Connect with us

নাটক

সাবিলা নূরকে দেখে চেনা দায়!

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘বিদিশা’ নাটকে সাবিলা নূর (ছবি: সিনেমাওয়ালা)

অভিনেত্রী সাবিলা নূরকে দেখে চেনার উপায় নেই! গায়ের রঙ খুব কালো। মুখটা ফ্যাকাশে। ‘বিদিশা’ নামের একটি নাটকে কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। নারী দিবসকে সামনে রেখে তৈরি হয়েছে এটি।

‘বিদিশা’র চিত্রনাট্য সাজিয়েছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘সাবিলা নূরকে নতুন আঙ্গিকে দেখে দর্শকেরা চমকে যাবেন। অনেকদিন মনে রাখার মতো অভিনয় করেছেন তিনি। নারী দিবসে নাটকটির মাধ্যমে নারীর সংগ্রাম ও বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথা বলতে চেয়েছি।’

সাবিলা নূরের পাশাপাশি নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, সমু চৌধুরী, এরফান মৃধা শিবলু, অতিথি ইসরাত। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর চিত্রায়ন হয়েছে।

‘বিদিশা’ নাটকে সাবিলা নূর (ছবি: সিনেমাওয়ালা)

‘বিদিশা’ গল্পটি লিখেছেন আবুল বাশার পিয়াস। চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর। সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল।

আগামী ৮ মার্চ নারী দিবসে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

‘বিদিশা’ নাটকে সাবিলা নূর (ছবি: সিনেমাওয়ালা)

গত ভালোবাসা দিবসে সাবিলা নূরের দুটি কাজ প্রশংসিত হয়েছে। এরমধ্যে সাজ্জাদ হোসাইন বাপ্পীর রচনা ও পরিচালনায় ‘তুমিহীনা’ এসেছে সিনেমাওয়ালা চ্যানেলে। এতে তার সহশিল্পী ছিলেন খায়রুল বাসার।

ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে এসেছে সাবিলা নূরের শর্টফিল্ম ‘এক্সট্রা’। ভিকি জাহেদের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন নিলয় আলমগীর ও শরীফ সিরাজ।

‘বিদিশা’ নাটকে সাবিলা নূর (ছবি: সিনেমাওয়ালা)

২০২৩ সালে মানসম্পন্ন কিছু কাজ করে দর্শকদের কাছে সমাদৃত হয়েছেন সাবিলা নূর। গত বছর তার মোট ২১টি ফিকশন মুক্তি পেয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য ‘মারকিউলিস’, ‘ময়ূরপুচ্ছ কাক’, ‘শহরে অনেক রোদ’, ‘বিরতিহীন যাত্রা’, ‘নীরা’, ‘আপোষহীনা’, ‘রুনু ভাই ৩’, ‘সাহারা মরুভূমি’, ‘পাশে থেকো’, ‘কদমবনে বৃষ্টি’ ইত্যাদি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ