Connect with us

ছবি ও কথা

সপ্তমীতে কাশবনে মিম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ভক্তদের পুজোর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘শুভ সপ্তমী।’ সেই সঙ্গে শেয়ার করেছেন মণ্ডপ ও কাশবনে ঘুরে তোলা কিছু ছবি। এগুলো তুলেছে বনের দিঘি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী লাল রঙের কাতান শাড়ি, হাতে লাল চুড়ি, গলায় হার, মাথায় সিঁদুর ও খোঁপায় ফুল দিয়ে সেজেছিলেন। সপ্তমীতে মিমের সাজ দেখুন ছবিতে। 

 

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ