Connect with us

নাটক

ঈদুল আজহার সবচেয়ে বেশি জনপ্রিয় ও প্রশংসিত ১০ নাটক

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

গুড বাজ

‘গুড বাজ’ নাটকের অভিনয়শিল্পীরা (ছবি: ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট)

দর্শকরা এখন ইউটিউবেই নাটক বেশি দেখে। এটা ধ্রুব সত্য। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের ইউটিউব চ্যানেলে নিয়মিত নাটক ছাড়ছে। সময়ের সঙ্গে মানিয়ে চলতে প্রচারের পরপরই নিজেদের ইউটিউব চ্যানেলে নাটক অবমুক্ত করছে টিভি চ্যানেল কর্তৃপক্ষ।

এবারের ঈদুল আজহায় ইউটিউবে অনেক নতুন নাটক প্রকাশিত হয়েছে। এরমধ্যে দর্শকপ্রিয়তায় কিছু নাটকের প্রচুর ভিউ হয়েছে। এছাড়া সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে কিছু নাটক।

তানজিন তিশা ও মুশফিক আর. ফারহান

‘দরদ’ নাটকে তানজিন তিশা ও মুশফিক আর. ফারহান (ছবি: ফেসবুক)

বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন শীর্ষে আছে মহিদুল মহিমের ‘দরদ’। এতে অভিনয় করেছেন মুশফিক আর. ফারহান ও তানজিন তিশা। মুশফিক আর. ফারহানের ‘ডিয়ার লাভ’ (তানজিন তিশা) এবং ‘শাদী মোবারক’ (পড়শী) আছে যথাক্রমে চার ও ছয় নম্বরে। ট্রেন্ডিংয়ে এই অভিনেতার আরেক নাটক ‘একজন মধ্যবিত্ত বলছি’ (কেয়া পায়েল) নাটকটিও দেখা যাচ্ছে। ভিউ বিচারে ৯ নম্বরে আছে তার ‘মন বলে তুমি ফিরবেই’ (সামিরা খান মাহি)।

ইউটিউব ট্রেন্ডিংয়ে দুই নম্বরে রয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘গুড বাজ’। একই পরিচালকের ‘ব্যাচেলরস কোরবানি’ আছে তালিকার পাঁচ নম্বরে।

ব্যাচেলর্স কোরবানি

‘ব্যাচেলর্স কোরবানি’ নাটকের অভিনয়শিল্পীরা (ছবি: ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট)

দর্শকরা সবচেয়ে বেশিবার যেসব ঈদ নাটক দেখেছে সেই তালিকায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ‘যমজ’ ফ্র্যাঞ্চাইজির ‘যমজ ১৫’ আছে পাঁচ নম্বরে। সাতে রয়েছে মুহাম্মদ মিফতাহ আনানের ‘জান কোরবান’ (তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল)। জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর অভিনীত রুবেল হাসানের ‘এক্সচেঞ্জ রিটার্নস’ আছে আট নম্বরে।

মেহজাবীন চৌধুরী

‘অ্যাম্বুলেন্স গার্ল’ নাটকে মেহজাবীন চৌধুরী (ছবি: আরটিভি)

আজ (২৫ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত ইউটিউবে ঈদুল আজহার যেসব নাটক সবচেয়ে বেশিবার দেখা হয়েছে সেই তালিকায় চোখ বুলিয়ে নিন।

১. ব্যাচেলরস কোরবানি (১ কোটি ৪৯ লাখ ১৫ হাজার)
২. গুড বাজ (১ কোটি ২৭ লাখ ৪৫ হাজার)
৩. দরদ (৬৫ লাখ ২৬ হাজার)
৪. শাদি মোবারক (৬৩ লাখ ৮৯ হাজার)
৫. যমজ ১৫ (৬১ লাখ ৯৪ হাজার)
৬. ডিয়ার লাভ (৫৯ লাখ ৮৪ হাজার)
৭. জান কোরবান (৪৩ লাখ ২৯ হাজার, সিএমভি)
৮. এক্সচেঞ্জ রিটার্নস (৩৭ লাখ ৭১ হাজার)
৯. মন বলে তুমি ফিরবেই (৩৫ লাখ ৩১ হাজার)
১০. একজন মধ্যবিত্ত বলছি (৩৪ লাখ ৪৪ হাজার)

‘রিকশা গার্ল’ নাটকে তানজিন তিশা (ছবি: আরটিভি)

সমালোচকদের দৃষ্টিতে প্রশংসিত ১০ নাটক
১. রিকশা গার্ল (তানজিন তিশা, সোহেল মন্ডল, পরিচালক: রাফাত মজুমদার রিংকু)
২. অ্যাম্বুলেন্স গার্ল (মেহজাবীন চৌধুরী, সুদীপ বিশ্বাস দীপ, পরিচালক: অনন্য ইমন)
৩. ভয়েস ক্লিপ (মেহজাবীন চৌধুরী, ইমতিয়াজ বর্ষণ, পরিচালক: শিহাব শাহীন)
৪. বাঁচিবার হলো তার সাধ (আফরান নিশো, তটিনী, পরিচালক: ভিকি জাহেদ)
৫. ব্যবধান (মেহজাবীন চৌধুরী, ফারহান আহমেদ জোভান, পরিচালক: মিজানুর রহমান আরিয়ান)
৬. পেইং গোস্ট (আফরান নিশো, সাবিলা নূর, পরিচালক: নঈম ইমতিয়াজ নেয়ামূল)
৭. বদলে যাওয়া মানুষ (জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, পরিচালক: শিহাব শাহীন)
৮. চাকরি নয় চাকর (আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, পরিচালক: শিহাব শাহীন)
৯. আদব বেয়াদব (সজল নূর, পরিচালক: মাবরুর রশিদ বান্নাহ)
১০. আমি রোকেয়া বলছি (সাবিলা নূর, মনোজ প্রামানিক, পরিচালক: আশরাফুজ্জামান)

নাটক

গানে বাজিমাত করার পর শ্রমিক দিবসের নাটকে ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জেনি’ নাটকের দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: সিনেমাওয়ালা)

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হবো’ দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এটি এখন ইউটিউবে ডেইলি টপ মিউজিক ভিডিওস চার্টে ৩৯ নম্বরে আছে। গায়িকা হিসেবে অভিষেকেই বাজিমাত করেছেন এই তারকা। এবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিশেষ নাটকে দর্শকদের সামনে হাজির হলেন তিনি।

তাসনিয়া ফারিণের নতুন নাটকের নাম ‘জেনি’। এতে নাম ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। এর টিজারে দেখা গেছে, ঘরে-বাইরে কর্মজীবী নারীদের কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়।

‘জেনি’ নাটকের দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: সিনেমাওয়ালা)

আজ মে দিবসে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে লাক্স নিবেদিত ‘জেনি’। এতে আরো অভিনয় করেছেন পার্থ শেখ, সমু চৌধুরী, শিমুল খান, এবি রোকন, আনাস খান, আরবিন, টুম্পা মাহবুব।

‘জেনি’র গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। চিত্রগ্রহণে ফুয়াদ বিন আলমগীর।

‘জেনি’ নাটকের দৃশ্যে তাসনিয়া ফারিণ ও পার্থ শেখ (ছবি: সিনেমাওয়ালা)

‘জেনি’ নাটকে ‘জানি তুই পারবি’ শিরোনামে একটি গান রয়েছে। তারিক তুহিনের কথামালায় এর সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। তার সঙ্গে এটি গেয়েছেন আয়েশা মৌসুমী।

পড়া চালিয়ে যান

নাটক

অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

অলিউল হক রুমি (ছবি: ফেসবুক)

টেলিভিশন নাটকের অভিনেতা অলিউল হক রুমি আর নেই। আজ (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসিখুশি অলিউল হক রুমির মৃত্যুতে নাটাঙ্গনে বিষাদের ছায়া। অভিনয়শিল্পী, প্রযোজক, পরিচালকসহ অনেকে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন অলিউল হক রুমি। চিকিৎসার জন্য ভারতের চেন্নাই গিয়েছিলেন। মাসখানেক ধরে দেশই চলছিলো চিকিৎসা। কিন্তু সুস্থ জীবনে আর ফেরা হলো না তার।

বরগুনায় জন্মগ্রহণ করেন অলিউল হক রুমি। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট তিনি।

অভিনয়ে তিন দশকেরও বেশি সময় কাটিয়েছেন অলিউল হক রুমি। অসংখ্য নাটক ও সিনেমায় দেখা গেছে তাকে। ১৯৮৮ সালে থিয়েটার বেইলি রোডের ‘এখনও ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে পথচলা শুরু করেন তিনি। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ ছিলো তার অভিনীত প্রথম সিনেমা।

পড়া চালিয়ে যান

নাটক

ঈদ নাটকে মামুনুর রশীদের সঙ্গে চঞ্চলের ছেলে, দুইজনই স্কুলছাত্র!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নাট্যজন মামুনুর রশীদ ও অভিনেতা চঞ্চল চৌধুরী ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধ পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে বয়সের ব্যবধান দাদা-নাতি পর্যায়ের। কিন্তু দুইজনই স্কুলছাত্রের পোশাকে ব্যাগ কাঁধে প্রস্তুত! ‘ইতি তোমার আমি’ নামের একটি সাত পর্বের ধারাবাহিক নাটকে দেখা যাবে অন্যরকম এই দৃশ্য।

মামুনুর রশীদ ও শুদ্ধ’র স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত এমন দুটি স্থিরচিত্র আজ (১৬ মার্চ) সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি লিখেছেন, ‘দাদা-নাতি দুইজনই নাকি স্কুলে পড়ে! দাদা মামুনুর রশীদ, নাতি শৈশব রোদ্দুর শুদ্ধ। প্রবল বন্ধুত্ব দুইজনের।’

নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস। সেই তথ্য জানিয়ে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বৃন্দাবনদার লেখা নাটক দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু হলো শুদ্ধর। মামুন ভাইয়ের সঙ্গে প্রথম অভিনয়, এর চেয়ে বড় সৌভাগ্য ওর কী হতে পারে!’

শুদ্ধ এর আগে একটি নাটকের শুটিংয়ে বেড়াতে গিয়ে একটি দৃশ্যে অভিনয় করেছে। এবার পূর্ণাঙ্গ চরিত্রে অভিষেক হচ্ছে তার। মোট তিন দিন নাটকটির শুটিং করছে সে।

ভেঁপু ক্রিয়েশন্স লিমিটেডের প্রযোজনায় ‘ইতি তোমার আমি’ পরিচালনা করছেন এজাজ মুন্না। আসন্ন ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে সাত পর্বের এই নাটক।

৭৬ বছরে পা রাখলেও গত ২৯ ফেব্রুয়ারি ১৯তম জন্মদিন উদযাপন করেন মামুনুর রশীদ। অধিবর্ষের কারণে এমন ঘটনার সাক্ষী তিনি।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ