Connect with us

গান বাজনা

রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ মারা গেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সাদি মহম্মদ (ছবি: ফেসবুক)

বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ মারা গেছেন। আজ (১৩ মার্চ) সন্ধ্যার পর দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাত ৯টার দিকে গুণী এই শিল্পীর মৃত্যুর খবর পাওয়া যায়।

গত বছর ৮ জুলাই সাদি মহম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যান। এরপর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

১৯৭১ সালের ২৬ মার্চ সাদি মহম্মদের বাবা সলিমউল্লাহকে পাকিস্তানি সেনারা নির্মমভাবে হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরে সলিমউল্লাহ রোডের নামকরণ হয়েছে। সাদি মহম্মদের ভাই শিবলী মহম্মদ প্রখ্যাত নৃত্যশিল্পী।

সাদি মহম্মদ রবীন্দ্রসংগীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রবীন্দ্রসংগীতে তার মূল পরিচিতি গড়ে উঠলেও আধুনিক বাংলা গানেও অবদান রেখেছেন তিনি। তার কণ্ঠে রবীন্দ্রসংগীতের অনেক অ্যালবাম ও আধুনিক গান প্রকাশিত হয়েছে। তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন।

২০১৫ সালে বাংলা একাডেমি থেকে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার পান সাদি মহম্মদ। এর আগে ২০১২ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে চ্যানেল আই।

পড়া চালিয়ে যান
মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ