Connect with us

হলিউড

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পুরস্কার জিতলো ‘ওপেনহাইমার’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘ওপেনহাইমার’ সিনেমার অভিনয়শিল্পীরা (ছবি: এসএজি)

হলিউডের ৩০তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ পুরস্কার জিতলো ‘ওপেনহাইমার’। ফলে অস্কারের দৌড়ে আরেক ধাপ এগোলো সিনেমাটি। কারণ এসএজি সদস্যদের বেশিরভাগই অস্কারেরও ভোটার।

এসএজি অ্যাওয়ার্ডসের এবারের আসরে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও টেলিভিশনে সেরা অভিনয়ের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে নেটফ্লিক্স।

লিলি গ্ল্যাডস্টোন (ছবি: এসএজি)

৩০তম এসএজি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা অভিনয়শিল্পীর সমাহার
ওপেনহাইমার

সেরা অভিনেতা
কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা অভিনেত্রী
লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)

সেরা পার্শ্ব-অভিনেতা
রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
ডে’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা স্টান্টদের সমাহার
মিশন: ইমপসিবল-ডেড রেকোনিং পার্ট ওয়ান

টেলিভিশন শাখা
সেরা অভিনয়শিল্পীর সমাহার (ড্রামা সিরিজ)
সাকসেশন

সেরা অভিনয়শিল্পীর সমাহার (কমেডি সিরিজ)
দ্য বিয়ার

সেরা অভিনেতা (টেলিভিশন মুভি অথবা লিমিটেড সিরিজ)
স্টিভেন ইয়ান (বিফ)

সেরা অভিনেত্রী (টেলিভিশন মুভি অথবা লিমিটেড সিরিজ)
অ্যালি ওয়াং (বিফ)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
পেদ্রো পাসকাল (দ্য লাস্ট অব আস)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)

সেরা অভিনেতা (কমেডি সিরিজ)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ)
আয়ো এডেবিরি (দ্য বিয়ার)

সেরা স্টান্টদের সমাহার (টেলিভিশন সিরিজ)
দ্য লাস্ট অব আস

বারবারা স্ট্রাইস্যান্ড (ছবি: এসএজি)

আজীবন সম্মাননা
বারবারা স্ট্রাইস্যান্ড

সিনেমাওয়ালা প্রচ্ছদ