Connect with us

বিশ্বসংগীত

রমজানের প্রথম দিন মেয়ের বাবা হলেন আতিফ আসলাম

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সারা ভারওয়ানা ও আতিফ আসলাম (ছবি: টুইটার)

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবার বাবা হলেন। স্ত্রী সারা ভারওয়ানার সঙ্গে তৃতীয় সন্তানের মুখ দেখেছেন তিনি। এবার তাদের ঘরে এসেছে ফুটফুটে এক কন্যা। তার নাম রাখা হয়েছে হালিমা। এবারের রমজানের প্রথম দিনে তার জন্ম হয়েছে।

গতকাল (২৩ মার্চ) সোশ্যাল মিডিয়ায় সুখবরটি জানান আতিফ। ৪০ বছর বয়সী এই তারকা নিশ্চিত করেছেন, মা ও মেয়ে উভয়ে সুস্থ আছে। তার পোস্টের ক্যাপশনে লেখা, ‘অবশেষে অপেক্ষার পালা শেষ। আমার হৃদয়ের নতুন রানি এসে গেছে। আলহামদুলিল্লাহ বাচ্চা ও সারা দুজনেই ভালো আছে। অনুগ্রহ করে আপনাদের প্রার্থনায় আমাদের মনে রাখবেন। হালিমা আতিফ আসলামের পক্ষ থেকে রমজানুল মোবারক।’

 

View this post on Instagram

 

A post shared by Atif Aslam (@atifaslam)

দীর্ঘদিনের প্রেমিকা সারা ভারওয়ানাকে ২০১৩ সালের মার্চে পাকিস্তানের লাহোরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আতিফ আসলাম। তাদের ঘরে এর আগে দুই পুত্রসন্তান এসেছে। ২০১৪ সালে জন্মগ্রহণ করে আব্দুল আহাদ। এরপর ২০১৯ সালে আরিয়ানের জন্ম হয়।

সারা ভারওয়ানা ও আতিফ আসলাম (ছবি: টুইটার)

বলিউডের অনেক সিনেমার জন্য গান গেয়েছেন আতিফ আসলাম। এরমধ্যে উল্লেখযোগ্য ‘তেরে সাঙ ইয়ারা’, ‘পেহলি নজর’, ‘ম্যায় রঙ শরবতো কা’, ‘জিনে লাগা হু’, ‘দিল দিয়া গাল্লা’ ইত্যাদি। তার জনপ্রিয় গানের তালিকায় আরো রয়েছে ‘দুরি’, ‘হাম কিস গলি জা রাহে হ্যায়’ প্রভৃতি। কোক স্টুডিও পাকিস্তানের কয়েকটি মৌসুমে অংশ নেন তিনি।

গানের বাইরে অভিনয় করেছেন আতিফ আসলাম। গত বছর উর্দু সিরিজ ‘সাঙ-এ-মাহ’তে প্রধান চরিত্রে দেখা গেছে তাকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ