Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

বুসানে স্মরণীয় হয়ে থাকার ‘বাংলাদেশ নাইট’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বুসান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া বাংলাদেশের অভিনয়শিল্পী-নির্মাতাদের মাঝে উৎসবটির পরিচালক ন্যাম ডং চাল (ছবি: চরকি)

বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার উদযাপন করা হলো ‘বাংলাদেশ নাইট’। সোমবার (৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের লাভি ডি অ্যাটলান হোটেলের গ্যাটসবি রুফটপ বারে ছিলো ওটিটি প্ল্যাটফর্ম চরকির এই আয়োজন। বাংলাদেশের সিনেমার জন্য স্মরণীয় হয়ে থাকবে এই রাত।

অনুষ্ঠানের শুরুতে পর্দায় দেখানো হয় কান, টরন্টো, বুসান, রটারড্যামসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশি ছবির পোস্টার ও এগুলোর পরিচালকদের স্থিরচিত্র। এরমধ্যে রয়েছে তারেক মাসুদের ‘মাটির ময়না’, গোলাম রব্বানী বিপ্লবের ‘স্বপ্নডানায়’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ও ‘টেলিভিশন’, আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’, নুহাশ হুমায়ূনের ‘মশারি’ ও ‘পেট কাটা ষ’। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ছবির প্রতিনিধিত্ব করা রুবাইয়াত হোসেন, কামার আহমাদ সাইমন, আবু শাহেদ ইমন, বিজন ইমতিয়াজ ও আরিফুর রহমানের কৃতিত্বের কথা তুলে ধরা হয়।

রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা ও নাসির উদ্দিন খান (ছবি: চরকি)

ভিডিওচিত্রের সবশেষ অংশে ছিল ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জিসোক বিভাগে নির্বাচিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ এবং নিউ কারেন্টস বিভাগে নির্বাচিত ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ এবং বিপ্লব সরকারের ‘আগন্তুক’ ছবির কথা। এছাড়া ছিলো বাংলা সিনেমার যাত্রায় চরকির অংশগ্রহণের ধারাবর্ণনা।

মোস্তফা সরয়ার ফারুকী, রেদওয়ান রনি ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: চরকি)

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২৮তম আসর শুরু হয় গত ৪ অক্টোবর। এতে জিসোক প্রতিযোগিতা শাখায় আছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নিউ কারেন্টস শাখায় নির্বাচিত হয়েছে বিপ্লব সরকারের ‘আগন্তুক’ এবং ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’। এবারই প্রথম বুসানে একই আসরে বাংলাদেশের তিনটি ছবি প্রতিযোগিতায় স্থান পেয়েছে।

(বাঁ থেকে) ইকবাল হোসাইন চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, ন্যাম ডং চাল, রেদওয়ান রনি, বিপ্লব সরকার ও রবিউল আলম রবি (ছবি: চরকি)

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার দারুণ সাফল্য উদযাপনের রাতে প্রধান অতিথি ছিলেন বুসান ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক ন্যাম ডং চাল। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশি সিনেমার জন্য এই রাত খুব গুরুত্বপূর্ণ। বুসানে এবারের আসরে বাংলাদেশের তিনটি সিনেমা দুটি প্রতিযোগিতায় এবং একটি স্ক্রিপ্ট আছে এশিয়ান প্রজেক্ট মার্কেটে। এজন্য বাংলাদেশের ফিল্মমেকারদের অভিনন্দন জানাই। ছবিগুলো সত্যিই দারুণ। দর্শকদেরও এই তিনটি চলচ্চিত্র দেখে ভালো লেগেছে। বাংলাদেশি সিনেমার সর্বশেষ ১০-১২ বছরের এগিয়ে চলা দেখে আমরা খুবই আনন্দিত।’

রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা (ছবি: চরকি)

নিজের বক্তব্য শেষে উৎসবের প্রতিযোগিতা থাকা তিন সিনেমার পরিচালকদের আমন্ত্রণ জানান উৎসবের পরিচালক ন্যাম ডং চাল। তারপর একে একে অন্যরা যোগ দেন। ‘বাংলাদেশ নাইট’কে স্মরণীয় করে রাখতে সবাই মিলে একফ্রেমে বন্দি হয়েছেন। ছবি তোলার পর অতিথিরা গল্প-আড্ডায় মেতে ওঠেন। বাংলাদেশ থেকে আসা অভিনয়শিল্পী ও নির্মাতারাদের সঙ্গে পরিচিত হন সবাই।

‘বলী’ সিনেমার কলাকুশলীরা (ছবি: চরকি)

‘বলী’ ছবির পরিচালকের সঙ্গে এসেছেন অভিনেতা নাসির উদ্দিন খান, প্রযোজক পিপলু আর খান। ‘আগন্তুক’ ছবির পরিচালকের পাশাপাশি ছিলেন অভিনেত্রী সাহানা রহমান সুমি, শিশুশিল্পী সালমান রহমান রাফসান ও প্রযোজক তাজুল হক।

‘আগন্তুক’ সিনেমার কলাকুশলীরা (ছবি: চরকি)

বুসানের এবারের আসরে বাংলাদেশের পক্ষ থেকে আরো আছেন এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পাওয়া ‘সুরাইয়া’র পরিচালক রবিউল আলম রবি ও প্রযোজক ফজলে হাসান শিশির এবং বুসান এশিয়ান ফিল্ম অ্যাকাডেমির ফেলো হিসেবে আসা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’র চিত্রগ্রাহক এজাজ মেহেদি।

‘বাংলাদেশ নাইট’ উদযাপন করতে আসা বিভিন্ন দেশের অতিথিদের মধ্যে ছিলেন বুসান ফিল্ম ফেস্টিভ্যালের প্রোগ্রামার পার্ক সুন ইয়াং, কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’-এর সহ-প্রযোজক জেরেমি চুয়া, ভ্যারাইটির এশিয়া সম্পাদক প্যাট্রিক ফ্রেটার, ভ্যারাইটির আন্তর্জাতিক প্রতিনিধি নমন রামাচন্দ্রন, সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক নাশেন মুডলি, ফ্রিবুক ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক থিয়েরি জ্যঁবা, ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালের পরিচালক মার্তা তেরোয়ান ও জ্যঁ-মার্ক তেরোয়ান, টোকিও ফিল্ম ফেস্টিভ্যালের সিনিয়র প্রোগ্রামার ইশিজাকা কেনজি। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, ভিয়েতনাম, ভারত, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিচালক-প্রযোজকসহ অনেকে অংশ নেন অনুষ্ঠানে।

বিভিন্ন দেশের ফিল্ম প্রফেশনালদের সঙ্গে বাংলাদেশের অভিনয়শিল্পী-নির্মাতারা (ছবি: চরকি)

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র মাধ্যমে এবারই প্রথম ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিনেমা বুসানের প্রতিযোগিতায় জায়গা পেয়েছে। সিনেমাটির প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি ‘বাংলাদেশ নাইট’ সঞ্চালনা করেন। তাকে সঙ্গ দেন ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র গল্পকার-চিত্রনাট্যকার ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

বুসানে তিন কিংবা ততধিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনা করা এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতাদের প্রতিযোগিতা বিভাগ জিসোক। এতে নির্বাচিত হয়েছে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। গত ৮ অক্টোবর এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সোমবার সকাল ৯টায় বুসানের লটে সিনেমা সেন্টাম সিটি ফোরে আবারও এটি দেখানো হয়। এরপর ছিল প্রশ্নোত্তর পর্ব। আগামী ১১ অক্টোবর রাত ৯টায় লটে সিনেমা সেন্টাম সিটি টেন থিয়েটারে আরেকবার সিনেমাটি দেখানো হবে।

‘বলী’ সিনেমার দৃশ্যে নাসির উদ্দিন খান (ছবি: অ্যাপলবক্স ফিল্মস লিমিটেড)

অন্যদিকে বুসান সিনেমা সেন্টারের সিনেমা টুতে গত ৭ অক্টোবর সকালে ‘আগন্তুক’ এবং বিকালে ‘বলী’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। পরদিন সিজিভি সেন্টাম সিটি থ্রিতে বিকালে ‘বলী’ এবং রাতে ‘আগন্তুক’ আবারও দেখানো হয়। সোমবার রাত ৮টা ৩০ মিনিটে লটে সিনেমা সেন্টাম সিটি টেনে ‘বলী’র আরেকটি প্রদর্শনী হয়েছে। একই ভেন্যুতে আগামী ১১ অক্টোবর দুপুরে ‘আগন্তুক’ আবারও দেখা যাবে।

‘আগন্তুক’ সিনেমার দৃশ্যে সাহানা রহমান সুমি ও নাঈমা তাসনিম (ছবি: মোয়ো কিনো)

গত ৪ অক্টোবর শুরু হওয়া ১০ দিনব্যাপী বুসান উৎসবের পর্দা নামবে ১৩ অক্টোবর। সমাপনী আয়োজনে জিসোক এবং নিউ কারেন্টস বিভাগের বিজয়ী ছবির নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।

ওয়ার্ল্ড সিনেমা

মস্কো উৎসবে স্পেশাল জুরি প্রাইজ পেলো বাংলাদেশের ‘নির্বাণ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পুরস্কার হাতে আসিফ ইসলাম (ছবি: ফেসবুক)

মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের (এমআইএফএফ) ৪৬তম আসরে স্পেশাল জুরি প্রাইজ পেলো বাংলাদেশের আসিফ ইসলাম পরিচালিত ‘নির্বাণ’। একটি ফটো অ্যালবামের মতো সাদাকালো এই নির্বাক সিনেমায় তিনটি চরিত্রের অভ্যন্তরীণ যাত্রার গল্প বলা হয়েছে।

গতকাল (২৬ এপ্রিল) উৎসবটির সমাপনীতে আসিফ ইসলামের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তার সঙ্গে ছিলেন ‘নির্বাণ’ সিনেমার অভিনেত্রী প্রিয়াম অর্চি। এতে গল্পে বলা হয়েছে, অন্তর্নিহিত শান্তির খোঁজে প্রতিনিয়ত মানুষকে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। আনোয়ার হোসেনের গল্প ও চিত্রনাট্য নিয়ে তৈরি হয়েছে এটি। এতে আরো অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথির প্রমুখ।

গত ১৯ এপ্রিল শুরু হয় ৪৬তম মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল (এমআইএফএফ)। উদ্বোধনী আয়োজনের লালগালিচায় হেঁটেছেন প্রিয়াম অর্চি ও আসিফ ইসলাম। গত ২২ এপ্রিল তাদের সিনেমার প্রদর্শনী হয়েছে। এরপর ২৪ এপ্রিল ছিলো আরেকটি প্রদর্শনী।

লালগালিচায় প্রিয়াম অর্চি (ছবি: ফেসবুক)

এবারের উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন সেন্ট জর্জ জিতেছে মিগেল সালগাদো পরিচালিত মেক্সিকান সিনেমা ‘শেম’। এটি যৌথভাবে প্রযোজনা করেছে মেক্সিকো ও কাতার। দুই কিশোর পেড্রো ও লুসিওকে কেন্দ্র করে এর গল্প, যারা অপহরণের পর বেঁচে থাকার জন্য একে অপরের সঙ্গে লড়াই করতে বাধ্য হয়। পেড্রো জিতে যায় এবং পালাতে সক্ষম হয়। কিন্তু লুসিওর প্রতি অপরাধবোধ তাকে পীড়া দিতে থাকে।

সেরা পরিচালক হিসেবে সিলভার সেন্ট জর্জ পুরস্কার পেয়েছেন ইরানের নাহিদ আজিজি সেদিস। তার পরিচালিত ‘কোল্ড সাই’ মোট তিনটি পুরস্কার জিতেছে। বাহা জানতে পারে, তার বাবা বাহরাম ২০ বছর পর জেল থেকে ছাড়া পেয়েছে। বাহার মাকে প্রতারণার অভিযোগে খুনের কারণে সাজা হয়েছিলো বাহরামের। সেই ঘটনায় বাবার ওপর ক্ষুব্ধ ও বিরক্ত বাহা। তবুও সে সিদ্ধান্ত নেয় বাবাকে ঘরে ফেরাবে।

রুশ প্রিমিয়ার প্রতিযোগিতা শাখায় সিলভার সেন্ট জর্জ পুরস্কার পেয়েছে ইউলিয়া ট্রফিমোভা পরিচালিত ‘লায়ার’। বিশ্ব সিনেমায় অসামান্য অবদানের জন্য এমআইএফএফ পুরস্কারে ভূষিত হয়েছেন সের্গেই উরসুলিয়াক।

বিচারকদের প্রধান ছিলেন আইসল্যান্ডের পরিচালক ফ্রিদরিক থর ফ্রিদরিকসন। তার ‘চিলড্রেন অব ন্যাচার’ অস্কারে মনোনীত হওয়া একমাত্র আইসল্যান্ডিক সিনেমা।

লালগালিচায় প্রিয়াম অর্চি ও আসিফ ইসলাম (ছবি: ফেসবুক)

‘নির্বাণ’ ছাড়াও মস্কোতে এবার বাংলাদেশের শর্টফিল্ম ‘হইতে সুরমা’ দেখানো হয়েছে। এটি যৌথভাবে পরিচালনা করেছেন মনোজ প্রামাণিক ও সুব্রত সরকার। মস্কো উৎসবে এবারই প্রথম বাংলাদেশের শর্টফিল্ম নির্বাচিত হলো। ২০২৩ সালে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া টাঙ্গুয়ার হাওরে আয়োজন করে ‘ইকো ফিল্ম ল্যাব’। সেখানেই প্রকৃতি ও জলবায়ু পরিবর্তন থিমে ‘হইতে সুরমা’র যাত্রা শুরু। টাঙ্গুয়ার হাওর, শনির হাওর ও সুনামগঞ্জ জেলার আশেপাশের অঞ্চলের নির্মল প্রাকৃতিক দৃশ্যে শল্টফিল্মটির শুটিং হয়েছে। এসব এলাকার বাসিন্দারাই এর অভিনেতা-অভিনেত্রী। প্রকৃতির ওপর মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ধ্বংসাত্মক প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী প্রতিক্রিয়াগুলো তুলে ধরা হয়েছে এতে। সম্পাদনাসহ পোস্ট-প্রোডাকশনের কাজ তত্ত্বাবধান করেছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। এটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের মনাপচিত্র, ওমানের ইন্টারন্যাশনাল ফোকাল ট্রেডিং, সৌদি আরবের থার্ড অ্যাকশন ও জার্মানির মোগাদর ফিল্ম।

২০২২ সালের মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’ দুটি শাখায় পুরস্কার জেতে। এছাড়া গত বছর নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ এই উৎসবের প্রতিযোগিতা শাখায় প্রদর্শিত হয়েছে। ‘নির্বাণ’-এর মাধ্যমে টানা তিন আসরের অফিশিয়াল সিলেকশনে জায়গা পেলো বাংলাদেশের সিনেমা।

মস্কো উৎসব পরিচালক নিকিতা মিখালকোভ জানান, এবারের আসরে আট দিনে ৯টি পর্দায় ৫৬টি দেশের ২৪০টি সিনেমার ৩৮০টি প্রদর্শনী হয়েছে। সব প্রদর্শনী মিলিয়ে ৩৯ হাজার দর্শক উপস্থিতি ঘটেছে।

১৯৩৫ সালে শুরু হয় মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। তবে ১৯৯৯ সাল থেকে প্রতিবছর এটি অনুষ্ঠিত হচ্ছে।

পড়া চালিয়ে যান

ওয়ার্ল্ড সিনেমা

অস্কার ২০২৪: পুরস্কার জিতলেন যারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

(বাঁ থেকে) রবার্ট ডাউনি জুনিয়র, ডে’ভাইন জয় র‌্যান্ডলফ, এমা স্টোন ও কিলিয়ান মারফি (ছবি: অস্কার)

৯৬তম অস্কারে হলিউডসহ বিশ্ব সিনেমায় ২০২৩ সালের সেরা কাজগুলোকে ২৩টি শাখায় পুরস্কৃত করা হলো। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রায় ১১ হাজার ভোটার বিজয়ীদের নির্বাচন করেছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে অস্কারের মহাযজ্ঞ শুরু হয় আজ (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টায়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি চতুর্থবারের মতো সঞ্চালনা করেছেন আমেরিকান টিভি তারকা জিমি কিমেল। এমি অ্যাওয়ার্ড জয়ী ৫৪ বছর বয়সী এই উপস্থাপক-প্রযোজক ২০১৭ সালে ৮৯তম, ২০১৮ সালে ৯০তম এবং ২০২৩ সালে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মাতিয়েছেন।

অনুষ্ঠানে নিজেদের মনোনীত গান গেয়ে শুনিয়েছেন কানাডিয়ান অভিনেতা রায়ান গসলিং, আমেরিকান গায়িকা বিলি আইলিশ, বেকি জি, আমেরিকান গায়ক জন ব্যাটিস্ট ও ওসেজ সম্প্রদায়ের কণ্ঠশিল্পীরা। ‘ইন মেমোরিয়াম’ পর্বে গত ১২ মাসে প্রয়াত হওয়া বিশ্ব সিনেমার গুণীদের স্মরণ করা হয়েছে। মূল আয়োজন শুরুর আগে লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা।

ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন নেটওয়ার্ক বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করেছে অস্কারের জমকালো অনুষ্ঠান। বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করেছেন এই আয়োজন।

৯৬তম অস্কারের বিজয়ী তালিকা
সেরা সিনেমা
ওপেনহাইমার (ক্রিস্টোফার নোলান, এমা থমাস)

সেরা অভিনেতা
কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব অভিনেতা
রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী
এমা স্টোন (পুয়োর থিংস)

সেরা পার্শ্ব অভিনেত্রী
ডে’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা পরিচালক
ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা মৌলিক চিত্রনাট্য
অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়ে, আর্থার হারারি)

সেরা রূপান্তরিত চিত্রনাট্য
আমেরিকান ফিকশন (কর্ড জেফারসন)

সেরা অ্যানিমেটেড সিনেমা
দ্য বয় অ্যান্ড দ্য হেরন (হায়াও মিয়াজাকি ও তোশিও সুজুকি)

সেরা আন্তর্জাতিক সিনেমা
দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)

সেরা চিত্রগ্রহণ
ওপেনহাইমার (হয়তে ফন হয়তেমা)

সেরা পোশাক পরিকল্পনা
পুয়োর থিংস (হলি ওয়াডিংটন)

সেরা প্রামাণ্যচিত্র
টোয়েন্টি ডেজ ইন মারিউপোল (মিস্তিস্লাভ চেরনোভ)

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
দ্য লাস্ট রিপেয়ার শপ (বেন প্রাউডফুট ও ক্রিস বাওয়ার্স)

সেরা সিনেমা সম্পাদনা
ওপেনহাইমার (জেনিফার লেম)

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
পুয়োর থিংস (নাদিয়া স্টেসি, জশ ওয়েস্টন ও মার্ক কুলিয়ার)

সেরা মৌলিক আবহসংগীত
লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)

সেরা মৌলিক গান
হোয়াট ওয়াজ আই মেড ফর? (গীতিকবি ও সুরকার বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল, সিনেমা: বার্বি)

সেরা শিল্প নির্দেশনা
পুয়োর থিংস (জেমস প্রাইস, শনা হিথ ও জুজা মিহালেক)

সেরা শব্দ
দ্য জোন অব ইন্টারেস্ট (জনি বার্ন, টার্ন উইলার্স)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
গডজিলা মাইনাস ওয়ান (তাকাশি ইয়ামাজাকি, কিয়োকো শিবুয়া, মাসাকি তাকাহাশি, তাতসুজি নোজিমা)

সেরা শর্টফিল্ম
দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার (ওয়েস অ্যান্ডারসন, স্টিভেন রালস)

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা
ওয়ার ইজ ওভার! ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অব জন অ্যান্ড ইয়োকো (ডেভ মালিন্স, ব্র্যাড বুকার)

সম্মানসূচক অস্কার
আমেরিকান অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট, আমেরিকান কমেডিয়ান, চিত্রনাট্যকার ও পরিচালক মেল ব্রুকস, চলচ্চিত্র সম্পাদক ক্যারল লিটেলটন

জিন হার্শোল্ট মানবিক অ্যাওয়ার্ড
সানড্যান্স চলচ্চিত্র উৎসবের নির্বাহী মিশেল স্যাটার

পড়া চালিয়ে যান

ওয়ার্ল্ড সিনেমা

লাইভ অস্কার ২০২৪: বিজয়ীদের নাম ঘোষণা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

হলিউডে চলতি বছরের পুরস্কার মৌসুমের চূড়ান্ত আয়োজন অস্কার। সিনেমা দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার এটাই। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রায় ১১ হাজার সদস্য বিভিন্ন দেশের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজকসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা কলাকুশলীরা। তাদের ভোটেই ৯৬তম অস্কার বিজয়ীদের চূড়ান্ত করা হয়েছে।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ