Connect with us

টেলিভিশন

বছরের শেষ দিনে নায়িকারা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শেষ হয়ে এলো আরেকটি বছর। ২০২২ সালকে বিদায় জানিয়েছেন তারকারা। আজ (৩১ ডিসেম্বর) দিনভর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ও নিজেদের অনুভূতি লিখেছেন তারা।

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিজের ছয়টি স্মরণীয় ঘটনার একটি করে ছবি শেয়ার করে লিখেছেন, ‘২০২২ আমার জীবনের স্মরণীয় একটি বছর। গল্পটা এই বছরকে নিয়েই। গ্র্যাজুয়েশন সম্পন্ন হলো, ইউনিসেফের শুভেচ্ছাদূত হলাম, বছরের সেরা ব্লকবাস্টার হিট ফিল্ম হলো আমার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি,  মুক্তি পাওয়া অন্য সিনেমা ‘দামাল’-এর জন্য দর্শক ও বোদ্ধাদের এতো এতো প্রশংসা আমার বড় অর্জন, বড় প্রাপ্তি। ব্যক্তিজীবন ও কর্মজীবনে ২০২২ আমাকে দিলো সেরা সাফল্যগুলো। আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে, বাবা-মা ও ছোট বোনের কাছে, আমার সকল প্রযোজক, পরিচালক, সহশিল্পী থেকে আমার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলের কাছে। আমি ধন্যবাদ জানাই, আমার ভক্তদের যাদের সহায়তা না পেলে আজ সবার মিম হতে পারতাম না। আগামীর পথচলায় সবসময় তাদের পাশে চাই। সবশেষে আগামীতে আরও ভালো ভালো কাজ উপহার দিয়ে সবার মনে ভালোবাসা বাড়াতে সবার কাছে দোয়া চাই।’

রুনা খান (ছবি: ফেসবুক)

অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘বাইশ, মনে এতো আনন্দ এবং এতো আঘাত একইসঙ্গে আর কেউ কখনো আনতে পারেনি আগে আমার জীবনে, তোমার মতন করে। ভুলবো না কখনো তোমাকে।’

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ভক্তদের কাছে জানতে চেয়েছেন এভাবে, ‘কার কী পরিকল্পনা?’

আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ২০২২ সালের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ২০টি ছবি একসঙ্গে শেয়ার করেছেন। এরমধ্যে আছে তার নিজের আঁকা চিত্রকর্ম, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের স্ক্রিনশট, নিজের অভিনীত সিনেমার মহরতের ছবি ইত্যাদি।

শানারেই দেবী শানু (ছবি: ফেসবুক)

অভিনেত্রী শানারেই দেবী শানু লিখেছেন, ‘জীবন বহতা নদীর মতো। সময়ের স্রোতে ভেসে যায় মূহূর্তগুলো। প্রিয় মানুষ কখনও সরে যায় সময়ের সঙ্গে। স্মৃতিতেই শুধু থেকে যায় স্মৃতির ঘ্রাণ। তাই প্রতি মূহূর্তে প্রিয়জনেরা জীবনের সমস্ত আনন্দ, প্রাপ্তির মূহূর্তে পাশে থাকুক, সঙ্গে থাকাটাই জরুরি। এটুকুই প্রত্যাশা নতুন আগামী সময়ের কাছে। যা কিছু প্রাপ্তি এই বছরে, জীবন তোমায় ধন্যবাদ। যা কিছু অপ্রাপ্তি উঠানো থাক, নতুন বছরে প্রাপ্তির খাতায় যোগ করার প্রচেষ্টা থাক অবিরত। এ বছরের উপলব্ধিগুলো আগামী দিনের পথের শক্তি হয়ে থাক। স্নেহভাজন মানুষগুলোর স্নেহ-মায়ার পরশ বছরের পর বছর এমনই বটবৃক্ষের ছায়ার মতো থাকুক। না পাওয়ার অশ্রুগুলো বাষ্প হয়ে সরে যাওয়া মেঘের মত উড়ে যাক। জড়িয়ে থাকা সত্যি মেঘ হৃদয়ে জড়িয়ে থাক। বছরের শেষ দিনটিতে এসে বিগত বছরের সব ভালো কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ, প্রকৃতিকে ধন্যবাদ। বিদায় দিলাম পুরনো সব না পাওয়া ব্যথা, অভিমান, অভিযোগ। নতুন সময়ে নতুন স্বপ্ন, সম্ভাবনা, প্রত্যাশাকে আগলে সামনে এগিয়ে যাওয়ার জন্য। সত্যি ভালোবাসার লাল নীল মায়া জড়িয়ে থাক। প্রিয়জন ভালোবাসার মানুষ সবাই ভালো থাকুক।’

ফারিয়া শাহরিন (ছবি: ফেসবুক)

অভিনয়শিল্পী ফারিয়া শাহরিন বছরের শেষ দিনটি শুটিং করে কাটিয়েছেন। মেকআপ রুমে তোলা কয়েকটি সেলফি শেয়ার করেছেন তিনি।

জাহারা মিতু (ছবি: ফেসবুক)

চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘জীবনকে পরিচ্ছন্ন রাখা খুব প্রয়োজন। মা-বাবার অবাধ্য হইনি কখনো। আমার জন্য অন্য কেউ কষ্ট পাক এমনটি করতে চাইনি কখনো। পড়ালেখা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেকোনো প্রতিযোগিতা, চাকরি জীবন সব জায়গায় প্রথম হয়েছি। তবুও ছোটখাটো ভুল করেছি। ঠকেছি কিছু মানুষকে বিশ্বাস করে। তবে যে ক্ষতিটুকু হয়েছে তার পরিমাণ ছিলো স্বল্প। ‘আমার জন্য ক্ষতিকারক কোনো কিছুই আমার সঙ্গে রাখি না’- এই মন্ত্রবলে হয়তো স্বল্প ক্ষতি হতেই সরে এসেছি সেসব জায়গা থেকে। আমার উপেক্ষা করার ক্ষমতা প্রবল। আর এই ক্ষমতাই আমাকে শান্তিতে রাখে। আজ একটি বছরের শেষ দিন। সব ভুল ফেলে দিয়ে সঠিকভাবে চলাই হোক সকলের মূলমন্ত্র। সকলের জীবন হোক পরিষ্কার-পরিচ্ছন্ন। বছরের শেষ দিনের শুভেচ্ছা।’

ফারজানা ছবি (ছবি: ফেসবুক)

অভিনেত্রী ফারজানা ছবি স্কুটি চালানোর কয়েকটি ছবি শেয়ার করে পুরনো বছরকে বিদায় জানিয়েছেন।

পুতুল সাজিয়া সুলতানা (ছবি: ফেসবুক)

সংগীতশিল্পী পুতুল সাজিয়া সুলতানা লিখেছেন, ‘২০২২ এতোটা বিশেষ হয়ে থাকবে জীবনে তা অনুমান করতে পারলেও উপলব্ধি করতে পারিনি গত বছর। গীতলীনা এলো পৃথিবীতে, মা হওয়ার সৌভাগ্য হলো বছরের ঠিক মাঝামাঝি। পুতুলগান এলো। আমার অন্তঃস্বত্তাকালীন সময়ে সৃষ্টি করলাম চারটি গান। এগুলো প্রকাশিত হলো আমার ইউটিউব চ্যানেল পুতুলগান-এ। বছরজুড়ে লিখলাম ২০২৩-এ প্রকাশিতব্য উপন্যাস। মাতৃত্বকালীন বিরতি ভেঙে ফিরলাম আবার আপন ছন্দে। মঞ্চে টেলিভিশনে ব্যস্ততা ফিরলো আগের মতো। গীতলীনা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলো। স্বপ্নের মতো একটা বছর কেটেছে আমার। না পাওয়া নেই কোনো। পাওয়া দিয়ে পূর্ণ হয়ে রইলাম কানায় কানায়। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে অকৃপণভাবে ভালোবাসেন। শেষ কথা, প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ পেলো। এটাও দারুণ আনন্দের।’

শ্রাবণ্য তৌহিদা (ছবি: ফেসবুক)

বছরের শেষ দিন প্রিয় কর্মস্থল ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে দায়িত্ব পালন করেছেন শ্রাবণ্য তৌহিদা।

টেলিভিশন

যুক্তরাজ্যের চ্যানেল ফোরে ও সিডনি উৎসবে ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র পোস্টারে নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা সরয়ার ফারুকী ও মনোয়ার হোসেন ডিপজল (ছবি: চরকি)

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ দেখাবে যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ফোর। আগামী জুন থেকে শুরু হওয়া অধিবেশনে প্রচার হবে এটি।

চ্যানেল ফোরে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে প্রদর্শিত হয় তারেক মাসুদের ‘মাটির ময়না’। এরপর তারেক মাসুদের আরো দুটি বাংলা সিনেমা দেখা গেছে এতে।

এদিকে অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। আগামী ৫ জুন শুরু হওয়া এই উৎসব চলবে ১২ দিনব্যাপী। এতে ফারুকীর সঙ্গে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও প্রযোজক রেদওয়ান রনির অংশ নিতে যাওয়ার কথা রয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “ফিল্মমেকার হিসেবে ঈদের ডাবল আনন্দ হিসেবে এসেছে দুটি খবর। ঈদে চরকিতে মুক্তি পাওয়া ‘মনোগামী’ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। আমার ‘ব্যাচেলর’ মুক্তির পর এমন প্রতিক্রিয়া দেখেছিলাম। দর্শকদের এই অংশগ্রহণে আমি খুবই আনন্দিত। এর সঙ্গে যুক্ত হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র খবর দুটি। চ্যানেল ফোর যুক্তরাজ্যের প্রথম সারির টেলিভিশন। সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ উৎসব। সব মিলিয়ে আমি কৃতজ্ঞ। যারা ‘মনোগামী’ দেখেছেন কিন্তু ‘অটোবায়োগ্রাফি’ দেখেননি, তাদের আমন্ত্রণ জানাই চরকিতে দেখে ফেলার।”

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা (ছবি: চরকি)

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র অভিনেত্রী ও চিত্রনাট্যকার নুসরাত ইমরোজ তিশা বলেন, “দর্শকদের কাছ থেকে ‘অটোবায়োগ্রাফি’র জন্য ভালোবাসা পেয়েছি এবং এখনও পাচ্ছি, এগুলো অভিনয়শিল্পী হিসেবে আমার জন্য খুবই অনুপ্রেরণার। কিছু কাজ মানুষের মনের ভেতরে গিয়ে স্পর্শ করে। এটি তেমন একটি কাজ। দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানাই।”

গত বছর বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ২৮তম আসরে নির্বাচিত হয় ‘অটোবায়োগ্রাফি’। উৎসবের কিম জিসোক প্রতিযোগিতা শাখায় এশিয়ার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এটি। এরপর মুম্বাইয়ের জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে ‘অটোবায়োগ্রাফি’ দেখানো হয় সাউথ এশিয়ান আইকন শাখায়।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র দৃশ্যে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: চরকি)

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সবসময় বিশ্বমানের সিনেমা ও সিরিজ নির্মাণের চেষ্টা করে। আমরা খুবই আনন্দিত চ্যানেল ফোর আমাদের ওয়েব ফিল্ম আন্তর্জাতিক দর্শকদের কাছে প্রদর্শনের জন্য বেছে নিয়েছে। এটি দেশের নির্মাতা ও শিল্পীদের জন্য গৌরবের। একইসঙ্গে এর মাধ্যমে বিশ্ববাজারে চরকির ভালো অবস্থান তৈরির প্রমাণ পাওয়া গেলো।’

মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিষ্ঠান ছবিয়ালের প্রযোজনা ‘অটোবায়োগ্রাফি’ এবং ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ হলো চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অংশ। এর আওতায় রয়েছে ১২টি ওয়েব ফিল্ম। ফারুকীর ওয়েব ফিল্ম দুটির পাশাপাশি শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ মুক্তি পেয়েছে চরকিতে। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে আছেন ফারুকী।

পড়া চালিয়ে যান

টেলিভিশন

আদনান আল রাজীবের নির্দেশনায় নিপুন-এলিটা দম্পতির অভিনয়

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) আদনান আল রাজীব, আশফাক নিপুন ও এলিটা করিম (ছবি: ফেসবুক)

‘মহানগর’ ওয়েব সিরিজের নির্মাতা আশফাক নিপুন ও সংগীতশিল্পী এলিটা করিম দম্পতি প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন। একটি বিজ্ঞাপনচিত্রে স্বামী-স্ত্রীর ভূমিকাতেই দেখা যাবে তাদের। এটি বার্জার রঙের। এর শুটিং হয়েছে ঢাকায়।

বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। তিনি ও আশফাক নিপুন ছিলেন মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়ালের সহকারী।

পরিচালনার পাশাপাশি অভিনয়ে ও মডেল হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন আশফাক নিপুন। অন্যদিকে গান ও সাংবাদিকতার ফাঁকে টুকটাক অভিনয়ে দেখা গেছে এলিটাকে। ২০১০ সালে আশফাক নিপুণের পরিচালনায় ‘মুকিম ব্রাদার্স’ ধারাবাহিক নাটকে প্রথমবার অভিনয় করেন তিনি। এতে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। ২০১৪ সালে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’র ‘হোয়াই সো সিরিয়াস’-এ নিপুনের পরিচালনায় অভিনয় করেন এলিটা। ১০ বছর পর বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আবার জুটি বাঁধলেন তারা। এবার দুই জনই থাকছেন পর্দার সামনে।

আদনান আল রাজীবের পরিচালনায় ১০ বছর আগে ‘মিডল ক্লাস সেন্টিমেন্ট’ নাটকে অভিনয় করেন নিপুন। এবার মডেল হলেন তিনি।

(বাঁ থেকে) আদনান আল রাজীব, আশফাক নিপুন ও এলিটা করিম (ছবি: ফেসবুক)

২০১৫ সালে ভালোবেসে ঘর বাঁধেন আশফাক নিপুন ও এলিটা করিম। তাদের ব্যাপারে আদনান আল রাজীব বলেন, ‘সবাই জানে আশফাক নিপুন সাবলীল ও প্রাণচঞ্চল। যতটা দেখেছি তাতে মনে হয়েছে, পর্দার সামনে থাকতে ভালোই লাগে তার এবং অভিনয়ে কখনও সংকোচ বোধ করে না। কিন্তু এলিটা করিমকে কতজন জানে! তার সঙ্গে প্রথম দেখা থেকেই কাজ করার সুপ্ত ইচ্ছে ছিলো আমার। তিনি সহজাত প্রতিভাবান এবং পর্দায় অনেক অভিব্যক্তি প্রকাশ করতে পারেন। অবশেষে তাদের একসঙ্গে মডেল করার সুযোগ পেয়েছি! কী চমৎকার না?’

এটাই মডেল হিসেবে এলিটার প্রথম কাজ। প্রথমবার আদনান আল রাজীবের নির্দেশনায় কাজ করলেন তিনি। ঈদের পরপরই বিজ্ঞাপনচিত্রটি প্রচারে আসবে।

পড়া চালিয়ে যান

টেলিভিশন

‘আনন্দমেলা’য় রুনা লায়লার গান, সঞ্চালক নুসরাত ফারিয়া

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রুনা লায়লা (ছবি: বিটিভি)

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা প্রথমবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের ‘আনন্দমেলা’য় গান গাইলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তারা একসঙ্গে বসে কিছুক্ষণ আড্ডাও দিয়েছেন।

রুনা লায়লার গাওয়া নতুন গানটির শিরোনাম ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’। তিনি একা নন, এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, ঝিলিক ও সাব্বির। এর কথা লিখেছেন আনজির লিটন, সুর করেছেন আশরাফ বাবু।

নুসরাত ফারিয়া ও রুনা লায়লা (ছবি: বিটিভি)

প্রযোজক মনিরুল হাসান ও ইয়াসির আরাফাত জানান, বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এবারের ‘আনন্দমেলা’য় থাকছে শত বাউলের অংশগ্রহণে তিনটি বাউল গানের কোলাজ নিয়ে একটি পরিবেশনা। এছাড়া আছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান।

(বাঁ থেকে) সাব্বির, দিলশাদ নাহার কনা, নুসরাত ফারিয়া, রুনা লায়লা, ইমরান মাহমুদুল ও ঝিলিক (ছবি: বিটিভি)

অনুষ্ঠানে জনপ্রিয় গানের তালে নেচেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ও চিত্রনায়ক জিয়াউল রোশান। সাত নৃত্যগুরুর সঙ্গে নাচে অংশ নিয়েছেন তাদের দুইজন করে শিষ্য। জনপ্রিয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে নৃত্য এবং পুতুলনাচ রয়েছে। ব্যান্ডসংগীত পরিবেশন করেছেন বিভিন্ন ব্যান্ডের সংগীতশিল্পীরা। এছাড়া নাট্যাংশে অংশ নিয়েছেন নাটকের খ্যাতিমান অভিনয়শিল্পীরা।

জিয়াউল রোশান ও তানজিন তিশা (ছবি: বিটিভি)

ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ‘আনন্দমেলা’।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ