Connect with us

শুভেচ্ছা

পরিণীতি ও রাঘবের বিয়ের নিমন্ত্রণ কার্ড ভাইরাল

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)

রাজনীতিবিদ রাঘব চাধার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। আগামী ২৩ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। গায়ে হলুদ ও মেহেদি রাঙা সংগীতানুষ্ঠানের পর ২৫ সেপ্টেম্বর প্রেমিকের সঙ্গে মালাবদল করবেন ৩৪ বছর বয়সী এই নায়িকা।

অতিথিদের কাছে পাঠানো বর-কনের নাম সংবলিত বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে। আগামী ৩০ সেপ্টেম্বর পাঁচতারকা হোটেল তাজ চণ্ডীগড়ে রয়েছে এই আয়োজন।

পরিণীতি চোপড়া ও রাঘব চাধার বিয়ের কার্ড (ছবি: টুইটার)

নিমন্ত্রণপত্রে লেখা, ‘আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী পি.এন. চাধা, শ্রীমতী বিমলা চাধা, শ্রীমতি ঊষা, শ্রী এইচ.এস. সাচদেবার স্বর্গীয় আশীর্বাদে অলকা ও সুনীল চাধা তাদের ছেলে রাঘব চাধা এবং রীনা ও পবন চোপড়ার কন্যা পরিণীতির বিবাহোত্তর সংবর্ধনায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তাজ চণ্ডীগড়ে মধ্যাহ্নভোজের জন্য নিমন্ত্রণ।’

জানা গেছে, বিয়েতে জমকালো আবহ থাকলেও সবই সম্পন্ন হবে ঘরোয়া পরিসরে। সেক্ষেত্রে দুই পরিবারের সদস্য, তাদের ঘনিষ্ঠজন ও বন্ধুদের উপস্থিতিতে পরিণীতির কপালে সিঁদুরে রাঙাবেন রাঘব। সব মিলিয়ে ২০০ জন অতিথির জন্য ব্যবস্থা থাকছে।

পরিণীতি চোপড়া ও রাঘব চাধা (ছবি: টুইটার)

আশা করা হচ্ছে, বিয়েতে ৫০ জনের বেশি ভিভিআইপি অতিথি উপস্থিত থাকবেন। কারণ রাঘব চাধা আম আদমি পার্টির (এএপি) জনপ্রিয় সদস্য। তাই অনুষ্ঠানস্থলে অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)

ভিভিআইপি অতিথিদের বিশেষ নিরাপত্তা দেবেন গোয়েন্দা কর্মকর্তারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য– দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিএম ভগবন্ত মান। এছাড়া পরিণীতির চাচাত বোন প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী আমেরিকান গায়ক-অভিনেতা নিক জোনাস আমেরিকা থেকে উড়ে আসবেন।

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)

গায়ে হলুদ, মেহেদি, সংগীত ও বিয়ের নানান অনুষ্ঠানগুলোর জন্য নয়াদিল্লির পাঁচতারকা হোটেল দ্য লীলা প্যালেস এবং উদয়পুরের নয়নাভিরাম দ্য ওবেরয় উদয়ভিলাস ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষভাবে বরাদ্দ নেওয়া হয়েছে।

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা গত মে মাসে দিল্লির কাপুরথালা হাউসে জাঁকজমকভাবে বাগদানের আনুষ্ঠানিকতা সেরেছেন।

রাঘব চাধা ও পরিণীতি চোপড়া (ছবি: টুইটার)

এদিকে পরিণীতি চোপড়ার নতুন সিনেমা ‘মিশন রাণীগঞ্জ’ মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর। এতে তার সহশিল্পী বলিউড তারকা অক্ষয় কুমার। চার বছর আগে ‘কেসারি’তে জুটি বেঁধেছিলেন তারা।

‘মিশন রাণীগঞ্জ’ সিনেমায় দেখা যাবে, ১৯৮৯ সালের নভেম্বরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরের রাণীগঞ্জে ৩৫০ ফুট গভীর কয়লাখনিতে ৬৫ জন শ্রমিকের আটকে পড়ার সত্যি ঘটনা। তাদের জীবিত উদ্ধারের অভিযানে নেতৃত্ব দেন প্রয়াত খনি প্রকৌশলী যশবন্ত সিং গিল। তার নিরলস প্রচেষ্টা ও বীরত্বে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে কয়লা খনিতে উদ্ধার অভিযান সফল হয়। এ ঘটনা সারা ভারতসহ বিশ্বকে নাড়া দিয়েছিলো।

‘মিশন রাণীগঞ্জ’ সিনেমার পোস্টার (ছবি: পূজা এন্টারটেইনমেন্ট)

‘মিশন রাণীগঞ্জ’ পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই। অক্ষয় কুমারের প্রশংসিত ও ব্যবসাসফল সিনেমা ‘রুস্তম’ (২০১৬) বানিয়েছিলেন তিনি। সাত বছর পর আবার পরিচালকের আসনে বসলেন ৪৯ বছর বয়সী এই নির্মাতা। নতুন সিনেমাটি প্রযোজনা করেছে পূজা এন্টারটেইনমেন্ট।

পরিণীতি চোপড়ার হাতে এখন আরেকটি সিনেমা আছে। এর নাম ‘অমর সিং চামকিলা’। এতে তার সহশিল্পী দিলজিৎ দোশাঞ্জ। পাঞ্জাবি গায়ক-গায়িকা অমর সিং চামকিলা ও অমরজোত কৌরের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে এটি। আশির দশকে তাদের ভক্তিমূলক গান তুমুল শ্রোতাপ্রিয়তা পায়। ১৯৮৮ সালের ৮ মার্চ স্ত্রী ও ব্যান্ডের দুই সদস্যসহ নিহত হন অমর সিং চামকিলা। সিনেমাটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি।

শুভেচ্ছা

টাইমস স্কয়ার থেকে দুবাই, নতুন গানসহ শাকিবের জন্মদিন যেন উৎসব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের এবারের জন্মদিন ভক্তদের জন্য বয়ে এনেছে অন্যরকম আনন্দ। সোশ্যাল মিডিয়ায় তারকাদের শুভেচ্ছা জ্ঞাপন, ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমার গান প্রকাশ, দুবাইয়ে আরেক সিনেমার প্রচারণাসহ কতো কিছুই না হলো দিনভর!

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে আরশাদ আদনানের প্রযোজনা ও হিমেল আশরাফের পরিচালনায় শাকিবের ‘রাজকুমার’। এর প্রথম গান ‘জনম জনমের ভালোবাসা তোমার আর আমার/ তোমার রূপকথাতে আমি হবো রাজকুমার’ প্রকাশিত হয়েছে আজ (২৮ মার্চ) সন্ধ্যা ৭টায়। ‘প্রিয়তমা’ গানের সঙ্গে সম্পৃক্ত সবার অংশগ্রহণ আছে এতে। এটি গেয়েছেন বালাম ও কোনাল, লিখেছেন আসিফ ইকবাল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন।

‘রাজকুমার’ সিনেমায় কোর্টনি কফি ও শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

‘প্রিয়তমা’য় শাকিবের সঙ্গে কলকাতার ইধিকা পালের রসায়ন দেখা গেছে। তবে ‘রাজকুমার’ গানের নায়িকা আমেরিকান তরুণী কোর্টনি কফি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুটিং করেছেন তারা। শুরুর অংশের লোকেশন টাইমস স্কয়ার। শাকিব ভক্তরা সেখানেই বিশাল ডিজিটাল পর্দা ভাড়া করে প্রিয় নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। টাইমস স্কয়ারেই কেক কেটেছেন তারা। এছাড়া দেশে শাকিব ভক্তদের একাধিক গ্রুপ দিনটি উদযাপন করেছে।

এদিকে শাকিবের জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মরুভূমিতে ‘দরদ’ সিনেমার পতাকা হাতে ছবি তুলেছেন পরিচালক অনন্য মামুন। এছাড়া ‘দরদ’ পোস্টার সংবলিত পতাকা নিয়ে মরুর বুকে চালানো হয়েছে তিনটি গাড়ি। এর আগে আলি আকবর আশা নামের এক তরুণ ‘দরদ’-এ শাকিবের ফার্স্টলুক সংবলিত টি-শার্ট পরে ১৫ হাজার ফুট ওপর থেকে স্কাই ডাইভিং করেছেন। এছাড়া চার তরুণ ‘দরদ’-পতাকা হাতে ‘রাজকুমার’ সিনেমাকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।

শাকিবের ‘দরদ’ সিনেমার ফার্স্টলুক সংবলিত টি-শার্ট পরে ১৫ হাজার ফুট ওপর থেকে স্কাই ডাইভিং (ছবি: ফেসবুক)

গত ২৭ মার্চ শাকিবকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রকাশিত হয়েছে ‘তুফান’ সিনেমার অফিসিয়াল ফার্স্টলুক। সময় গড়ানোর সঙ্গে পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকে। তার এই সিনেমা মুক্তি পাবে ঈদুল আজহায়। এটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের চরকি, আলফা-আই স্টুডিওস এবং ভারতের এসভিএফ। এতে তার বিপরীতে থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের ‘আয়নাবাজি’ তারকা নাবিলা।

‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান (ছবি: ভার্সেটাইল মিডিয়া)

১৯৭৯ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন শাকিব খান। তার প্রকৃত নাম মাসুদ রানা। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’র মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। দেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই নায়ক চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

পড়া চালিয়ে যান

শুভেচ্ছা

তিশার অন্যরকম অভিজ্ঞতা, হাসপাতালে বসে জন্মদিন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার অন্যরকম অভিজ্ঞতা হলো। প্রথমবার হাসপাতালে বসে জন্মদিন পালন করলেন তিনি। কারণ তার মেয়ে ইলহাম অসুস্থ।

আজ (২০ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় তিশা লিখেছেন, ‘আমার জীবনে অনেক অভিজ্ঞতার মধ্যে আরো একটি অভিজ্ঞতা যোগ হলো। হাসপাতালে বসে জন্মদিন পালন করলাম। ধন্যবাদ ফারুকী, জীবনের এতো ঝড়ের মধ্যে আমার জন্মদিনটা মনে রাখার জন্য।’

ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে একটি ছবি জুড়ে দিয়েছেন তিশা। এতে একটি সাদা প্লেটের ওপর ছোট্ট কেক ও খোলা বাক্সে সোনালি আংটি রয়েছে। হ্যাশট্যাগের মাধ্যমে তিনি জানিয়েছেন, এগুলো তার জন্মদিনের উপহার।

সোশ্যাল মিডিয়ায় তিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। পরিবার, স্বজন, বন্ধু ও ভক্তদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা সিক্ত হয়েছেন তিনি। অভিনেতা চঞ্চল চৌধুরী অনেক আগে তোলা তার, তিশার ও মোশাররফ করিমের একটি ছবি শেয়ার দিয়ে লিখেছেন,‌ ‘শুভ জন্মদিন তিশু। অনেক ঝড় বইছে জানি, সব ঠিক হয়ে যাবে।’

ফারুকী লিখেছেন, ‘শুভ জন্মদিন, নুসরাত ইমরোজ তিশা! ভালোবাসি তোমাকে!’

মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা ও তাদের মেয়ে ইলহাম (ছবি: সিনেমাওয়ালা নিউজ)

গত ১৭ ফেব্রুয়ারি হাসপাতালে ইলহামের ব্যান্ডেজ করা হাতের ছবি শেয়ার দিয়ে তিশা লেখেন, ‘আল্লাহ মানুষের অনেকভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারেরও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন।’ তার এমন স্ট্যাটাসের কারণ, গত মাসে মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

সম্প্রতি হারপিক-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। বাংলাদেশে তিনিই প্রথম হারপিক ব্র্যান্ডের নারী অ্যাম্বাসেডর।

নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

তিশাকে সর্বশেষ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় দেখা গেছে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজনে টিএসসি মিলনায়তনে এর একটি প্রদর্শনীতে অংশ নেন তিনি।

পড়া চালিয়ে যান

শুভেচ্ছা

বিয়ের পর বরের সঙ্গে বাঁশবাগানে অর্ষা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নতুন বছরে দেশীয় শোবিজ তারকাদের মধ্যে অভিনেত্রী মৌসুমী হামিদ ও অভিনেতা ফারহান আহমেদ জোভানের পর এবার বিয়ের সুখবর জানালেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। শুভ কাজ সেরে নেওয়ার খবর গতকাল (১৪ জানুয়ারি) সকালে জানিয়েছেন দু’জনে। 

ভালোবেসে বিয়ে করেছেন নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরানের। দুই-তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে কবুল বলেছেন তারা।

প্রকৃতির সান্নিধ্যে বাঁশবাগানে ছবি তুলেছেন বর-কনে। বেনারসি শাড়িতে অর্ষা আর সাদা পাঞ্জাবি-পাজামায় মোস্তাফিজুর নূর ইমরান।

বিয়ের পর তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অর্ষা লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে বিবাহিত।’

নবদম্পতিকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনে সিক্ত করেছেন তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেতা তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, অভিনেত্রী তানভীন সুইটি, নাদিয়া আহমেদ, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পরিচিতি পেয়েছেন অর্ষা। এরপর অনেক টিভি নাটক, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি।

‘মহানগর’ সিরিজে পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে মোস্তাফিজুর নূর ইমরানের অভিনয় প্রশংসা কুড়িয়েছে।ওটিটিতে তার উল্লেখযোগ্য আরো দুটি কাজ ওয়েব ফিল্ম ‘সাহস’ এবং ওয়েব সিরিজ ‘কাইজার’। বড় পর্দায় ‘গেরিলা’ এবং ‘ইতি তোমারই ঢাকা’ সিনেমায় দেখা গেছে তাকে।

চরকির ‘জাহান’ এবং পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সাহস’-এ একসঙ্গে অভিনয় করেছেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ