বলিউড
‘ব্রহ্মাস্ত্র টু’র টাকা দেবে ডিজনি, রণবীর-আলিয়ার সঙ্গে দীপিকা
সিনেমার ফ্র্যাঞ্চাইজির সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে সিক্যুয়েলকে সবুজ সংকেত দেওয়ার ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠান কী মানসিকতা দেখায় তার ওপর। সেক্ষেত্রে বলা যায়, তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’ নিয়ে খুশি ডিজনি গ্রুপ (দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি)। তাই ‘ব্রহ্মাস্ত্র টু’র জন্য বাজেট বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় ফ্র্যাঞ্চাইজি তৈরির ব্যাপারে অয়ন মুখার্জি, রণবীর কাপুর ও আলিয়া ভাটের মতোই উচ্ছ্বসিত ডিজনি। এবার আরও বড় পরিসরে সিক্যুয়েল সাজানোর ইচ্ছে তাদের। এজন্য মুখ্য একটি চরিত্রে নেওয়া হচ্ছে দীপিড়া পাড়ুকোনকে।
পরিচালক অয়নের ভাবনা পছন্দ হওয়ায় ‘ব্রহ্মাস্ত্র টু: দেব’ সবুজ সংকেত পেয়েছে। আরেক প্রযোজনা প্রতিষ্ঠান করণ জোহরের ধর্মা প্রোডাকশন্সের সঙ্গে মিলে বাজেট নিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে ডিজনি।
‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্ব বৈশ্বিক মানদণ্ডে তৈরির পরিকল্পনা চলছে। এজন্য বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো ভিজ্যুয়াল ইফেক্টসের কাজে যুক্ত হবে। ভারতীয় কোনো সিনেমায় এর আগে এমন ভিএফএক্স দেখা যায়নি।
‘ব্রহ্মাস্ত্র’র প্রেক্ষাপট ছিলো একটু আধুনিক। এবারের পর্বে অয়ন মুখার্জি ভারতীয় পৌরাণিক জগতে নিয়ে যেতে চান দর্শকদের। নতুন গল্পে শিবা ও ইশার জগতে দেবের আধিপত্য বিস্তারের চেষ্টা দেখা যাবে। এখন চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ এগোচ্ছে।
‘ব্রহ্মাস্ত্র টু: দেব’ সিনেমায় শিবা চরিত্রে রণবীর কাপুর ও ইশার ভূমিকায় থাকছেন আলিয়া ভাট। দীপিড়া পাড়ুকোনকে দেখা যেতে পারে শিবার মা হিসেবে। তবে দেব হবেন কে? সেই প্রশ্নের উত্তর জানা যাবে কিছুদিনের মধ্যে। গুঞ্জন রয়েছে, দেবের ভূমিকায় রণবীর সিংকে ভাবা হচ্ছে। আগামী বছরের শেষ ভাগে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’। বলিউডে চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এটি। সারা ভারতে এর আয় হয়েছে ২৭৫ কোটি রুপির বেশি। দিওয়ালি উপলক্ষে আগামীকাল (২৩ অক্টোবর) ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে আসবে এই সিনেমা। এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা ও মৌনি রয়। অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস