Connect with us

ঢালিউড

রেকর্ডসংখ্যক ১৭৮টি সিনেমাহলে ‘অন্তর্জাল’, পুরো সিনেমায় দুই পোশাকে মিম

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘অন্তর্জাল’ সিনেমায় (বাঁ থেকে) এবিএম সুমন, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: মোশন পিপল স্টুডিও)

অবশেষে মুক্তি পেলো দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’। শুধু দেশেই নয়, আজ (২২ সেপ্টেম্বর) থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় একযোগে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা। সব মিলিয়ে ১৭৮টি সিনেমাহলে চলছে এটি।

‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’-এর পর ‘অন্তর্জাল’ পরিচালনা করেছেন দীপংকর দীপন। তার দাবি, আনপ্রেডিক্টেবল গল্পটিতে মোচড়সহ দর্শকদের ভালো লাগার মতো সবই আছে।

‘অন্তর্জাল’ সিনেমার পোস্টারে (বাঁ থেকে) মাশরুর এনান, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: মোশন পিপল স্টুডিও)

সিনেমাটির পোস্টারে বলা হয়েছে, ‘সাইবার অ্যাকশন থ্রিলার সিনেমা। ইন্টারনেটে আমাদের প্রতিদিনের গল্পের সিনেমা। তারুণ্য ও টেক প্রজন্মের সিনেমা। রোবটিক্স, প্রোগ্রামিং ও হ্যাকিংয়ের সিনেমা। ভালোবাসা, প্রতিশোধ ও স্মার্ট বিনোদনের সিনেমা।’

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম (ছবি: মোশন পিপল স্টুডিও)

‘অন্তর্জাল’-এ তরুণ গ্রোগ্রামার লুমিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিশাদ রূপে দর্শকদের সামনে এসেছেন বিদ্যা সিনহা মিম। রোবোটিকস প্রকৌশলী প্রিয়ম চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। তিনজনই পৃথকভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

‘অন্তর্জাল’ সিনেমায় বিদ্যা সিনহা মিম (ছবি: মোশন পিপল স্টুডিও)

মিম বলেন, ‘এটি অনেক কারণেই আমার জন্য আলাদা। পুরো সিনেমায় আমার হাসিমুখ আছে মাত্র দুইবার। এমনকি মাত্র দুটি পোশাকেই আস্ত একটা সিনেমা শেষ করতে হয়েছে। দর্শকেরা দেখলেই বুঝবেন, যেরকম টানটান উত্তেজনার মধ্য দিয়ে একেকটি মুহূর্ত গেছে, তাতে পোশাক বদলের কোনো সুযোগ ছিলো না। আমি জানি, দর্শকও পর্দা থেকে চোখ সরানোর ফুরসত পাবেন না!’

সিয়ামের কথায়, ‘প্রায় তিন বছর ধরে এই সিনেমা লালন করেছি আমরা। দর্শকদের নতুন কিছু উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা ছিলো আমাদের সবার।’

‘অন্তর্জাল’ সিনেমার পোস্টারে (বাঁ থেকে) মাশরুর এনান, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: মোশন পিপল স্টুডিও)

সিআইডির ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়াও আছেন মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ। বাংলাদেশের বিভিন্ন মনোরম স্থান ছাড়াও থাইল্যান্ডের একটি লোকেশনে সিনেমার শুটিং হয়েছে।

‘অন্তর্জাল’ সিনেমায় বিদ্যা সিনহা মিম (ছবি: মোশন পিপল স্টুডিও)

গল্পটি যৌথভাবে লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপও সাইফুল্লাহ রিয়াদের। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন দীপংকর দীপন।

‘অন্তর্জাল’ সিনেমায় সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: টাইগার মিডিয়া)

‘অন্তর্জাল’ সিনেমার দুটি গান ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এর একটির শিরোনাম ‘বলে দিলেই তো হয়’। এটি সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। তার সঙ্গে এটি গেয়েছেন অবন্তী সিঁথি। কয়েকদিন আগে এসেছে প্রচারণামূলক গান ‘ওয়েলকাম টু অন্তর্জাল’। ঢাকার রবীন্দ্র সরোবরে ধুমধাম আয়োজনে এর প্রকাশনা হয়। সুর ও সংগীতায়োজনে এপিরাস ব্যান্ডের শেখ শফি মাহমুদ ও শেখ সামী মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, স্পর্শ শিপলু ও শেখ শফি মাহমুদ। র‍্যাপ করেছেন রাসেল মাহমুদ। দুটি গান তারই লেখা।

‘অন্তর্জাল’ সিনেমায় (বাঁ থেকে) এবিএম সুমন, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: মোশন পিপল স্টুডিও)

সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্যোগে ‘অন্তর্জাল’ প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস এবং স্পেলবাউন্ড লিও বার্নেট। সিনেমার শিল্প নির্দেশনা দিয়েছেন সামুরাই মারুফ। দেশে ৩৫টি সিনেমাহলে দ্য অভি কথাচিত্র এবং উত্তর আমেরিকায় ১৪৩টি সিনেমাহলে এটি পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো।

গত ঈদুল আজহায় (২৯ জুন) ‘অন্তর্জাল’ মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে এটি পিছিয়ে গেছে। পরবর্তী সময়ে ৮ সেপ্টেম্বর নির্ধারণ করলেও বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার প্রভাবে আবার পিছিয়ে যায় এটি। অবশেষে সিনেমাহলে এলো ‘অন্তর্জাল’।

ঢালিউড

‘তুফান’ টিজারে শাকিবের হুংকার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’-এর টিজার প্রকাশ্যে এলো। রায়হান রাফীর পরিচালনায় এতে অপ্রতিরোধ্য গ্যাংস্টারের আমেজে দেখা গেছে তাকে। বিভিন্ন অ্যাকশন দৃশ্যে তার লুক ও মেজাজ আভাস দিচ্ছে, তুফান বয়ে যাবে সিনেমাহলে!

১ মিনিট ২৮ সেকেন্ডের টিজারের শুরুতে শাকিব বলেন, ‌‘পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবো। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউই রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে…।’ এরপরই শুরু হয় তার আগ্রাসী কর্মকাণ্ড।

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

টিজারে শেষ দৃশ্যের আগে অন্যমাত্রা নিয়ে হাজির হন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি উপহাস মোড়ানো হাসি দিয়ে বলেন, ‘তুফান খুব ভয় পাইছিরে।’ এরপর বাথটাবে পানিতে বসে থাকা শাকিব হুংকার ছাড়েন।

‘তুফান’ সিনেমার টিজারে চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

গতকাল (৭ মে) বিকেলে সিনেমাটির তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও এসভিএফ-এর সোশ্যাল মিডিয়া পেজে ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় টিজার।

টিজারে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টাইটেল গান। এর কথা এমন– ‘প্রলয়ের তুফান, আসছে এ তুফান, প্রলয়ের তুফান, থামাও এ তুফান’। এটি গেয়েছেন আরিফ রহমান জয়। তার সঙ্গে সহ-কণ্ঠ দিয়েছেন সাম্যব্রত দৃপ্ত। র‍্যাপ গেয়েছেন র‍্যাপস্টা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

টিজার প্রসঙ্গে পরিচালক রায়হান রাফী বলেন, “বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুনভাবে চেনাবে ‘তুফান’। অনেক সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তন করে। ‘তুফান’ তেমন একটি সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার মানদণ্ড অন্য উচ্চতায় নিয়ে যাবে। বলা যায়, ‘তুফান’ আমার জীবনের একটি স্বপ্নের প্রকল্প। শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়া আশীর্বাদ।”

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

‘তুফান’ দর্শকের মধ্যে ঝড় তুলবে বলে আশাবাদী এসভিএফ-এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনজনই জানিয়েছেন, টিজার প্রকাশের পর দারুণ সাড়া মিলছে।

আসন্ন ঈদুল আজহায় সিনেমাহলে মুক্তি পাবে ‘তুফান’। এতে শাকিব ও চঞ্চলের পাশাপাশি অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অনেকেই।

পড়া চালিয়ে যান

ঢালিউড

‘ফাতিমা’ সিনেমাহলে কবে আসছে জানালেন ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

বাংলাদেশের বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তার নতুন সিনেমা ‘ফাতিমা’ আগামী ২৪ মে সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

গতকাল (৫ মে) সোশ্যাল মিডিয়ায় ‘ফাতিমা’র পোস্টার শেয়ার দিয়ে ফারিণ লিখেছেন, “আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ‘ফাতিমা’। দেখুন আগামী ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে!”

‘ফাতিমা’র পোস্টারে তাসনিয়া ফারিণ (ছবি: আউটকাস্ট ফিল্মস)

পোস্টারে দেখা যাচ্ছে, তাসনিয়া ফারিণ একদৃষ্টিতে একদিকে তাকিয়ে আছেন। এতে ১৯৭১ ও ২০২৩ সাল উল্লেখ রয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার ও ২০২৩ সালের দুটি পৃথক সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পোস্টারের নিচের অংশে গরুর গাড়িতে চড়ে ও পায়ে হেঁটে অনেককে আশ্রয়ের খোঁজে যেতে দেখা যাচ্ছে।

‘ফাতিমা’য় অসাধারণ অভিনয়ের জন্য ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ। ইস্টার্ন ভিস্তা শাখায় ক্রিস্টাল সিমোর্গ স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ইরানের পর গত বছর অরল্যান্ডো ফিল্ম ফেস্টিভ্যাল এবং ইন্ডি গ্যাদারিং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় ‘ফাতিমা’।

‘ফাতিমা’য় তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়েশা মনিকা, গাউসুল আলম শাওন।

আউটকাস্ট ফিল্মস প্রযোজিত ‘ফাতিমা’র নাম শুরুতে ছিলো ‘দাহকাল’। ২০১৭ সালে এর শুটিং শুরু হলেও অর্থনৈতিক জটিলতার কারণে কাজ শেষ করে সাত বছর লেগেছে। চিত্রগ্রহণ করেছেন তুহিন তমিজুল।

তাসনিয়া ফারিণ (ছবি: ইয়াকুব)

সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন ধ্রুব হাসান। গল্পটি তারই। তিনি ও আদনান হাবিব চিত্রনাট্য লিখেছেন। তারাই সম্পাদনা ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন। সহ-প্রযোজক আরমান কাদরী, আরজু মানারা বেগম, শামসুর রাহমান আলভী ও তুনাজ্জিনা চৌধুরী পুনম। শিল্প নির্দেশনায় তারেক বাবলু, শিহাব নুরুন নবী ও উত্তম গুহ। শব্দসজ্জা করেছেন শৈব তালুকদার। পোশাক পরিকল্পনায় জুনায়েদ বোগদাদি জিমি ও এদিলা ফারিদ তুরিন।

গানের সুর ও সংগীত এবং আবহ সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন। শারমিন সুলতানা সুমি লেখার পাশাপাশি একটি কণ্ঠ দিয়েছেন। এছাড়া রয়েছে সোমনূর মনির কোনালের গাওয়া একটি গান।

পশ্চিমবঙ্গের ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এটি মুক্তি পায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

পড়া চালিয়ে যান

ঢালিউড

‘জংলি’ সিয়ামের সঙ্গী বুবলী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জংলি’ সিনেমায় শবনম বুবলী ও সিয়াম আহমেদ (ছবি: ফিলম্যান প্রোডাকশন হাউস)

আবার জুটি বাঁধলেন সিয়াম আহমেদ ও শবনম বুবলী। এম. রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। দুই তারকার দুটি মেজাজের স্থিরচিত্র সংবলিত একটি প্রচারণামূলক পোস্টার প্রকাশিত হয়েছে। এতে গোল চশমা পরা বুবলীকে ভীত-সন্ত্রস্ত দেখাচ্ছে। তার সামনে সাহসী ভঙ্গিতে তাকিয়ে আছেন সিয়াম।

আজ (২৪ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে বুবলীকে স্বাগত জানিয়েছেন সিয়াম আহমেদ। বুবলী সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে লিখেছেন, “আসছে ‘জংলি’। দেখা হবে কোরবানির ঈদে!”

কিছুদিন আগে ‘জংলি’র ফার্স্টলুকে নতুন রূপে হাজির হন সিয়াম আহমেদ। তার বিপরীতে কে থাকছেন সেই খবর জানা গেলো প্রায় এক মাস পর।

‘জংলি’র ফার্স্টলুকে সিয়াম আহমেদ (ছবি: টাইগার মিডিয়া)

বড় পর্দায় এবারই প্রথম সিয়াম-বুবলীর রসায়ন দেখা যাবে। এর আগে চরকিতে মুক্তিপ্রাপ্ত ‘টান’ ওয়েব ফিল্মে একসঙ্গে অভিনয় করেন তারা।

আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘জংলি’। এর চিত্রনাট্য লিখেছেন মেহেদি হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। ফিলম্যান প্রোডাকশন হাউসের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে এমআইবি স্টুডিওস। এটাই তাদের প্রথম সিনেমা। পরিবেশনায় দি অভি কথাচিত্র ও টাইগার মিডিয়া।

শবনম বুবলীকে সর্বশেষ ‘দেয়ালের দেশ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। এতে শরিফুল রাজের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ