Connect with us

নাটক

ঈদুল আজহার সবচেয়ে বেশি জনপ্রিয় ও প্রশংসিত ১০ নাটক

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

গুড বাজ

‘গুড বাজ’ নাটকের অভিনয়শিল্পীরা (ছবি: ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট)

দর্শকরা এখন ইউটিউবেই নাটক বেশি দেখে। এটা ধ্রুব সত্য। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের ইউটিউব চ্যানেলে নিয়মিত নাটক ছাড়ছে। সময়ের সঙ্গে মানিয়ে চলতে প্রচারের পরপরই নিজেদের ইউটিউব চ্যানেলে নাটক অবমুক্ত করছে টিভি চ্যানেল কর্তৃপক্ষ।

এবারের ঈদুল আজহায় ইউটিউবে অনেক নতুন নাটক প্রকাশিত হয়েছে। এরমধ্যে দর্শকপ্রিয়তায় কিছু নাটকের প্রচুর ভিউ হয়েছে। এছাড়া সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে কিছু নাটক।

তানজিন তিশা ও মুশফিক আর. ফারহান

‘দরদ’ নাটকে তানজিন তিশা ও মুশফিক আর. ফারহান (ছবি: ফেসবুক)

বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন শীর্ষে আছে মহিদুল মহিমের ‘দরদ’। এতে অভিনয় করেছেন মুশফিক আর. ফারহান ও তানজিন তিশা। মুশফিক আর. ফারহানের ‘ডিয়ার লাভ’ (তানজিন তিশা) এবং ‘শাদী মোবারক’ (পড়শী) আছে যথাক্রমে চার ও ছয় নম্বরে। ট্রেন্ডিংয়ে এই অভিনেতার আরেক নাটক ‘একজন মধ্যবিত্ত বলছি’ (কেয়া পায়েল) নাটকটিও দেখা যাচ্ছে। ভিউ বিচারে ৯ নম্বরে আছে তার ‘মন বলে তুমি ফিরবেই’ (সামিরা খান মাহি)।

ইউটিউব ট্রেন্ডিংয়ে দুই নম্বরে রয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘গুড বাজ’। একই পরিচালকের ‘ব্যাচেলরস কোরবানি’ আছে তালিকার পাঁচ নম্বরে।

ব্যাচেলর্স কোরবানি

‘ব্যাচেলর্স কোরবানি’ নাটকের অভিনয়শিল্পীরা (ছবি: ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট)

দর্শকরা সবচেয়ে বেশিবার যেসব ঈদ নাটক দেখেছে সেই তালিকায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ‘যমজ’ ফ্র্যাঞ্চাইজির ‘যমজ ১৫’ আছে পাঁচ নম্বরে। সাতে রয়েছে মুহাম্মদ মিফতাহ আনানের ‘জান কোরবান’ (তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল)। জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর অভিনীত রুবেল হাসানের ‘এক্সচেঞ্জ রিটার্নস’ আছে আট নম্বরে।

মেহজাবীন চৌধুরী

‘অ্যাম্বুলেন্স গার্ল’ নাটকে মেহজাবীন চৌধুরী (ছবি: আরটিভি)

আজ (২৫ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত ইউটিউবে ঈদুল আজহার যেসব নাটক সবচেয়ে বেশিবার দেখা হয়েছে সেই তালিকায় চোখ বুলিয়ে নিন।

১. ব্যাচেলরস কোরবানি (১ কোটি ৪৯ লাখ ১৫ হাজার)
২. গুড বাজ (১ কোটি ২৭ লাখ ৪৫ হাজার)
৩. দরদ (৬৫ লাখ ২৬ হাজার)
৪. শাদি মোবারক (৬৩ লাখ ৮৯ হাজার)
৫. যমজ ১৫ (৬১ লাখ ৯৪ হাজার)
৬. ডিয়ার লাভ (৫৯ লাখ ৮৪ হাজার)
৭. জান কোরবান (৪৩ লাখ ২৯ হাজার, সিএমভি)
৮. এক্সচেঞ্জ রিটার্নস (৩৭ লাখ ৭১ হাজার)
৯. মন বলে তুমি ফিরবেই (৩৫ লাখ ৩১ হাজার)
১০. একজন মধ্যবিত্ত বলছি (৩৪ লাখ ৪৪ হাজার)

‘রিকশা গার্ল’ নাটকে তানজিন তিশা (ছবি: আরটিভি)

সমালোচকদের দৃষ্টিতে প্রশংসিত ১০ নাটক
১. রিকশা গার্ল (তানজিন তিশা, সোহেল মন্ডল, পরিচালক: রাফাত মজুমদার রিংকু)
২. অ্যাম্বুলেন্স গার্ল (মেহজাবীন চৌধুরী, সুদীপ বিশ্বাস দীপ, পরিচালক: অনন্য ইমন)
৩. ভয়েস ক্লিপ (মেহজাবীন চৌধুরী, ইমতিয়াজ বর্ষণ, পরিচালক: শিহাব শাহীন)
৪. বাঁচিবার হলো তার সাধ (আফরান নিশো, তটিনী, পরিচালক: ভিকি জাহেদ)
৫. ব্যবধান (মেহজাবীন চৌধুরী, ফারহান আহমেদ জোভান, পরিচালক: মিজানুর রহমান আরিয়ান)
৬. পেইং গোস্ট (আফরান নিশো, সাবিলা নূর, পরিচালক: নঈম ইমতিয়াজ নেয়ামূল)
৭. বদলে যাওয়া মানুষ (জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, পরিচালক: শিহাব শাহীন)
৮. চাকরি নয় চাকর (আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, পরিচালক: শিহাব শাহীন)
৯. আদব বেয়াদব (সজল নূর, পরিচালক: মাবরুর রশিদ বান্নাহ)
১০. আমি রোকেয়া বলছি (সাবিলা নূর, মনোজ প্রামানিক, পরিচালক: আশরাফুজ্জামান)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ