Connect with us

আলাপচারিতা

সেই বিজ্ঞাপনচিত্রটি মনে থাকার মতোই বিষয়: রাইসা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আফরিন শিখা রাইসা

আফরিন শিখা রাইসা (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

মোস্তফা সরয়ার ফারুকীর একটি বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করে শিশু শিল্পী আফরিন শিখা রাইসা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমায় দারুণ অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে মেয়েটি। এখন সে নিয়মিত অভিনয় করছে নাটক ও বিজ্ঞাপনচিত্রে। ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ নাটকের শুটিংয়ের ফাঁকে সিনেমাওয়ালা নিউজের আলাপচারিতায় অংশ নিয়েছে রাইসা।

সিনেমাওয়ালা নিউজ: তুমি যে পুরস্কার পেয়েছো, কেমন লেগেছে?
আফরিন শিখা রাইসা: খুব ভালো লেগেছে।

সিনেমাওয়ালা নিউজ: আবার এমন পুরস্কার পেতে ইচ্ছে করে না?
আফরিন শিখা রাইসা: ইচ্ছে তো করে! দেখি পাই কিনা।

আফরিন শিখা রাইসা

আফরিন শিখা রাইসা (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: তুমি একটি সিনেমার জন্য সাইকেল চালানো শিখেছিলে, মোটরসাইকেল কিংবা গাড়ি চালানো শেখার ইচ্ছা আছে?
আফরিন শিখা রাইসা: হ্যাঁ, শেখার অনেক ইচ্ছে আছে।

সিনেমাওয়ালা নিউজ: যখন তোমার রাগ হয় তখন কী করো?
আফরিন শিখা রাইসা: গান শুনি।

আফরিন শিখা রাইসা

আফরিন শিখা রাইসা (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: স্কুলে তোমার অভিনয় নিয়ে কেউ কিছু বলে না?
আফরিন শিখা রাইসা: সবাই বলে। আর বললে শুনতেও খুব ভালো লাগে।

সিনেমাওয়ালা নিউজ: রাস্তাঘাটে বের হলে তোমার সঙ্গে ছবি তুলতে চায় না কেউ?
আফরিন শিখা রাইসা: হ্যাঁ তুলতে চায়।

আফরিন শিখা রাইসা

আফরিন শিখা রাইসা (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: তোমার প্রথম বিজ্ঞাপনচিত্র মোস্তফা সরয়ার ফারুকীর সুপারস্টার এলইডি বাল্বের কথা মনে আছে?
আফরিন শিখা রাইসা: হ্যাঁ এখনও মনে আছে। সেটি মনে থাকারই বিষয়।

সিনেমাওয়ালা নিউজ: তোমার প্রিয় অভিনেত্রী তো নুসরাত ইমরোজ তিশা, কেনো?
আফরিন শিখা রাইসা: কারণ তার অভিনয় অনেক ভালো লাগে।

আফরিন শিখা রাইসা

আফরিন শিখা রাইসা (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: স্কুলের ক্লাসমেটরা কি তোমাকে ট্রিট দিতে বলে?
আফরিন শিখা রাইসা: সেটা তো সবসময়ই বলে।

সিনেমাওয়ালা নিউজ: বড় হয়ে তুমি শিক্ষক হতে চাও। কেনো?
আফরিন শিখা রাইসা: শিক্ষক হতে ভালো লাগে। আমি বেশিরভাগ সময় স্কুলের অনেক স্টুডেন্টের পড়া ধরি।

আফরিন শিখা রাইসা

আফরিন শিখা রাইসা (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: তুমি মুনতাহা কে চেনো?
আফরিন শিখা রাইসা: হ্যাঁ, আমি তাকে চিনি।

সিনেমাওয়ালা নিউজ: ও কী হয় তোমার?
আফরিন শিখা রাইসা: সে আমার ছোট বোন।

আফরিন শিখা রাইসা

আফরিন শিখা রাইসা (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: কেমন লাগে ওকে?
আফরিন শিখা রাইসা: সে খুব কিউট, স্মার্ট এবং সুইট।

সিনেমাওয়ালা নিউজ: দর্শকদের উদ্দেশে কিছু বলো।
আফরিন শিখা রাইসা: সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো অভিনয় করতে পারি। আর পড়াশোনা যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ