Connect with us

টেলিভিশন

সেরা করদাতা তালিকায় প্রথমবার মেহজাবীন, আছেন আরও ৫ তারকা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

দেশের সেরা করদাতা তালিকায় প্রথমবার স্থান করে নিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার তার পাশাপাশি এই স্বীকৃতি পেয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, তাহসান খান, এস ডি রুবেল, অভিনেতা মাহফুজ আহমেদ ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।

আজ (২১ ডিসেম্বর) গেজেটের মাধ্যমে তালিকাটি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে স্থান পাওয়া মেহজাবীন ছাড়া শোবিজের বাকি পাঁচ তারকা আগে একাধিকবার সেরা করদাতা হয়েছেন।

কর প্রদানে উৎসাহ দিতে এবং সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর সেরা করদাতা নির্বাচন করে থাকে এনবিআর। ২০২১-২২ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান তালিকায় জায়গা পেয়েছে। তাদের মধ্যে শোবিজ তারকা আছেন ছয়জন।

মাহফুজ আহমেদ

মাহফুজ আহমেদ (ছবি: ফেসবুক)

সেরা করদাতা হলে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ট্যাক্সকার্ড ও সম্মাননা পাওয়া যায়। এর মেয়াদ থাকবে একবছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন।

তাহসান খান

তাহসান খান (ছবি: ফেসবুক)

সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ অনুযায়ী সেরা করদাতাদের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পান তারা। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হয় তাদের। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ মেলে। এছাড়া ট্যাক্স কার্ডপ্রাপ্তরা ও তাদের পরিবার চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যাসুবিধা পান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ