিস্টিনা ও।
এশিয়ার প্রতিশ্রুতিশীল ও উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় সিনেমার প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টসে বাংলাদেশ থেকে ‘বলী’ ছাড়াও নির্বাচিত হয় বিপ্লব সরকারের ‘আগন্তুক’। নিউ কারেন্টস শাখায় ‘বলী’ ছাড়াও পুরস্কার পেয়েছে জাপানের মোরি তাতসুয়া পরিচালিত ‘সেপ্টেম্বর ১৯২৩’।
এশিয়ার গুরুত্বপূর্ণ উৎসব বুসানে এবারই প্রথম বাংলাদেশের তিনটি সিনেমা প্রতিযোগিতা শাখায় স্থান পেয়েছে। এরমধ্যে জিসোক বিভাগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং নিউ কারেন্টস শাখায় নির্বাচিত হয় ‘আগন্তুক’ ও ‘বলী’।
কিম জিসোক শাখায় প্রথম পুরস্কার জিতেছে শ্রীলঙ্কার প্রসন্ন বীথানাগে পরিচালিত ‘প্যারাডাইস’। দ্বিতীয় হয়েছে কিরগিজস্তানের মিরলান আবদিকালিকভের ‘ব্রাইড কিডন্যাপিং’।
বিআইএফএফ আউটডোর থিয়েটারে শুক্রবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) শুরু হবে লালগালিচা অনুষ্ঠান। এরপর থাকছে পুরস্কার বিতরণ। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন দক্ষিণ কোরিয়ান অভিনয়শিল্পী কো মিন-সি এবং হং কায়ুং। সবশেষে রাত ৮টায় দেখা যাবে উৎসবের সমাপনী সিনেমা চীনের নিং হাও পরিচালিত ‘দ্য মুভি এম্পারার’।
গত ৪ অক্টোবর শুরু হয় ১০ দিনের বুসান ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে ৬৯টি দেশের ২০৯টি সিনেমা। উৎসবের শাখাগুলো হলো– গালা প্রেজেন্টেশন, আইকনস, জিসোক, অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা, নিউ কারেন্টস, কোরিয়ান সিনেমা টুডে, ওয়ার্ল্ড সিনেমা, ফ্ল্যাশ ফরওয়ার্ড, ওয়াইড অ্যাঙ্গেল, ওপেন সিনেমা, মিডনাইট প্যাশন, অন স্ক্রিন, স্পেশাল প্রোগ্রাম ইন ফোকাস এবং স্পেশাল স্ক্রিনিং।
ইন্দোনেশিয়ার ৭টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা, ৫টি শর্টফিল্ম ও ১টি ওয়েব সিরিজ নিয়ে এবার রাখা হয়েছে বিশেষ শাখা ‘রেনেসাঁ অব ইন্দোনেশিয়ান সিনেমা’। অফিসিয়াল সিলেকশনের সঙ্গে দেখানো হয়েছে কমিউনিটি বিআইএফএফ-এর ৬০টি সিনেমা।
২৮তম বুসান ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ী তালিকা
নিউ কারেন্টস অ্যাওয়ার্ড
বলী (ইকবাল হোসাইন চৌধুরী, বাংলাদেশ)
সেপ্টেম্বর ১৯২৩ (মোরি তাতসুয়া, জাপান)
কিম জিসোক অ্যাওয়ার্ড
প্যারাডাইস (প্রসন্ন বীথানাগে, শ্রীলঙ্কা)
ব্রাইড কিডন্যাপিং (মিরলান আবদিকালিকভ, কিরগিজস্তান)
বিআইএফএফ মেসেনাট অ্যাওয়ার্ড
দ্য ভয়েসেস অব দ্য সাইলেন্সড (পার্ক সু-ন্যাম, পার্ক মাউই; দক্ষিণ কোরিয়া/জাপান)
রিপাবলিক (জিন জিয়াং, চীন)
সনজে অ্যাওয়ার্ড
মাই ডিয়ার (জিয়ন দোহি, কিম সোহি; দক্ষিণ কোরিয়া)
টোয়েন্টি ওয়ান উইকস লেটার (নাসরিন মোহাম্মদপুর, ইরান)
স্পেশাল মেনশন: এভরিবডি’স গটা লাভ সামটাইমস (সাইন লাইয়েন তুন, মিয়ানমার)
বর্ষসেরা অভিনয়শিল্পী
বর্ষসেরা অভিনেতা: জ্যাং সুং-বুম (ওয়ার্ক টু ডু, দক্ষিণ কোরিয়া)
বর্ষসেরা অভিনেত্রী: ও মিনা (কনসার্নিং মাই ডটার, দক্ষিণ কোরিয়া)
কেবি নিউ কারেন্টস অডিয়েন্স অ্যাওয়ার্ড
হেরিটেজ (লি জং-সু, দক্ষিণ কোরিয়া)
ফ্ল্যাশ ফরওয়ার্ড অডিয়েন্স অ্যাওয়ার্ড
দ্য ড্রিমার (আনাইস তেলেন, ফ্রান্স)
ফিপরেসি অ্যাওয়ার্ড
দ্যাট সামার’স লাই (সন হাইয়ুন-লোক, দক্ষিণ কোরিয়া)
নেটপ্যাক অ্যাওয়ার্ড
সলিডস বাই দ্য সিশোর (পাতিপার্ন বুনতারিগ, থাইল্যান্ড)
এলজি ওলেড নিউ কারেন্টস অ্যাওয়ার্ড
সলিডস বাই দ্য সিশোর (পাতিপার্ন বুনতারিগ, থাইল্যান্ড)
এলজি ওলেড ভিশন অ্যাওয়ার্ড
দ্য বেরেফটস (জং বেয়ম, হর জাং; দক্ষিণ কোরিয়া)
ডিজিকে প্লাস এম অ্যাওয়ার্ড
ওয়ার্ক টু ডু (পার্ক হং-জুন, দক্ষিণ কোরিয়া))
আইল অব স্নেকস (ইয়ু-মিন কিম, দক্ষিণ কোরিয়া)
সিজিভি অ্যাওয়ার্ড
কনসার্নিং মাই ডটার (লি মিরাং, দক্ষিণ কোরিয়া)
কেবিএস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যাওয়ার্ড
হাউস অব দ্য সিজনস (ও জাং-মিন, দক্ষিণ কোরিয়া)
সিজিকে অ্যাওয়ার্ড
লি জিন কুন (হাউস অব দ্য সিজনস, দক্ষিণ কোরিয়া)
স্পেশাল মেনশন-১: কিম-জিন পায়ো (আইল অব স্নেকস, দক্ষিণ কোরিয়া)
স্পেশাল মেনশন-২: কিম জিরিয়ং (কনসার্নিং মাই ডটার)
ক্রিটিক বি অ্যাওয়ার্ড
লাস্ট সামার (চয় সিউং উ, দক্ষিণ কোরিয়া)
অরোরা মিডিয়া অ্যাওয়ার্ড
হাউস অব দ্য সিজনস (ও জাং-মিন, দক্ষিণ কোরিয়া)
এফএকিউ (কিম দা-মিন, দক্ষিণ কোরিয়া)
ওয়াচা শর্ট অ্যাওয়ার্ড
মাই ডিয়ার (জিয়ন দোহি, কিম সোহি; দক্ষিণ কোরিয়া)
কার্মা (চয় সুহাইয়ুক, দক্ষিণ কোরিয়া)
সিটিজেন ক্রিটিকস অ্যাওয়ার্ড
দ্য বেরেফটস (জং বেয়ম, হর জাং; দক্ষিণ কোরিয়া)
বুসান সিনেফাইল অ্যাওয়ার্ড
ইয়েলো ডোর: ’নাইনটিজ লো-ফি ফিল্ম ক্লাব (লি হাইয়ুক রেই, দক্ষিণ কোরিয়া)
দ্য চুন-ইয়ুন অ্যাওয়ার্ড
কিম জি-ইয়ন (দক্ষিণ কোরিয়া)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস