Connect with us

ওটিটি

যে ফিল্মের জন্য তাসনিয়া ফারিণের ভিসা বাতিল এবং পরিচালকের বিশেষ নাম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান (ছবি: চরকি)

সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ প্রথমবার জুটি বেঁধেছেন। শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’য় দেখা যাবে তাদের রসায়ন। এর শুটিং হয়েছে অস্ট্রেলিয়া ও রাজশাহীতে। অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য সবাই ঝামেলা ছাড়াই ভিসা পেয়েছে। তবে বিড়ম্বনায় পড়েছিলেন ফারিণ। ফেসবুকে ও পাসপোর্টে ভিন্ন নাম থাকায় তার ভিসার আবেদন বাতিল হয়েছিলো। এ কারণে পিছিয়ে যায় শুটিং। পরবর্তী সময়ে সেই সমস্যার সমাধান হয়। তিনি ভিসা পেয়ে অস্ট্রেলিয়ায় ভালোভাবেই শুটিং করেছেন।

শুটিংয়ে পরিচালক শিহাব শাহীনকে ‘শিহাব-আব্বা’ ডাকতেন প্রীতম ও ফারিণ! কারণ শুটিংয়ে তিনি বাবাদের মতো শাসন করতেন। অস্ট্রেলিয়ায় শুটিং শেষে সবাই কোথাও ঘুরতে গেলেও পরিচালক বসে থাকতেন ঘরে। তখন তিনি কিছুক্ষণ পরপর সবাইকে ফোন দিয়ে বলতেন, ‘কখন ফিরবা?’, ‘বাইরে কিছু খেয়ো না’, ‘তাড়াতাড়ি বাসায় ফেরো’– এমন নানান কথা।

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান (ছবি: চরকি)

‘কাছের মানুষ দূরে থুইয়া’য় মফস্বল থেকে শহর পর্যন্ত প্রেমের কাহিনি দেখা যাবে। কিছু সম্পর্কে দূরত্বের কারণে মাঝে মধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। এমন একটি সম্পর্কের গল্প নিয়ে সাজানো হয়েছে ওয়েব ফিল্মটি। দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে চাপ ফেলে, কীভাবে সম্পর্কে টানাপোড়েন তৈরি করে, সেসবই দেখা যাবে এতে।

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: চরকি)

তাসনিয়া ফারিণের চরিত্রের নাম শারমিন। গল্পটি তার জীবনের সঙ্গে অনেকখানি মিলে যায়। কারণ ফারিণ ও তার স্বামী শেখ রেজওয়ানের মধ্যে প্রেমের সময় ভৌগলিক দূরত্ব ছিলো। তাই শারমিন চরিত্রটির সঙ্গে সহজে সম্পৃক্ত হতে পেরেছেন তিনি।

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান (ছবি: চরকি)

প্রীতম হাসানের চরিত্রের নাম ফারহান। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্র। মানসিক আঘাত ও অসচ্ছল শৈশব নিয়ে বড় হয়েছে ছেলেটি। ফারহান বেশ রূক্ষ। অনেক কিছু নিয়ে তার জানাশোনা নেই। তবে প্রথমবার প্রেমে পড়ে তার জীবনের অনেক কিছুই বদলে যেতে থাকে।

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ (ছবি: চরকি)

ওয়েব ফিল্মটিতে আরো অভিনয় করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী রূপন্তী আকিদ। এছাড়া আছেন সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, ও শাহীন শাহনেওয়াজ।

‘কাছের মানুষ দূরে থুইয়া’র দৃশ্যে প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ (ছবি: চরকি)

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের দ্বিতীয় ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’। ইতোমধ্যে এর পোস্টার, গান ও ট্রেলার প্রশংসিত হয়েছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ