Connect with us

ঢালিউড

‘রাজকুমার’ শাকিবের প্রথম অফিসিয়াল পোস্টার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘রাজকুমার’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

খোঁচা দাড়িতে বিষণ্ন মনে তাকিয়ে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিচের অংশে সাম্য, স্বাধীনতা ও মুক্তির প্রতীক স্ট্যাচু অব লিবার্টিসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টুকরো অংশ। বহুল প্রতীক্ষিত ‘রাজকুমার’ সিনেমার ফার্স্টলুক পোস্টারে দেখা গেছে এসব ছবি। এতে বোঝা যাচ্ছে, গল্পের অনেকাংশ জুড়ে থাকছে আমেরিকার প্রেক্ষাপট।

আজ (২৩ মার্চ) রাত ৯টার কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করেছেন শাকিব। এর সঙ্গে তিনি লিখেছেন, ‘উত্তেজনা তৈরি করুন এবং রাজকুমারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করুন।’

‘প্রিয়তমা’র অভাবনীয় সাফল্যের পর শাকিব খান, পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান আবার জোট বেঁধেছেন। এবার তারা দর্শকদের উপহার দিচ্ছেন ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ‘রাজকুমার’। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি।

শাকিব খান ও কোর্টনি কফি (ছবি: ফেসবুক)

‘রাজকুমার’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।

পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হিমেল আশরাফ। এটি তার তৃতীয় সিনেমা। এর আগে আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় তিনি বানিয়েছেন ‘সুলতানা বিবিয়ানা’ ও ‘প্রিয়তমা’। দুটিরই গল্প ও চিত্রনাট্য ছিলো সাগরে নিখোঁজ হয়ে যাওয়া ফারুক হোসেনের।

সিনেমাওয়ালা প্রচ্ছদ