গান বাজনা
ভূপিন্দর সিং আর নেই
গজলশিল্পী ভূপিন্দর সিং আর নেই। ভারতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতালে সোমবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
ভূপিন্দর সিং অসুস্থ থাকায় দশ দিন ধরে হাসপাতালে ছিলেন। বার্ধক্যজনিত কিছু জটিলতায় ভুগছিলেন বর্ষীয়ান এই শিল্পী। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
পাঁচ দশকের সংগীত জীবনে বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য গান গেয়ে শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন ভূপিন্দর সিং। তাঁর প্রয়াণে উপমহাদেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অনেকে। মঙ্গলবার (১৯ জুলাই) তার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৪০ সালের ৬ ফেব্রুয়ারি পাঞ্জাবের অমৃতসারে জন্মেছিলেন ভূপিন্দর সিং। বাবা প্রফেসর নাতা সিংয়ের কাছে সংগীতে তাঁর হাতেখড়ি। ১৯৬২ সালে বড় সুযোগ পান তিনি। মদন মোহনের সুরে ‘হোকে মজবুর মুঝে’ গানে মান্না দে, মোহাম্মদ রফি ও তালাত মেহমুদের সঙ্গে কণ্ঠ দেওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। তাঁর প্রথম লংপ্লে বের হয় ১৯৬৮ সালে।
ভূপিন্দরের স্ত্রী জনপ্রিয় গায়িকা মিতালী মুখার্জি বাংলাদেশের মেয়ে। তাদের ছেলে নিহাল সিং একজন সংগীতশিল্পী।
মিতালীর সঙ্গে বিয়ের পর চলচ্চিত্রের কাজ কমিয়ে দেন ভূপিন্দর সিং। তারা একসঙ্গে বেশকিছু গজলের অ্যালবাম বের করেছেন। একসঙ্গেই কনসার্ট করতেন এই তারকা দম্পতি।
১৯৭৭ সালে ‘ঘারোন্দা’ ছবিতে জয়দেবের সুরে ‘দো দিওয়ানে শেহের মে’ গানটি ভূপিন্দর সিংয়ের সঙ্গে গেয়েছিলেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। সোশ্যাল মিডিয়ায় তিনি সেই স্মৃতিচারণ করেছেন।
ভূপিন্দর সিংয়ের গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে শচীন দেব বর্মণের সুরে লতা মঙ্গেশকরের সঙ্গে ‘হোটো পে অ্যায়সি বাত ম্যায়’ (জুয়েল থিফ, ১৯৬৭), রাহুল দেব বর্মণের সুরে ‘নাম গুম জায়েগা’ (কিনারা, ১৯৭৭), ‘হুজুর ইস কাদার ভি না ইতরা কে চালিয়ে’ (মাসুম, ১৯৮৩) এবং লতা মঙ্গেশকরের সঙ্গে ‘থোড়ি সি জমিন থোড়া আসমান’ (সিতারা, ১৯৮০), বাপ্পি লাহিড়ীর সুরে আশা ভোঁসলের সঙ্গে ‘কিসি নজর কো তেরা ইনতেজার আজ ভি হ্যায়’ (এইতবার, ১৯৮৫), মদন মোহনের সুরে ‘দিল ধুন্ডতা হ্যায়’ (মৌসম, ১৯৭৫)।
গিটারবাদক হিসেবে আরডি বর্মণের সুর করা অনেক জনপ্রিয় গানে কাজ করেছেন ভূপিন্দর। এরমধ্যে উল্লেখযোগ্য ‘দম মারো দম’, ‘চুরালিয়া হ্যায়’, ‘মেহবুবা ও মেহবুবা’ ইত্যাদি।
গান বাজনা
২০ কোটির ঘর পেরিয়ে রেকর্ড গড়লো ‘দুষ্টু কোকিল’
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ নতুন রেকর্ড গড়েছে। ইউটিউবে দুই চ্যানেল মিলিয়ে এটি ২০ কোটি বারের বেশি দেখা হয়েছে। দেশীয় সিনেমার গানের এমন কীর্তি এটাই প্রথম।
গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। এর গীতিকার-সুরকার আকাশ সেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বাংলা সিনেমার প্রথম গান হিসেবে ‘দুষ্টু কোকিল’ ৬৬ দিনে ২০ কোটি বারের বেশি দেখা হয়েছে ইউটিউবে। ধন্যবাদ প্রিয় বাংলা গানের দর্শক শ্রোতা বন্ধুরা। আনন্দ ফিরে আসুক আবার।”
ইউটিউবে চরকি চ্যানেলে ১৩ কোটি ৮০ লাখ বারের বেশি এবং এসভিএফ চ্যানেলে ৬ কোটি ৭০ লাখ বারের বেশি দেখা হয়েছে ‘দুষ্টু কোকিল’। গত ২৬ জুন এটি প্রকাশিত হয়। পর্দায় এতে ঠোঁট মিলিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার রসায়ন দেখা গেছে এই গানে।
সিনেপ্রেমীদের পাশাপাশি দুই বাংলার তারকাদের মন কেড়েছে ‘দুষ্টু কোকিল’। কেউ কেউ গানটির তালে নেচে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। বলিউড অভিনেত্রী সানি লিওনি ইনস্টাগ্রামে একটি রিলে গানটি ব্যবহারের মাধ্যমে নিজের ভালো লাগা প্রকাশ করেছেন।
ঈদুল আজহায় (১৭ জুন) মুক্তির দিন থেকেই দারুণ ব্যবসা করে ‘তুফান’। গত ২৮ জুন বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক সিনেমাহলে মুক্তি পেয়েছে এটি। সর্বশেষ গত ২৩ আগস্ট মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে এই সিনেমা।
‘তুফান’-এ শাকিব খানের বিপরীতে মিমি ছাড়াও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা অভিনয় করেছেন। সিআইডি আকরাম চরিত্রে দর্শক মাতিয়েছেন চঞ্চল চৌধুরী। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।
গান বাজনা
বামবার আয়োজনে ‘মুক্তি কনসার্ট’
দেশীয় ব্যান্ড সংগীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) কয়েক বছর পর কনসার্ট আয়োজন করছে। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কৃতজ্ঞতা জানাতে এই উদ্যোগ। তাই এর শিরোনাম করা হয়েছে ‘মুক্তি কনসার্ট’।
সব ঠিক থাকলে আগামী ৩১ আগস্ট থাকছে বামবার কনসার্ট। তবে ভেন্যু ও অংশগ্রহণকারী ব্যান্ডের তালিকা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বামবার সভাপতি মাইলসের হামিন আহমেদ ও সহসভাপতি ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপুসহ সংশ্লিষ্টরা এসব বিষয়ে আলোচনা এগিয়ে নিচ্ছেন।
সোশ্যাল মিডিয়া ফেসবুকে বামবার ফ্যান পেজ ‘বাংলাদেশি ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি’তে কনসার্টের খবর প্রকাশিত হয় গতকাল (১৯ আগস্ট)। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় দেওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
আশা করা হচ্ছে, বামবার প্রায় সব সদস্য ব্যান্ড কনসার্টে সংগীত পরিবেশন করবে। ফলে দেশসেরা ব্যান্ডগুলোর জনপ্রিয় গান একই আঙিনায় সরাসরি উপভোগের সুযোগ পাবেন দর্শক-শ্রোতারা।
গান বাজনা
‘গেট আপ স্ট্যান্ড আপ’: রবীন্দ্র সরোবরে সংহতি জানাবেন সংগীতশিল্পীরা
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে দেশের সংগীতশিল্পীদের মিলনমেলা হতে যাচ্ছে। আজ (৩ আগস্ট) বিকেল ৩টায় ঢাকার রবীন্দ্র সরোবরে (ধানমণ্ডি ৮/এ) মিলিত হবেন তারা।
দেশের জনপ্রিয় ব্যান্ড, কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকবি ও যন্ত্রশিল্পীরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার দিয়েছেন। এর শিরোনাম করা হয়েছে প্রয়াত কিংবদন্তি বব মার্লের বিখ্যাত গান ‘গেট আপ স্ট্যান্ড আপ’।
ফেসবুকে সংহতি জানানোর ঘোষণা দেওয়া ব্যান্ডের মধ্যে উল্লেখযোগ্য সোলস, মাইলস, ওয়ারফেজ, আর্টসেল, শিরোনামহীন, চিরকুট, জলের গান, অ্যাশেজ, অ্যাভয়েড রাফা, ইন্দালো।
সুরকার-গীতিকবি প্রিন্স মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘এখন কনসার্টের সময় না। আমরা শুধু শান্তিপূর্ণভাবে ছাত্রদের সঙ্গে সংহতি জানাবো।’
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস