Connect with us

বলিউড

‘সিংঘাম’: নতুন বছরে পুলিশ হচ্ছেন দীপিকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

দীপিকা পাড়ুকোন

রোহিত শেঠি ও দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউডে মসলাদার অ্যাকশন ঘরানার পাশাপাশি কমেডি সিনেমায় সফল পরিচালকদের মধ্যে রোহিত শেঠি অন্যতম। তার বানানো ‘গোলমাল’, ‘অল দ্য বেস্ট’, ‘বোল বচ্চন’ দেখে দর্শকরা হেসে লুটোপুটি খেয়েছে। একইভাবে ‘সিংঘাম’, ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’র মতো পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘সিংঘাম’ ফ্র্যাঞ্চাইজি সবশ্রেণির মন ছুঁয়েছে। বাজিরাও সিংঘাম চরিত্রে অজয় দেবগণ ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’তে অতিথি চরিত্রে হাজির হওয়ায় এসব সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে।

গত সপ্তাহে জানা যায়, রোহিত শেঠি ‘সিংঘাম’ সিরিজের তৃতীয় কিস্তির শুটিং শুরুর পরিকল্পনা করছেন। খবরটি পেয়ে ভক্তরা যারপরনাই খুশি। এবার তারা আরেকটি ব্যাপারে আনন্দের হাওয়ায় ভাসছেন।

গতকাল (৮ ডিসেম্বর) মুম্বাইয়ে নিজের নতুন সিনেমা ‘সার্কাস’-এর ‘কারেন্ট লাগা রে’ গানের প্রকাশনা অনুষ্ঠানে রোহিত শেঠির একটি ঘোষণা সেই আনন্দ বয়ে এনেছে। গানটিতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

রোহিত শেঠি, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং (ছবি: ইনস্টাগ্রাম)

‘কারেন্ট লাগা রে’ গানের প্রকাশনায় একজন সাংবাদিক জানতে চান, ৩৬ বছর বয়সী দীপিকাকে নিয়ে রোহিত শেঠি আবার কবে সিনেমা বানাবেন। প্রশ্নটি শুনে হাসিতে ফেটে পড়েন মঞ্চে থাকা ‘সার্কাস’-এর নায়ক রণবীর সিং। পরে তিনি এমন ভাব করেন যেন কিছুই জানেন না!

তখন রোহিত শেঠি বলেন, “সবাই জানে, আমার পরের সিনেমা ‘সিংঘাম অ্যাগেইন’। আমাকে বরাবরই শুনতে হয়, নারী সিংঘাম কবে আসবে? তাদের জন্য সুখভর, ‘সিংঘাম অ্যাগেইন’-এ নারী সিংঘাম আসবে।”

দীপিকা পাড়ুকোন

‌‘সার্কাস’ সিনেমায় দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

দীপিকাকে ইঙ্গিত দিয়ে কথাগুলো বলছিলেন রোহিত শেঠি। এরপর তিনি যোগ করেন, ‘পুলিশ জগতে আমার নারী পুলিশ দীপিকা। আমরা আগামী বছরের শুরুর দিকে আবার একসঙ্গে কাজ করবো।’

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

রোহিত শেঠির ঘোষণা শেষে রণবীর সিং স্বভাবসুলভ রসিকতার মোড়কে ‘সিংঘাম’ সিনেমার টাইটেল গান গেয়ে শোনান। দীপিকা তখন সানগ্লাস পরে মজা করেন। রণবীরের গান থামার পর রোহিত শেঠি দুষ্টুমির ছলে বলেন, রণবীর অভিনীত সিম্বা চরিত্রটি সম্পাদনা করে বাদ দিতে হবে। মুহূর্তেই সিম্বার মেজাজে ৩৭ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমাকে ছাড়া সিনেমা হতেই পারে না!’ রোহিত শেঠি উত্তর ছিলো, ‘তা তো ঠিক। তুই তো আলু। তুই সব তরকারিতে মানানসই।’

দীপিকা পাড়ুকোন

‌‘সার্কাস’ সিনেমায় দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘সূর্যবংশী’ সিনেমার একটি দৃশ্যে দেখা যায়, অতিথি চরিত্রে বাজিরাও সিংঘাম আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের নির্মূলের প্রতিশ্রুতি দেয়। ফলে ধারণা করা হচ্ছে, ‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়বে এই পুলিশ কর্মকর্তা। আগের দুটি পর্বের চেয়ে এবারেরটি আরো বড় পরিসরে তৈরির পরিকল্পনা করেছেন রোহিত শেঠি।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

২০১১ সালে মুক্তি পায় ‘সিংঘাম’। এতে গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া জয়কান্ত শিকরে (প্রকাশ রাজ) বিরুদ্ধে লড়ে বাজিরাও সিংঘাম। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিংঘাম রিটার্নস’ সিনেমায় ভণ্ড আধ্যাত্মিক বাবাজি (অমল গুপ্ত) ও মন্ত্রী প্রকাশ রাওয়ের (জাকির হুসেন) অবৈধ কাজে বাধার দেয়াল হয়ে দাঁড়ায় সিংঘাম।

‘সিংঘাম’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেন কাজল আগারওয়াল। ‘সিংঘাম রিটার্নস’-এর নায়িকা ছিলেন কারিনা কাপুর। তালিকায় এবার যুক্ত হচ্ছে দীপিকার নাম। আশা করা হচ্ছে, আগের দুটি সিনেমার চেয়ে বেশি ব্যবসাসফল হবে তৃতীয় কিস্তি।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

এদিকে রণবীরের চোখে, দীপিকার সেরা চরিত্র ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার মীনাম্মা। ‘কারেন্ট লাগা রে’ গানে তার সাজগোজ মীনাম্মার মতোই।

রণবীর সিং জানান, গানটিতে দীপিকার সঙ্গে পাল্লা দিতে ১০ দিন মহড়া করেছেন তিনি। তার কথায়, ‘ভালোভাবে জানতাম, সবাই দীপিকাকেই দেখবে। এমনকি আমারও গানটি দেখার সময় দীপিকার দিকে চোখ যাচ্ছিলো। সেজন্য কয়েকদিন মহড়া করে শক্তি সঞ্চয় করে নিয়েছি। তা না হলে সবার নজর শুধু দীপিকার দিকেই আটকে থাকতো। সে বিনোদনের রানি এবং আমার জীবনের রানি। ১৫ বছরের ক্যারিয়ারে দারুণ কিছু সিনেমা ও চরিত্র উপহার দিয়েছে সে।’

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

‌‘সার্কাস’ সিনেমায় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য কমেডি অব এররস’ নাটক অবলম্বনে ষাটের দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘সার্কাস’ সিনেমায় প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। এতে আরও আছেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, বরুণ শর্মা, জনি লিভার, সঞ্জয় মিশ্র, মুকেশ তিওয়ারিসহ অনেকে। এটি মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

এর আগে ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘এইটি থ্রি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন রণবীর সিং ও দীপিকা। ছয় বছর প্রেমের পর ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন তারা। সম্প্রতি আলীবাগে দু’জনে মিলে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।

দীপিকা পাড়ুকোন

‌‘সার্কাস’ সিনেমায় দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

রণবীর উল্লেখ করেন, দীপিকা ঘরকুনো মানুষ। কাজ না থাকলে খুব একটা বাইরে বের হন না। বরং ঘরে একসঙ্গে নিবিড় সময় কাটাতে ভালো লাগে তাদের।

এদিকে দীপিকার নতুন সিনেমা ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রঙ’ অবমুক্ত হবে আগামী ১২ ডিসেম্বর। এতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে তার রসায়ন দেখা যাবে। নাচনির্ভর গানটির শুটিং হয়েছে স্পেনের মাইয়র্কা দ্বীপ, আন্দালুসিয়া অঞ্চলের হেরেস দে লা ফ্রন্তেরা শহর ও বন্দরনগরী কাদিসে।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

এর আগে ‘ওম শান্তি ওম’ (২০০৭), ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩) ও ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমায় একসঙ্গে অভিনয় করেন শাহরুখ ও দীপিকা। ৯ বছর পর আবার তাদের রসায়ন দেখা যাবে। এতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি।

গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে ‘পাঠান’-এর টিজার প্রকাশিত হয়। মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, ততোই যেন সিনেমাটি নিয়ে উত্তেজনা বাড়ছে। যশরাজ ফিল্মসের প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম।

দীপিকার হাতে আরও আছে হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’, নাগ অশ্বিনের পরিচালনায় প্রভাসের বিপরীতে নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা এবং অমিতাভ বচ্চনের সঙ্গে হলিউডের ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক।

বলিউড

চুপিসারে বিয়ে করেছেন তাপসী

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

তাপসী পান্নু ও ম্যাথিয়াস বো (ছবি: এক্স)

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু চুপিসারে শুভ কাজ সেরে ফেলেছেন। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো’কে বিয়ে করেছেন ৩৬ বছর বয়সী এই তারকা। ভারতের উদয়পুরে গত ২৩ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভারতের একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তবে তাপসী এখনো নিজে থেকে কিছু জানাননি।

ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো’র ঝুলিতে আছে অলিম্পিকের স্বর্ণপদক। ৪৩ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে প্রায় ১০ বছরের সম্পর্ক তাপসীর। তারা নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন। ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রেখেছেন দু’জনে। কেবল কয়েক মাস আগে প্রেমের কথা জানান তাপসী। এরপর থেকে তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিলো।

গত ২০ মার্চ শুরু হয় প্রাক-বিবাহ অনুষ্ঠান। বিয়েতে অংশ নেন দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনেরা। নিমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন তাপসীর ‘দোবারা’ ও ‘থাপ্পড়’ সিনেমার সহশিল্পী পাভেল গুলাটি, ‘দোবারা’ ও ‘মনমর্জিয়া’ সিনেমার পরিচালক ও ‘সান্ড কি আঁখ’ সিনেমার প্রযোজক অনুরাগ কাশ্যাপ, চিত্রনাট্যকার কনিকা ধিলন।

বলিউড অভিনেত্রীদের মধ্যে সম্প্রতি বিয়ে করেছেন রাকুল প্রীত সিং ও কৃতি খারবান্দা। সেই তালিকায় তাপসী পান্নুর নাম যুক্ত হলো।

তাপসী পান্নুকে সর্বশেষ রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে। তার হাতে এখন আছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘ও লাড়কি হ্যায় কাহা?’ এবং ‘খেল খেল মে’।

পড়া চালিয়ে যান

বলিউড

পুলকিত-কৃতির বিয়ের ছবি, কী লিখলেন নবদম্পতি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা (ছবি: ইনস্টাগ্রাম)

সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের দুই তারকা পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। গতকাল (১৫ মার্চ) বিয়ে করলেও একদিন পর সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন দু’জনে। এরমধ্যে একটিতে দেখা গেছে, কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছেন বর।

গতকাল (১৬ মার্চ) ইনস্টাগ্রামে পুলকিত ও কৃতি একই অনুভূতি জানিয়েছেন। তারা লিখেছেন, ‘রোদ ঝলমলে নীল আকাশ থেকে ভোরের শিশির, জীবনের ভালো-মন্দ যেকোনো সময়ে শুধুই তুমি। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রতিটি হৃদস্পন্দনে শুধুই তুমি।’

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা (ছবি: ইনস্টাগ্রাম)

গোলাপি লেহাঙ্গার সঙ্গে মানানসই কুন্দনের গয়না পরেছেন কৃতি খারবান্দা। পুলকিতের পরনে পেস্তা রঙের শেরওয়ানি আর মাথায় পাগড়ি। শেরওয়ানিতে ‘গায়ত্রী মন্ত্র’ ছাপা। কনের লেহাঙ্গার সঙ্গে মিলিয়ে পাগড়িতে আছে গোলাপি সুতার কাজ। সংগীতানুষ্ঠান, গায়ে হলুদ, ককটেল পার্টি ও বিয়েসহ চার দিনব্যাপী জমকালো আয়োজন ছিলো দিল্লি এনসিআরের কাছে আইটিসি গ্র্যান্ড ভারত হোটেলে।

‘বীরে কি ওয়েডিং’ (২০১৮) সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান পুলকিত ও কৃতি খারবান্দা। এরপর ‘পাগলপান্তি’ (২০১৯) ও ‘তেইশ’ (২০২০) সিনেমায় তাদের একত্রে দেখা গেছে। বিয়ের মধ্য দিয়ে সফল পরিণতি পেলো তাদের প্রেম। দু’জনেরই জন্ম দিল্লিতে। তাই বিয়ের যাবতীয় অনুষ্ঠান এই শহরেই করা হয়েছে।

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড থেকে বিয়েতে উপস্থিত ছিলেন হাতেগোনা অতিথি। পুলকিত অভিনীত ‘ফুকরে’ সিনেমার অভিনয়শিল্পীদের মধ্যে রিচা চড্ডা ও আলি ফজল দম্পতিকে দেখা গেছে। এছাড়া ফারহান আখতার ও শিবানি দান্ডেকর, সংগীতশিল্পী মিকা সিং নিমন্ত্রিত অতিথি ছিলেন।

৪০ বছর বয়সী পুলকিত সম্রাটের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে বলিউড সুপারস্টার সালমন খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরাকে ভালোবেসে বিয়ে করেন তিনি। সালমানের হাত ধরে ২০১২ সালে বড় পর্দায় সুযোগ পান পুলকিত। তার প্রথম সিনেমা ‘বিট্টু বস’। শ্বেতার সঙ্গে মাত্র একবছরের দাম্পত্য জীবন কেটেছে তার। এরপর ছাড়াছাড়ি হয়ে যায় তাদের।

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা (ছবি: ইনস্টাগ্রাম)

পুলকিত সম্রাটের সিনেমার তালিকায় উল্লেখযোগ্য– ‘ফুকরে’ (২০১৩), ‘জয় হো’ (২০১৪), ‘ও তেরি’ (২০১৪), ‘ডলি কি ডোলি’ (২০১৫), ‘বাঙ্গিস্তান’ (২০১৫), ‘সনম রে’ (২০১৬), ‘জুনুনিয়াত’ (২০১৬), ‘ফুকরে রিটার্নস’ (২০১৭), ‘ফুকরে থ্রি’ (২০২৩)। তার অভিনয় দর্শকদের মন জয় করেছে।

অন্যদিকে ২০০৯ সালে তেলুগু সিনেমা ‘বনি’র মাধ্যমে বড় পর্দায় পা রাখেন কৃতি খারবান্দা। ২০১৬ সালে ‘রাজ়: রিবুট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ৩৩ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারে আরো আছে ‘শাদি মে জ়রুর আনা’ (২০১৭), ‘কারবান’ (২০১৮), ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’ (২০১৮), ‘হাউসফুল ফোর’ (২০১৯), ‘চৌদ্দ ফেরে’ (২০২১)।

পড়া চালিয়ে যান

বলিউড

মধুবালার বায়োপিক আসছে, নায়িকা হচ্ছেন কে?

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

মধুবালা (ছবি: এক্স)

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক তৈরি হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘মধুবালা’। আজ (১৫ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছে সনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন্স। এটি পরিচালনা করবেন জাসমিত কে রিন। আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ (২০২২) পরিচালনা করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি।

মধুবালার বায়োপিকে নাম ভূমিকায় কে অভিনয় করবেন তার নাম জানতে নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, আলিয়া ভাটকে নেওয়া হতে পারে এই চরিত্রে। যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করেননি।

মেয়ের মা হওয়ার জনসমক্ষে খুব কম এসেছেন আলিয়া ভাট।

মধুবালাকে বলা হয় ভারতীয় সিনেমার শুকতারা। বড় পর্দায় কাজ করতে গিয়ে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি, সেগুলো তুলে ধরা হবে বায়োপিকে।

সনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন্সের সঙ্গে ‘মধুবালা’ প্রযোজনা করবে ব্রুইং থটস প্রাইভেট লিমিটেডের প্রশান্ত সিং ও মাধুর্য বিনয়। মধুবালার বোন মধুর ব্রিজ ভূষণ এবং অরবিন্দ কুমার মালবিয়া সহ-প্রযোজক হিসেবে থাকবেন।

মধুবালা (ছবি: এক্স)

১৯৪২ সালে ‘বসন্ত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মধুবালা। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোগল-এ-আজ়ম’ সিনেমায় আনারকলি চরিত্রে তার অভিনয়কে ক্যারিয়ারের সেরা কাজ মনে করা হয়।

ব্যক্তিজীবনে কিংবদন্তি গায়ক-অভিনেতা কিশোর কুমারের সঙ্গে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন মধুবালা। মাত্র ৩৬ বছর বয়সে তার জীবনাবসান হয়।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ