Connect with us

টেলিভিশন

‘সাহসিকা-২’ এমন বিষয় তুলে ধরবে যা নিয়ে কেউ মুখ খোলে না

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সাহসিকা-২’ টেলিফিল্মে জাকিয়া বারী মম (ছবি: দীপ্ত টিভি)

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে গত বছরের ঈদে প্রচারিত হয় ‘সাহসিকা’। টেলিফিল্মটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবার তৈরি হচ্ছে ‘সাহসিকা-২’। জিবরান তানভীরের পরিচালনায় এতে অভিনয় করছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, শহীদুজ্জামান সেলিম, তারিন, শিশুশিল্পী মুনতাহা।

‘সাহসিকা’র মতোই এবারের গল্পও একজন নারীকে কেন্দ্র করে। দুটোর মধ্যে মিল স্রেফ এতটুকুই।

‘সাহসিকা-২’ টেলিফিল্মে জাকিয়া বারী মম ও তারিন (ছবি: দীপ্ত টিভি)

সম্পূর্ণ নতুন আঙ্গিক ও নতুন একটি কাহিনি দেখা যাবে ‘সাহসিকা-২’ টেলিফিল্মে। এবার এমন একটি বিষয় তুলে ধরা হচ্ছে যা সমাজে অহরহ ঘটে, কিন্তু কেউ মুখ খোলে না। সেই গল্প জানতে চোখ রাখতে হবে দীপ্ত টিভির পর্দায়।

জাকিয়া বারী মম

‘সাহসিকা-২’ টেলিফিল্মে জাকিয়া বারী মম ও মুনতাহা (ছবি: দীপ্ত টিভি)

কাজী জাহিন হাসানের গল্প ভাবনা ও প্রযোজনায় ‘সাহসিকা-২’-এর চিত্রনাট্য সাজিয়েছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ